ETV Bharat / state

প্রেমের সম্পর্ক রাখতে অস্বীকার, যুবতির অন্তরঙ্গ ছবি সোশাল মিডিয়ায় - post

দুই বছরের সম্পর্ক আর রাখতে না চাওয়ায় যুবতির অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করল যুবক ।

ফেসবুক পোস্ট
author img

By

Published : Jun 4, 2019, 7:21 PM IST

Updated : Jun 4, 2019, 8:43 PM IST

সোনারপুর, 4 জুন : প্রেমের সম্পর্ক রাখতে না চাওয়ায় অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করল যুবক । অভিযুক্তের নাম সুরজিৎ মণ্ডল (22) । সোনারপুরের গোড়খাঁড়া এলাকার ঘটনা । ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে যুবতি ।

দু'ই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল সুরজিৎ ও ওই যুবতির । প্রেমিকা কলেজের প্রথম বর্ষের ছাত্রী । কিন্তু মাস দুয়েক আগে তাদের সম্পর্কে ভাঙন ধরে । অভিযোগ, এরপরই সুরজিৎ যুবতিকে নানারকম হুমকি দিতে শুরু করে । সম্পর্ক রাখতে অস্বীকার করলে তার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে দেয় । ঘটনায় যুবতি নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে । এরপরই গতরাতে অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ ।

পুলিশ জানায়, সুরজিৎকে আজ বারুইপুর আদালতে তোলা হয়েছিল । আদালত তিন দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে ।

সোনারপুর, 4 জুন : প্রেমের সম্পর্ক রাখতে না চাওয়ায় অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করল যুবক । অভিযুক্তের নাম সুরজিৎ মণ্ডল (22) । সোনারপুরের গোড়খাঁড়া এলাকার ঘটনা । ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে যুবতি ।

দু'ই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল সুরজিৎ ও ওই যুবতির । প্রেমিকা কলেজের প্রথম বর্ষের ছাত্রী । কিন্তু মাস দুয়েক আগে তাদের সম্পর্কে ভাঙন ধরে । অভিযোগ, এরপরই সুরজিৎ যুবতিকে নানারকম হুমকি দিতে শুরু করে । সম্পর্ক রাখতে অস্বীকার করলে তার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে দেয় । ঘটনায় যুবতি নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে । এরপরই গতরাতে অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ ।

পুলিশ জানায়, সুরজিৎকে আজ বারুইপুর আদালতে তোলা হয়েছিল । আদালত তিন দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে ।

New Delhi, May 09 (ANI): Former IAS officer of Punjab cadre SS Channy joined the Bharatiya Janata Party (BJP) on Thursday. He joined the party in presence of Union Minister Nitin Gadkari. Punjab is going to polls for the General election on May 19.
Last Updated : Jun 4, 2019, 8:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.