ETV Bharat / state

Bride Suicide in Gangasagar : বিয়ে ভেঙে যাওয়ায় গঙ্গাসাগরে আত্মঘাতী হবু কনে

author img

By

Published : Feb 11, 2022, 3:03 PM IST

পাত্রপক্ষের দাবি মানতে পারেননি বাবা ৷ তাই বিয়ে ভেঙে যাওয়ায় আত্মঘাতী মেয়ে (Bride Suicide in Gangasagar) ৷

Bride Suicide in Gangasagar
আত্মঘাতী কনে

গঙ্গাসাগর, 9 ফেব্রুয়ারি : সকালে ঘরে মিলল মেয়ের ঝুলন্ত দেহ ৷ বিয়ে ভেঙে যাওয়ায় বৃহস্পতিবার রাতে আত্মঘাতী হয়েছেন দ্বাদশ শ্রেণির ছাত্রী ৷ ঘটনাটি ঘটেছে সাগর থানার সাপখালি গ্রামে (Bride commits suicide after marriage cancel in Gangasagar in South 24 Parganas) ৷

জানুয়ারি মাসে সাগর থানার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ পালের সঙ্গে বিয়ে ঠিক হয় সাগর থানারই সাপখালি গ্রামের বাসিন্দা দীপল প্রধানের মেয়ের । দুই পরিবারে সম্মতি এ বছরের 5 মে বিয়ের দিন ঠিক হয় ৷ ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পাত্র ও পাত্রীর মধ্যে ।

আরও পড়ুন : Asansol Suicide Case : মায়ের মৃত্যুশোকে আত্মঘাতী দুই ভাই, আশঙ্কাজনক বোন

এর মাঝেই হঠাৎ ছেলের বাড়ির তরফে পাত্রীর পরিবারের কাছে বিয়ের যৌতুকে একটি সোনার চেন ও বিয়েতে 150 জনের খাওয়ার আয়োজনের কথা জানানো হয় । এটা সম্ভব নয় বলে জানান মেয়ের বাবা । তখন ছেলের বাড়ি পক্ষ থেকে পাত্রীর পরিবারকে অপমান করে বিয়ে ভেঙে দেওয়া হয় বলে জানিয়েছে মেয়ের পরিবার ।

এই মানসিক আঘাতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন দ্বাদশ শ্রেণির ছাত্রী । শুক্রবার সকালে ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানলা দিয়ে দেখে পুলিশকে খবর দেয় তাঁর পরিবারের লোকজন ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় সাগর থানার পুলিশ।
ঘটনার তদন্তে সাগর থানার পুলিশ । ঘটনায় গোটা পরিবারের শোকের ছায়া নেমে এসেছে ।

গঙ্গাসাগর, 9 ফেব্রুয়ারি : সকালে ঘরে মিলল মেয়ের ঝুলন্ত দেহ ৷ বিয়ে ভেঙে যাওয়ায় বৃহস্পতিবার রাতে আত্মঘাতী হয়েছেন দ্বাদশ শ্রেণির ছাত্রী ৷ ঘটনাটি ঘটেছে সাগর থানার সাপখালি গ্রামে (Bride commits suicide after marriage cancel in Gangasagar in South 24 Parganas) ৷

জানুয়ারি মাসে সাগর থানার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ পালের সঙ্গে বিয়ে ঠিক হয় সাগর থানারই সাপখালি গ্রামের বাসিন্দা দীপল প্রধানের মেয়ের । দুই পরিবারে সম্মতি এ বছরের 5 মে বিয়ের দিন ঠিক হয় ৷ ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পাত্র ও পাত্রীর মধ্যে ।

আরও পড়ুন : Asansol Suicide Case : মায়ের মৃত্যুশোকে আত্মঘাতী দুই ভাই, আশঙ্কাজনক বোন

এর মাঝেই হঠাৎ ছেলের বাড়ির তরফে পাত্রীর পরিবারের কাছে বিয়ের যৌতুকে একটি সোনার চেন ও বিয়েতে 150 জনের খাওয়ার আয়োজনের কথা জানানো হয় । এটা সম্ভব নয় বলে জানান মেয়ের বাবা । তখন ছেলের বাড়ি পক্ষ থেকে পাত্রীর পরিবারকে অপমান করে বিয়ে ভেঙে দেওয়া হয় বলে জানিয়েছে মেয়ের পরিবার ।

এই মানসিক আঘাতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন দ্বাদশ শ্রেণির ছাত্রী । শুক্রবার সকালে ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানলা দিয়ে দেখে পুলিশকে খবর দেয় তাঁর পরিবারের লোকজন ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় সাগর থানার পুলিশ।
ঘটনার তদন্তে সাগর থানার পুলিশ । ঘটনায় গোটা পরিবারের শোকের ছায়া নেমে এসেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.