ETV Bharat / state

কুলতলিতে ইটভাটার শ্রমিককে কুপিয়ে খুন - kultali murder

রবিবার দুপুরে এলাকার ইটভাটার মধ্যেই কয়েকজন দুষ্কৃতী তাকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ ।

কুলতলিতে ইটভাটার শ্রমিককে কুপিয়ে খুন
কুলতলিতে ইটভাটার শ্রমিককে কুপিয়ে খুন
author img

By

Published : Jan 31, 2021, 10:36 PM IST

কুলতলি, 31 জানুয়ারি : কুলতলিতে দিনে-দুপুরে ইটভাটার শ্রমিককে কুপিয়ে খুন ৷ নিহতের নাম শুকুর আলি ঢালি (42) । রবিবার ঘটনাটি ঘটেছে কুলতলি থানার কুন্দোখালি গোদাবার গ্রাম পঞ্চায়েতের টেংরাবিছি এলাকায় ।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে এলাকার ইটভাটার মধ্যেই কয়েকজন দুষ্কৃতী তাকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ । ওই ইটভাটায় শ্রমিকের কাজ করতো শুকুর আলি ঢালি । স্থানীয়দের অভিযোগ, জনাকয়েক দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় ইটভাটার মধ্যেই । এরপর আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় মানুষজন সুকুর আলিকে জামতলা হাসপাতালে নিয়ে যায় । সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় । দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । কী কারণে এই খুন তা তদন্ত করে দেখছে কুলতলি থানার পুলিশ ।

কুলতলিতে ইটভাটার শ্রমিককে কুপিয়ে খুন

জানা গিয়েছে, শুকুর আলি ঢালির বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের জন্য বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে ৷ পুলিশের প্রাথমিক অনুমান পুরানো শত্রুতা থেকেই এই খুন । এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ।

কুলতলি, 31 জানুয়ারি : কুলতলিতে দিনে-দুপুরে ইটভাটার শ্রমিককে কুপিয়ে খুন ৷ নিহতের নাম শুকুর আলি ঢালি (42) । রবিবার ঘটনাটি ঘটেছে কুলতলি থানার কুন্দোখালি গোদাবার গ্রাম পঞ্চায়েতের টেংরাবিছি এলাকায় ।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে এলাকার ইটভাটার মধ্যেই কয়েকজন দুষ্কৃতী তাকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ । ওই ইটভাটায় শ্রমিকের কাজ করতো শুকুর আলি ঢালি । স্থানীয়দের অভিযোগ, জনাকয়েক দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় ইটভাটার মধ্যেই । এরপর আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় মানুষজন সুকুর আলিকে জামতলা হাসপাতালে নিয়ে যায় । সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় । দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । কী কারণে এই খুন তা তদন্ত করে দেখছে কুলতলি থানার পুলিশ ।

কুলতলিতে ইটভাটার শ্রমিককে কুপিয়ে খুন

জানা গিয়েছে, শুকুর আলি ঢালির বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের জন্য বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে ৷ পুলিশের প্রাথমিক অনুমান পুরানো শত্রুতা থেকেই এই খুন । এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.