কাকদ্বীপ, 1 মে : হাঁসফাঁস গরমের হাত থেকে রক্ষা পেল দক্ষিণবঙ্গের মানুষ । সপ্তাহের শেষ দিনে শনিবার বিকেলে দক্ষিণের বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি । কিন্তু স্বস্তির দাপটে নদীতে উল্টে গিয়েছে লঞ্চ ৷ পুলিশি তৎপরতায় লঞ্চের চালক-সহ তিনজন কর্মীকে উদ্ধার করা হয়েছে (Boat overturned due to storm in Muri Ganga River Kakdwip) ।
এদিন দক্ষিণ 24 পরগনায় হঠাৎই ঘন কালো মেঘে আকাশ ছেয়ে যায় ৷ শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে পাল্লা দিয়ে ঝোড়ো হাওয়ার দাপট । কালবৈশাখীর জেরে লন্ডভন্ড হয়ে গিয়েছে জেলার উপকূলীয় এলাকাগুলি । মুড়িগঙ্গা নদীতে উল্টে যায় 'এমভি সুচিত্রা' নামের একটি লঞ্চ ।
আরও পড়ুন : Rain in Kolkata : অবশেষে ভিজল তিলোত্তমা, শনির সন্ধ্যায় স্বস্তির বর্ষণ কলকাতায়
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই জেলার কাকদ্বীপে লট নম্বর আটে জেটিতে নোঙর করেছিল 'এমভি সুচিত্রা' । কালবৈশাখীর প্রবল ঝোড়ো হাওয়ায় জেটিতে ধাক্কা লেগে উল্টে ডুবে যাওয়া লঞ্চটি । সাহায্যের জন্য লঞ্চের চালক ও অন্য কর্মীরা চিৎকার শুরু করে দেয় । স্থানীয় এলাকাবাসীরা লঞ্চে থাকা কর্মীদের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসে ৷ খবর দেওয়া হয় হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশকে । তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় হারুড পয়েন্ট থানার পুলিশ ।
কয়েক ঘণ্টার প্রচেষ্টায় দুর্ঘটনাগ্রস্ত লঞ্চ থেকে চালক-সহ 3 জনকে নিরাপদে উদ্ধার বের করে আনে পুলিশ । প্রাথমিক চিকিৎসার জন্য লঞ্চের কর্মীদের কাকদ্বীপ মহকুমার হাসপাতালে নিয়ে যাওয়া হয় । মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পেরে স্বভাবতই খুশি লঞ্চ সার্ভিসের কর্মীরা ।