ETV Bharat / state

বন্ধ হয়ে গেল বজবজ জুটমিল, বেকার 5 হাজার শ্রমিক - বেকার শ্রমিক

বন্ধ হয়ে গেল রাজ্যের আরও একটি জুটমিল । দক্ষিণ 24 পরগনার বজবজ থানার অন্তর্গত জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ ৷

budge budge jute mill closed, more than 5000 workers lost job
বন্ধ হয়ে গেল বজবজ জুটমিল, বেকার 5 হাজার শ্রমিক
author img

By

Published : Apr 18, 2021, 12:18 PM IST

বজবজ, 18 এপ্রিল: বন্ধ হয়ে গেল দক্ষিণ 24 পরগনার বজবজ জুটমিল । বজবজের প্রায় পাঁচ হাজারেরও বেশি শ্রমিক সেখানে কাজ করতেন । দু দিন ছুটির পর আজ সকালে শ্রমিকরা কাজের জন্য গিয়ে দেখেন যে, মিলের গেট বন্ধ ও গেটে ঝুলছে বন্ধের নোটিশ ৷ এই দেখেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা ।

অনির্দিষ্টকালের জন্য হলেও আপাতত সাময়িক 'সাসপেনশন অফ ওয়ার্ক' এর নোটিশ ঝোলানো হয়েছে । জানা গিয়েছে, সংশ্লিষ্ট জুটমিলে উৎপাদন ক্ষমতা কমে যাওয়া এবং শ্রমিকদের হঠাৎ অনুপস্থিতির কারণকে দায়ী করতে চাইছে কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন: নজরে কলকাতার 11, বিশেষ ওয়াররুম খুলছে বিজেপি

সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ

যদিও শ্রমিকদের পক্ষ থেকে জানা গিয়েছে, প্রধানত কাঁচামালের দামের মূল্যবৃদ্ধির জন্য খারাপ গুনমানের কাঁচামাল দেওয়া এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও কর্তৃপক্ষের গাফিলতিতে উৎপাদন কমে যাওয়াই কারখানা বন্ধের প্রধান কারণ ।

বজবজ, 18 এপ্রিল: বন্ধ হয়ে গেল দক্ষিণ 24 পরগনার বজবজ জুটমিল । বজবজের প্রায় পাঁচ হাজারেরও বেশি শ্রমিক সেখানে কাজ করতেন । দু দিন ছুটির পর আজ সকালে শ্রমিকরা কাজের জন্য গিয়ে দেখেন যে, মিলের গেট বন্ধ ও গেটে ঝুলছে বন্ধের নোটিশ ৷ এই দেখেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা ।

অনির্দিষ্টকালের জন্য হলেও আপাতত সাময়িক 'সাসপেনশন অফ ওয়ার্ক' এর নোটিশ ঝোলানো হয়েছে । জানা গিয়েছে, সংশ্লিষ্ট জুটমিলে উৎপাদন ক্ষমতা কমে যাওয়া এবং শ্রমিকদের হঠাৎ অনুপস্থিতির কারণকে দায়ী করতে চাইছে কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন: নজরে কলকাতার 11, বিশেষ ওয়াররুম খুলছে বিজেপি

সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ

যদিও শ্রমিকদের পক্ষ থেকে জানা গিয়েছে, প্রধানত কাঁচামালের দামের মূল্যবৃদ্ধির জন্য খারাপ গুনমানের কাঁচামাল দেওয়া এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও কর্তৃপক্ষের গাফিলতিতে উৎপাদন কমে যাওয়াই কারখানা বন্ধের প্রধান কারণ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.