ETV Bharat / state

কোয়ারানটিন সেন্টারেই মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় ভিলেজ পুলিশ ! উত্তপ্ত পাথরপ্রতিমা - patharpratima

পাথরপ্রতিমার এক কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছিল এক মহিলাকে ৷ ওই কোয়ারানটিন সেন্টারের গার্ডের দায়িত্বে ছিল দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ জাহির আব্বাস । অভিযোগ, সেখানেই গতরাতে ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে সে ৷

image
উত্তেজনা পাথরপ্রতিমায়
author img

By

Published : Jul 10, 2020, 5:31 PM IST

Updated : Jul 10, 2020, 5:40 PM IST

পাথরপ্রতিমা, 10 জুলাই : কোয়ারানটিন সেন্টারেই এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে এক ভিলেজ পুলিশ । এই অভিযোগে উত্তেজনা ছড়াল পাথরপ্রতিমার দিগম্বরপুরে ৷ ঘটনাস্থানে পুলিশ এলে তাদের উপর হামলার অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে ৷ পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় ৷

পাথরপ্রতিমার দিগম্বরপুর কর্মতীর্থ কোয়ারানটিন সেন্টারে এক মহিলাকে রাখা হয়েছিল ৷ ওই সেন্টারে গার্ডের দায়িত্বে ছিল দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ জাহির আব্বাস । অভিযোগ, সেন্টারের মধ্যেই গতরাতে ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে সে ৷

এলাকার কয়েকজন ছেলে জাহির আব্বাসের উপর লক্ষ্য রাখছিল । জানালা দিয়ে তারা ভিডিয়ো তোলে ৷ এরপর এলাকার বাসিন্দাদের ডেকে কোয়ারানটিন সেন্টারের বাইরের তালা লাগিয়ে দেয় । সকাল হতেই এলাকায় সেই খবর ছড়িয়ে পড়ে ৷ হাজারেরও বেশি বাসিন্দা সেখানে ভিড় করেন । জাহির আব্বাসের শাস্তির দাবি তোলেন তাঁরা ৷ খবর দেওয়া হয় ঢোলাহাট থানায় ৷ থানার এক অফিসার সেখানে এসে সবাইকে বুঝিয়ে ওই মহিলা এবং জাহির আব্বাসকে নিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ কিন্তু গ্রামের বাসিন্দারা জাহির আব্বাসের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন ।

পরে ওই মহিলা ও আব্বাসকে আলাদা গাড়িতে তোলে পুলিশ । ফের বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা ৷ পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় । ইটও ছোড়া হয় ৷ এক অফিসার সহ কয়েকজন পুলিশ কর্মী গুরুতর আহত হন । তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এরপর আরও পুলিশ এসে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে ৷ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে ৷

পাথরপ্রতিমা, 10 জুলাই : কোয়ারানটিন সেন্টারেই এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে এক ভিলেজ পুলিশ । এই অভিযোগে উত্তেজনা ছড়াল পাথরপ্রতিমার দিগম্বরপুরে ৷ ঘটনাস্থানে পুলিশ এলে তাদের উপর হামলার অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে ৷ পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় ৷

পাথরপ্রতিমার দিগম্বরপুর কর্মতীর্থ কোয়ারানটিন সেন্টারে এক মহিলাকে রাখা হয়েছিল ৷ ওই সেন্টারে গার্ডের দায়িত্বে ছিল দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ জাহির আব্বাস । অভিযোগ, সেন্টারের মধ্যেই গতরাতে ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে সে ৷

এলাকার কয়েকজন ছেলে জাহির আব্বাসের উপর লক্ষ্য রাখছিল । জানালা দিয়ে তারা ভিডিয়ো তোলে ৷ এরপর এলাকার বাসিন্দাদের ডেকে কোয়ারানটিন সেন্টারের বাইরের তালা লাগিয়ে দেয় । সকাল হতেই এলাকায় সেই খবর ছড়িয়ে পড়ে ৷ হাজারেরও বেশি বাসিন্দা সেখানে ভিড় করেন । জাহির আব্বাসের শাস্তির দাবি তোলেন তাঁরা ৷ খবর দেওয়া হয় ঢোলাহাট থানায় ৷ থানার এক অফিসার সেখানে এসে সবাইকে বুঝিয়ে ওই মহিলা এবং জাহির আব্বাসকে নিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ কিন্তু গ্রামের বাসিন্দারা জাহির আব্বাসের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন ।

পরে ওই মহিলা ও আব্বাসকে আলাদা গাড়িতে তোলে পুলিশ । ফের বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা ৷ পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় । ইটও ছোড়া হয় ৷ এক অফিসার সহ কয়েকজন পুলিশ কর্মী গুরুতর আহত হন । তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এরপর আরও পুলিশ এসে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে ৷ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে ৷

Last Updated : Jul 10, 2020, 5:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.