ক্যানিং, 4 মে : দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং ডাবু খালের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ । সেই সময় ব্রিজের উপর কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন এলাকার মানুষজন । ফলে সমস্যায় ক্যানিং 1 ব্লকের নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের শতাধিক পরিবার (Bridge over Dabu canal collapsed in Canning) ।
ব্রিজের একপ্রান্তে রয়েছে জয়রামখালি গ্রাম, অন্যপ্রান্তে রয়েছে দুমকি গ্রাম । ফলে নিত্য যাতায়াত কয়েক হাজার মানুষের । ফলে ব্রিজ ভেঙে পড়ায় সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা । তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ব্রিজটি বেহাল অবস্থায় পড়েছিল । বারবার স্থানীয় প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনওরকম কাজ হয়নি । গ্রামবাসীদের আশঙ্কা ছিল, যেকোন মুহূর্তে ভারী বৃষ্টি হলেই ভেঙে পড়বে ব্রিজটি ।
আরও পড়ুন : টানা বৃষ্টিতে অস্থায়ী ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ ভাতারে
কিন্তু দুর্যোগ আসার আগেই ব্রিজের প্রায় অর্ধেক অংশ ভেঙে জলে পড়ে যায় ৷ জয়রামখালি গ্রামের দিক থেকে 70 ফুট লম্বা ব্রিজটির প্রায় 30 ফুটের অংশ ভেঙে পড়ে ৷