মন্দিরবাজার (দক্ষিণ 24 পরগনা), 7 মে: রেশনে দুর্নীতির অভিযোগে লকডাউনের মাঝেই মন্দিরবাজারে পথে নেমে বিক্ষোভ দেখালেন BJP-র মহিলা মোর্চার সদস্যরা। মহিলা মোর্চার নেত্রী তনুজা পাইকের নেতৃত্বে রাস্তা আটকে বিক্ষোভ দেখানো হয়।
দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারের ঘাটেশ্বরাতে রেশন দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখায় মহিলা মোর্চা । তনুজা পাইক দলের প্রায় 50 জন কর্মীকে সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখান। তবে লকডাইনের নিয়ম মেনেই সামাজিক দূরত্ব বজায় রেখে এই বিক্ষোভ করা হয়েছে বলে দাবি করেছে তারা । মুখে মাস্ক পরে, হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখানো হয় ।
মহিলা মোর্চার অভিযোগ, শাসকদলের নেতারা লকডাউনে রেশন কার্ড ও খাদ্য সামগ্রী বিতরণে স্বজনপোষণের রাজনীতি করছেন। ফলে, প্রকৃত অসহায় মানুষ পাচ্ছে না তাদের ন্যায্য অধিকার। এই বিষয়ে একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি।
এদিকে, লকডাউনের মধ্যে রাস্তা আটকে বিক্ষোভ চলার খবর পেয়ে ঘটনাস্থানে আসে মন্দিরবাজার থানার পুলিশ। BJP নেত্রীর সঙ্গে কথা বলেন পুলিশ কর্মীরা। শেষে পুলিশের আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি তুলে নেওয়া হয়।