ETV Bharat / state

Bombs Recovered in Bhangar: ভাঙড়ে আইএসএফ কর্মীর বাড়িতে বোমা উদ্ধারে চাঞ্চল্য

ভাঙড়ে আইএসএফ কর্মীর বাড়ি থেকে শনিবার ভোররাতে বোমা উদ্ধার করল পুলিশ ৷ ঘটনার গ্রেফতার হয়েছে ওই আইএসএফ কর্মী ৷ তবে ওই কর্মীকে ফাঁসানো হয়েছে বলে দাবি আইএসএফ নেতার ৷ অভিযোগের তির তৃণমূলের দিকে ৷

Bhangar bombs recovery
আইএসএফ কর্মীর বাড়িতে বোমা
author img

By

Published : Jun 11, 2023, 4:16 PM IST

ভাঙড়, 11 জুন: শনিবার আইএসএফের নেতার মনোনয়ন পত্র জমা নেওয়ায় সরকারি কর্মীকে মারধরের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড় ৷ সেই ঘটনার রেশ কাটতে না-কাটতে পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে এবার বোমা উদ্ধার ৷ ভাঙড়ের একটি বাড়ি থেকে বেশ কয়েকটি বোমা উদ্ধার করল পুলিশ । সেটি তাঁদের দলের কর্মীর বাড়ি বলে দাবি আইএসএফ নেতার ৷ কাশিপুর থানার ধেইতি এলাকার ঘটনা । রবিবার ভোররাতে ওই আইএসএফ কর্মীর বাড়ি থেকে বোমাগুলি উদ্ধার হয় ৷ গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত আইএসএফ কর্মীকে ৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

জানা গিয়েছে, আইএসএফ কর্মী আলাউদ্দিন মোল্লার মুরগির ঘর থেকে এই বোমাগুলি উদ্ধার করে কাশিপুর থানার পুলিশ । ঘটনার পর ভাঙর দু'নম্বর ব্লক আইএসএফের নেতা রাইনুর হক দাবি করেন, "ওই পরিবারটি আইএসএফের সঙ্গে যুক্ত । তাই ভোটের আগে ফাঁসানো হয়েছে তাঁদের । পুলিশকে বলব যথাযথ তদন্ত করে ব্যবস্থা নিতে। মূলত তৃণমূল কর্মীরাই ফাঁসাচ্ছে আলাউদ্দিনকে ৷"

যদিও আইএসএফ কর্মীর পরিবারের তরফে দাবি করা হয়েছে, তাঁরা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ৷ তাঁদের সঙ্গে প্রতিবেশীদের বিবাদ চলছিল । সেই বিবাদের কারণেই প্রতিবেশীরা এই বোমা রেখে পুলিশকে দিয়ে ধরিয়ে দিয়েছে বলে দাবি পরিবারের । এই ঘটনায় তৃণমূল নেতৃত্ব পালটা দাবি করেছে, পঞ্চায়েত ভোটের আগে এলাকায় অশান্তি বাধিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য আইএসএফ কর্মী এই বোমাগুলি মজুত করেছিল । যদিও বোমা উদ্ধারের ঘটনার পর আলাউদ্দিন মোল্লাকে গ্রেফতার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কর্মীরা । বম্ব স্কোয়াডকেও খবর দেওয়া হয় । বম্ব স্কোয়াডের দল এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে নিয়ে যায় বলে পুলিশ সূত্রে খবর ।

আরও পড়ুন: মনোনয়ন জমা দেওয়া নিয়ে উত্তেজনা ভাঙড় 2 ব্লকে, মারধর সরকারী কর্মীকে

প্রসঙ্গত, শনিবার সকালে ভাঙড় 2 ব্লক প্রশাসনের কার্যালয়ে মনোনয়ন জমা দেন এক আইএসএফ নেতা ৷ সেই মনোনয়ন পত্র জমা নেওয়ায় সরকারি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ এই ঘটনার তীব্র নিন্দা করা হয় আইএসএফের তরফে ৷ এরপর রবিবার ভোররাতেই এক আইএসএফ কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার হওয়ায় প্রশ্ন তুলছে দলেরই নেতারা ৷ এই ঘটনায় তাঁরা তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে ৷

ভাঙড়, 11 জুন: শনিবার আইএসএফের নেতার মনোনয়ন পত্র জমা নেওয়ায় সরকারি কর্মীকে মারধরের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড় ৷ সেই ঘটনার রেশ কাটতে না-কাটতে পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে এবার বোমা উদ্ধার ৷ ভাঙড়ের একটি বাড়ি থেকে বেশ কয়েকটি বোমা উদ্ধার করল পুলিশ । সেটি তাঁদের দলের কর্মীর বাড়ি বলে দাবি আইএসএফ নেতার ৷ কাশিপুর থানার ধেইতি এলাকার ঘটনা । রবিবার ভোররাতে ওই আইএসএফ কর্মীর বাড়ি থেকে বোমাগুলি উদ্ধার হয় ৷ গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত আইএসএফ কর্মীকে ৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

জানা গিয়েছে, আইএসএফ কর্মী আলাউদ্দিন মোল্লার মুরগির ঘর থেকে এই বোমাগুলি উদ্ধার করে কাশিপুর থানার পুলিশ । ঘটনার পর ভাঙর দু'নম্বর ব্লক আইএসএফের নেতা রাইনুর হক দাবি করেন, "ওই পরিবারটি আইএসএফের সঙ্গে যুক্ত । তাই ভোটের আগে ফাঁসানো হয়েছে তাঁদের । পুলিশকে বলব যথাযথ তদন্ত করে ব্যবস্থা নিতে। মূলত তৃণমূল কর্মীরাই ফাঁসাচ্ছে আলাউদ্দিনকে ৷"

যদিও আইএসএফ কর্মীর পরিবারের তরফে দাবি করা হয়েছে, তাঁরা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ৷ তাঁদের সঙ্গে প্রতিবেশীদের বিবাদ চলছিল । সেই বিবাদের কারণেই প্রতিবেশীরা এই বোমা রেখে পুলিশকে দিয়ে ধরিয়ে দিয়েছে বলে দাবি পরিবারের । এই ঘটনায় তৃণমূল নেতৃত্ব পালটা দাবি করেছে, পঞ্চায়েত ভোটের আগে এলাকায় অশান্তি বাধিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য আইএসএফ কর্মী এই বোমাগুলি মজুত করেছিল । যদিও বোমা উদ্ধারের ঘটনার পর আলাউদ্দিন মোল্লাকে গ্রেফতার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কর্মীরা । বম্ব স্কোয়াডকেও খবর দেওয়া হয় । বম্ব স্কোয়াডের দল এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে নিয়ে যায় বলে পুলিশ সূত্রে খবর ।

আরও পড়ুন: মনোনয়ন জমা দেওয়া নিয়ে উত্তেজনা ভাঙড় 2 ব্লকে, মারধর সরকারী কর্মীকে

প্রসঙ্গত, শনিবার সকালে ভাঙড় 2 ব্লক প্রশাসনের কার্যালয়ে মনোনয়ন জমা দেন এক আইএসএফ নেতা ৷ সেই মনোনয়ন পত্র জমা নেওয়ায় সরকারি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ এই ঘটনার তীব্র নিন্দা করা হয় আইএসএফের তরফে ৷ এরপর রবিবার ভোররাতেই এক আইএসএফ কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার হওয়ায় প্রশ্ন তুলছে দলেরই নেতারা ৷ এই ঘটনায় তাঁরা তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.