ETV Bharat / state

Tiger Census at Sundarbans : বাঘ শুমারির জন্য সুন্দরবনে বসানো হল ক্যামেরা - royal bengal tiger census at sundarbans

বর্তমানে কতগুলি বাঘ রয়েছে তা জানার জন্য সুন্দরবনে (Tiger Census at Sundarbans) ক্যামেরা বসালো বন দফতর ৷ আগে অন্যান্য উপায় অবলম্বন করলেও এখন ক্যামেরার সাহায্যেই তা করা হয় ৷

tiger census
বাঘ সুমারির জন্য সুন্দরবনে বসল ক্যামেরা
author img

By

Published : Dec 4, 2021, 6:32 AM IST

Updated : Dec 7, 2021, 9:22 AM IST

সুন্দরবন, 4 ডিসেম্বর : সুন্দরবনে বাঘের সংখ্যা জানার জন্য প্রতি বছরই সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প বাঘ শুমারি করে থাকে (Tiger Census at Sundarbans) । একইভাবে দক্ষিণ 24 পরগনা বন বিভাগের তরফেও শুমারি করা হয়ে থাকে ৷ আবার চার বছর অন্তর দেশ জুড়ে চলে বাঘ শুমারির কাজ । তবে এবার বাঘের মূল্যায়ন করার উদ্যোগ নিয়েছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি ।

সুন্দরবনের সজনেখালিতে বাঘ শুমারির জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় । সুন্দরবনে বিগত শুমারিতে বাঘের সংখ্যা উঠে এসেছিল মাত্র 96টি । এদিকে সুন্দরবনের বসিরহাট রেঞ্জ, সজনেখালি ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি রেঞ্জ, ন্যাশনাল পার্ক ইস্ট রেঞ্জ ও ন্যাশনাল পার্ক ওয়েস্ট রেঞ্জের বনকর্মীদের সঙ্গে দক্ষিণ 24 পরগনা বন বিভাগের অন্তর্ভুক্ত মাতলা রেঞ্জ, রায়দিঘি রেঞ্জ ও রামগঙ্গা রেঞ্জের বনকর্মীরাও অংশ নিয়েছেন বাঘ শুমারির এই কাজে ।

আরও পড়ুন : Sundarbans Tiger Census : ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির উদ্যোগে সুন্দরবন বাঘ শুমারির প্রস্তুতি শুরু

5 ডিসেম্বর থেকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় প্রথম ক্যামেরা বসানোর কাজ শুরু হবে বলে জানা গিয়েছে । 35 দিনের মধ্যে মোট 1496 টি উন্নত মানের ক্যামেরা বসানো হবে ৷ এর জন্য 10টি বিশেষ দল তৈরি করা হয়েছে । প্রতিটি দলে 12 থেকে 14 জন করে সদস্য থাকবেন বলে জানা গিয়েছে । সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকাতে 1200টি ক্যামেরা বসানো হবে ।

বাঘ সুমারির জন্য সুন্দরবনে বসল ক্যামেরা

একইভাবে দক্ষিণ 24 পরগনা বিভাগীয় বনাধিকারিকের অন্তর্গত অঞ্চলে 136টি পয়েন্টে বসানো হবে বাঘ শুমারির ক্যামেরা । আর এই ক্যামেরা বসানোর কাজ শেষ হবে 15 ফেব্রুয়ারির মধ্যে । ফলে কয়েক মাস পরেই নির্ধারণ হয়ে যাবে সুন্দরবনের বাঘের সংখ্যা আগের থেকে বাড়ল কি না । এদিকে শুক্রবার সজনেখালি ফরেস্ট ভবনে ক্যামেরা বসানো এবং কীভাবে বাঘ শুমারির কাজ করা হবে সেই বিষয়ে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ দেওয়া হয় হাতে কলমে । কীভাবে জঙ্গলের মধ্যে ক্যামেরা বসাতে হবে সে বিষয়ে বনকর্মীদের জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় ।

আরও পড়ুন : Royal Bengal Tiger : সুন্দরবনে ফের দক্ষিণরায়ের দর্শন, আপ্লুত পর্যটকরা

সুন্দরবন, 4 ডিসেম্বর : সুন্দরবনে বাঘের সংখ্যা জানার জন্য প্রতি বছরই সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প বাঘ শুমারি করে থাকে (Tiger Census at Sundarbans) । একইভাবে দক্ষিণ 24 পরগনা বন বিভাগের তরফেও শুমারি করা হয়ে থাকে ৷ আবার চার বছর অন্তর দেশ জুড়ে চলে বাঘ শুমারির কাজ । তবে এবার বাঘের মূল্যায়ন করার উদ্যোগ নিয়েছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি ।

সুন্দরবনের সজনেখালিতে বাঘ শুমারির জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় । সুন্দরবনে বিগত শুমারিতে বাঘের সংখ্যা উঠে এসেছিল মাত্র 96টি । এদিকে সুন্দরবনের বসিরহাট রেঞ্জ, সজনেখালি ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি রেঞ্জ, ন্যাশনাল পার্ক ইস্ট রেঞ্জ ও ন্যাশনাল পার্ক ওয়েস্ট রেঞ্জের বনকর্মীদের সঙ্গে দক্ষিণ 24 পরগনা বন বিভাগের অন্তর্ভুক্ত মাতলা রেঞ্জ, রায়দিঘি রেঞ্জ ও রামগঙ্গা রেঞ্জের বনকর্মীরাও অংশ নিয়েছেন বাঘ শুমারির এই কাজে ।

আরও পড়ুন : Sundarbans Tiger Census : ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির উদ্যোগে সুন্দরবন বাঘ শুমারির প্রস্তুতি শুরু

5 ডিসেম্বর থেকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় প্রথম ক্যামেরা বসানোর কাজ শুরু হবে বলে জানা গিয়েছে । 35 দিনের মধ্যে মোট 1496 টি উন্নত মানের ক্যামেরা বসানো হবে ৷ এর জন্য 10টি বিশেষ দল তৈরি করা হয়েছে । প্রতিটি দলে 12 থেকে 14 জন করে সদস্য থাকবেন বলে জানা গিয়েছে । সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকাতে 1200টি ক্যামেরা বসানো হবে ।

বাঘ সুমারির জন্য সুন্দরবনে বসল ক্যামেরা

একইভাবে দক্ষিণ 24 পরগনা বিভাগীয় বনাধিকারিকের অন্তর্গত অঞ্চলে 136টি পয়েন্টে বসানো হবে বাঘ শুমারির ক্যামেরা । আর এই ক্যামেরা বসানোর কাজ শেষ হবে 15 ফেব্রুয়ারির মধ্যে । ফলে কয়েক মাস পরেই নির্ধারণ হয়ে যাবে সুন্দরবনের বাঘের সংখ্যা আগের থেকে বাড়ল কি না । এদিকে শুক্রবার সজনেখালি ফরেস্ট ভবনে ক্যামেরা বসানো এবং কীভাবে বাঘ শুমারির কাজ করা হবে সেই বিষয়ে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ দেওয়া হয় হাতে কলমে । কীভাবে জঙ্গলের মধ্যে ক্যামেরা বসাতে হবে সে বিষয়ে বনকর্মীদের জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় ।

আরও পড়ুন : Royal Bengal Tiger : সুন্দরবনে ফের দক্ষিণরায়ের দর্শন, আপ্লুত পর্যটকরা

Last Updated : Dec 7, 2021, 9:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.