ডায়মন্ডহারবার, 4 অক্টোবর: পুজোয় ঘুরতে বেড়িয়ে প্রকাশ্যে প্রেমিকাকে এলোপাথাড়ি ধারাল অস্ত্রের কোপ করল যুবক (Boyfriend attacked Girlfriend with sharp weapon) ৷ এরপর নিজের গলাতেও কোপ চালাল ওই যুবক । ঘটনাটি ঘটেছে ডায়মন্ডহারবার থানার (Diamond Harbour) এলাকার 117 নম্বর জাতীয় সড়কের কাছে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷
জানা গিয়েছে, আহত মহিলার নাম তনুশ্রী হালদার ৷ তিনি হারউড পয়েন্ট কোস্টাল থানার ভুষিপাড়ার বাসিন্দা ৷ যুবক রায়দিঘির চাপনারখোপ নারায়নতলা এলাকার বাসিন্দা । আশঙ্কাজনক অবস্থায় প্রেমিক ও প্রেমিকাকে ভর্তি করা হয়েছে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে ।
সূত্রের খবর, তনুশ্রী হালদার ও নবকুমার প্রামাণিকের মধ্যে গত দু'বছর ধরে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল । এমনকী তনুশ্রী নিজের স্বামী ও সন্তান ছেড়ে দীর্ঘদিন নবকুমারের সঙ্গে থাকতেন । গত দু'সপ্তাহ আগে নবকুমারকে ছেড়ে তনুশ্রী ফিরে আসেন তাঁর স্বামীর কাছে । এরপর থেকে তনুশ্রীর সঙ্গে দেখা করার জন্য বারবার ফোন করতে থাকেন নবকুমার ।
আরও পড়ুন: দাম্পত্য জীবনের পথের কাঁটা সরাতেই একরত্তিকে শ্বাসরোধ করে খুন ‘সৎ’ বাবার
অষ্টমীর দিন ডায়মন্ডহারবারে তনুশ্রী নিজের মেয়েকে নিয়ে ঘুরতে আসেন । সেই সময় পরাগ পাম্পের কাছে ধারালো ছুরি নিয়ে তনুশ্রীর উপর চড়াও হয় নবকুমার । এলোপাথাড়ি কোপ করা হয় তাঁকে (Attempt to Murder) ৷ পরে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ওই যুবক । এমনটাই দাবি আক্রান্ত মহিলার মেয়ের । পরে তাঁদেরকে উদ্ধার করে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে ভর্তি করেছে পুলিশ ।