ETV Bharat / state

ডায়মণ্ডহারবার উপসংশোধনাগারে উদ্ধার বিচারাধীন বিজেপি কর্মীর দেহ - স্বপন মণ্ডল

ডায়মণ্ডহারবার উপসংশোধনাগারে মৃত্যু হল এক বিচারাধীন বিজেপি কর্মীর ৷ মৃত স্বপন মণ্ডল (50) ফলতার দক্ষিণ কলাগাছিয়া এলাকার বাসিন্দা । কর্মীর মৃত্যুতে প্রশাসনকে কাঠগড়ায় তুলেছে বিজেপি নেতৃত্ব ।

ডায়মণ্ডহারবার উপসংশোধনাগারে বিচারাধীন বিজেপি কর্মীর মৃত্যু
ডায়মণ্ডহারবার উপসংশোধনাগারে বিচারাধীন বিজেপি কর্মীর মৃত্যু
author img

By

Published : May 11, 2021, 6:55 AM IST

ডায়মণ্ডহারবার, 11 মে : ডায়মণ্ডহারবারের উপসংশোধনাগারে বিচারাধীন বিজেপি কর্মীর মৃত্যু । ডায়মণ্ডহারবার উপসংশোধনাগারের বন্দি কক্ষ থেকে সোমবার উদ্ধার করা হয় বিজেপি কর্মীর দেহ । পুলিশ সূত্রে খবর, মৃত স্বপন মণ্ডল (50) ফলতার দক্ষিণ কলাগাছিয়া এলাকার বাসিন্দা ।

জানা গিয়েছে, গত 4 এপ্রিল এলাকায় গণ্ডগোল ও ঝামেলা পাকানোর অভিযোগে বিজেপি কর্মী স্বপন মণ্ডলকে গ্রেফতার করেছিল ফলতা থানার পুলিশ । ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 341, 326, 307 ও 34 ধারায় মামলাও রুজু করে পুলিশ । পরদিন আদালতে পেশ করা হলে তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ।

আরও পড়ুন : 134 ! রেকর্ড দৈনিক মৃত্যু রাজ্যে, 56 শতাংশ শুধু দুই জেলায়

তারপর থেকে ডায়মণ্ডহারবার উপসংশোধনাগারে হেপাজতে ছিলেন তিনি । এর মাঝে সোমবার সকাল সাড়ে ছ'টা নাগাদ তাঁকে ডাকাডাকি করেও কোন শব্দ পাওয়া যায় নি । পরে সংশোধনাগারের চিকিৎসক এসে পরীক্ষা করে স্বপনকে মৃত ঘোষণা করেন । চিকিৎসকের অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর । তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ।

কর্মীর মৃত্যুতে প্রশাসনকে কাঠগড়ায় তুলেছে বিজেপি নেতৃত্ব । বিজেপির ডায়মণ্ডহারবার সাংগঠনিক জেলার সহ-সভাপতি সুফল ঘাটু বলেন, "এলাকায় বিজেপির সংগঠনের হাল ধরেছিল স্বপন । তাই উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যে মামলায় ফাঁসানো হয় তাকে । এবার জেলের মধ্যেই ছেলেটার মৃত্যু হল ৷"

ডায়মণ্ডহারবার, 11 মে : ডায়মণ্ডহারবারের উপসংশোধনাগারে বিচারাধীন বিজেপি কর্মীর মৃত্যু । ডায়মণ্ডহারবার উপসংশোধনাগারের বন্দি কক্ষ থেকে সোমবার উদ্ধার করা হয় বিজেপি কর্মীর দেহ । পুলিশ সূত্রে খবর, মৃত স্বপন মণ্ডল (50) ফলতার দক্ষিণ কলাগাছিয়া এলাকার বাসিন্দা ।

জানা গিয়েছে, গত 4 এপ্রিল এলাকায় গণ্ডগোল ও ঝামেলা পাকানোর অভিযোগে বিজেপি কর্মী স্বপন মণ্ডলকে গ্রেফতার করেছিল ফলতা থানার পুলিশ । ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 341, 326, 307 ও 34 ধারায় মামলাও রুজু করে পুলিশ । পরদিন আদালতে পেশ করা হলে তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ।

আরও পড়ুন : 134 ! রেকর্ড দৈনিক মৃত্যু রাজ্যে, 56 শতাংশ শুধু দুই জেলায়

তারপর থেকে ডায়মণ্ডহারবার উপসংশোধনাগারে হেপাজতে ছিলেন তিনি । এর মাঝে সোমবার সকাল সাড়ে ছ'টা নাগাদ তাঁকে ডাকাডাকি করেও কোন শব্দ পাওয়া যায় নি । পরে সংশোধনাগারের চিকিৎসক এসে পরীক্ষা করে স্বপনকে মৃত ঘোষণা করেন । চিকিৎসকের অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর । তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ।

কর্মীর মৃত্যুতে প্রশাসনকে কাঠগড়ায় তুলেছে বিজেপি নেতৃত্ব । বিজেপির ডায়মণ্ডহারবার সাংগঠনিক জেলার সহ-সভাপতি সুফল ঘাটু বলেন, "এলাকায় বিজেপির সংগঠনের হাল ধরেছিল স্বপন । তাই উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যে মামলায় ফাঁসানো হয় তাকে । এবার জেলের মধ্যেই ছেলেটার মৃত্যু হল ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.