ডায়মন্ড হারবার , 28 এপ্রিল : করোনা পরিস্থিতিতে উদ্বেগ বেরেছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। করোনার দাপটে টান পড়েছে রক্তে। হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে ব্যাপকহারে রক্তের ঘাটতি দেখা দিয়েছে। সমস্যায় পড়েছেন মুমূর্ষু রোগীরা। হাসপাতালের তরফে জানানো হয়েছে রক্তের জোগান একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে। আপতত যে পরিমাণ রক্ত ব্লাড ব্যাঙ্কে রয়েছে তাও কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন চিকিৎসকেরা। এমন অবস্থায় আগামী দিনে মুমূর্ষু রোগীদের জন্য রক্তের ব্যবস্থা করা দুরূহ হয়ে উঠবে।
মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, থ্যালাসেমিয়া এবং মুমূর্ষু রোগী মিলিয়ে প্রত্যেকদিন প্রায় 50 বোতল রক্তের প্রয়োজন হয় হাসপাতালে। গত বছর করোনা সংক্রমণের সময় থেকে রক্তের ঘাটতি দেখা দিলেও লকডাউনের পর রক্তদান শিবিরের মাধ্যমে রক্তের জোগান বেড়েছিল ব্লাড ব্যাঙ্কে। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর আবারও রক্তের ঘাটতি দেখা দিয়েছে । রক্তদান শিবিরের আয়োজন না হওয়ায় সেই ঘাটতিও মেটানো যাচ্ছে না।
আরও পড়ুন : কোভিডে মৃত্যু দুই আইনজীবীর, কর্মবিরতির সিদ্ধান্ত হাওড়া কোর্টের বার অ্যাসোসিয়েশনের
মঙ্গলবার সন্ধ্যা অবধি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্কে মাত্র 20 বোতল রক্ত পড়ে রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। তবে সবচেয়ে বেশি ঘাটতি দেখা দিয়েছে 'বি-পজিটিভ' গ্রুপের রক্তের। হাসপাতালে চিকিৎসাধীন রোগীর রক্তের প্রয়োজন হলে আপতত রোগীর আত্মীয়দেরই রক্তের ব্যবস্থা করতে হচ্ছে।
রক্তের ঘাটতির জেরে সোমবার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুও হয়। করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে ব্লাড ব্যাঙ্কে রক্তের চরম ঘাটতি দেখা দেওয়ায় চিন্তিত হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই বিষয়টি স্বাস্থ্য দফতরে জানানো হয়েছে। এ বিষয়ে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল রমাপ্রসাদ রায় বলেন, "ব্লাড ব্যাঙ্কে খুব খারাপ অবস্থা তৈরি হয়েছে। এলাকায় দ্রুত রক্তদান শিবিরের আয়োজন করা না হলে রক্তের ঘাটতি মেটানো সম্ভব হবে না।"