ETV Bharat / state

একসঙ্গে 32 বাসে ভাঙচুর, গড়িয়া বাসস্ট্যান্ডে উত্তেজনা - c5 bus stand

একসঙ্গে 32টি বাসে ভাঙচুর । রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে 10-12জনের একটি দুষ্কৃতী দলের তান্ডবে রীতিমতো উত্তেজনা ছড়াল গড়িয়া C5 বাসস্ট্যান্ডে । নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । কে বা কারা এই ঘটনার পিছনে জড়িত তা স্পষ্ট নয় ।

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Jun 16, 2019, 3:02 PM IST

Updated : Jun 16, 2019, 3:17 PM IST

গড়িয়া, 16 জুন : একসঙ্গে 32টি বাসে ভাঙচুর । রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে 10-12জনের একটি দুষ্কৃতী দলের তান্ডবে রীতিমতো উত্তেজনা ছড়াল গড়িয়া C5 বাসস্ট্যান্ডে । শুধু তাই নয়, রাতে যেসব কর্মী বাসের মধ্যে ছিলেন তাঁদের মারধর করা হয় । ছিনতাই করা হয়েছে টাকাও । কে বা কারা এই ঘটনার পিছনে জড়িত তা স্পষ্ট নয় ।

গড়িয়া স্টেশন সংলগ্ন এই স্ট্যান্ড থেকে একাধিক বাস ছাড়ে । গড়িয়া স্টেশন-বাগবাজার, গড়িয়া স্টেশন-হাওড়া, গড়িয়া স্টেশন-বিবাদি বাগ রুটের একাধিক বাস প্রতিদিনই এই স্ট্যান্ড থেকে ছাড়ে । বাস কর্মীদের দাবি, গতকাল রাতে অন্যান্য দিনের মতোই স্ট্যান্ডে ছিল বিভিন্ন রুটের বাস । আচমকাই সেখানে চড়াও হয় 10-12 জনের একটি দল । ভাঙচুর চালায় বাসে । বাধা দিতে গেলে মারধর করা হয় বাসে থাকা কর্মীদেরও ।

দেখুন ভিডিয়ো

এর আগে এই বাস স্ট্যান্ডেই একাধিকবার বোমা উদ্ধার হয়েছে । তবে, এইভাবে ভাঙচুরের ঘটনা ঘটেনি । ঘটনার জেরে সকাল থেকে বিভিন্ন রুটের বাস বন্ধ রাখা হয় । নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

গড়িয়া, 16 জুন : একসঙ্গে 32টি বাসে ভাঙচুর । রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে 10-12জনের একটি দুষ্কৃতী দলের তান্ডবে রীতিমতো উত্তেজনা ছড়াল গড়িয়া C5 বাসস্ট্যান্ডে । শুধু তাই নয়, রাতে যেসব কর্মী বাসের মধ্যে ছিলেন তাঁদের মারধর করা হয় । ছিনতাই করা হয়েছে টাকাও । কে বা কারা এই ঘটনার পিছনে জড়িত তা স্পষ্ট নয় ।

গড়িয়া স্টেশন সংলগ্ন এই স্ট্যান্ড থেকে একাধিক বাস ছাড়ে । গড়িয়া স্টেশন-বাগবাজার, গড়িয়া স্টেশন-হাওড়া, গড়িয়া স্টেশন-বিবাদি বাগ রুটের একাধিক বাস প্রতিদিনই এই স্ট্যান্ড থেকে ছাড়ে । বাস কর্মীদের দাবি, গতকাল রাতে অন্যান্য দিনের মতোই স্ট্যান্ডে ছিল বিভিন্ন রুটের বাস । আচমকাই সেখানে চড়াও হয় 10-12 জনের একটি দল । ভাঙচুর চালায় বাসে । বাধা দিতে গেলে মারধর করা হয় বাসে থাকা কর্মীদেরও ।

দেখুন ভিডিয়ো

এর আগে এই বাস স্ট্যান্ডেই একাধিকবার বোমা উদ্ধার হয়েছে । তবে, এইভাবে ভাঙচুরের ঘটনা ঘটেনি । ঘটনার জেরে সকাল থেকে বিভিন্ন রুটের বাস বন্ধ রাখা হয় । নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

Last Updated : Jun 16, 2019, 3:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.