ETV Bharat / state

প্রচারের সময় BJP প্রার্থীকে হেনস্থা, কর্মীদের মারধর; অভিযুক্ত তৃণমূল - loksabha election

ভোট প্রচারের সময় BJP প্রার্থীকে হেনস্থা ও কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

BJP প্রার্থীকে হেনস্থা
author img

By

Published : Apr 15, 2019, 4:01 AM IST

পাথরপ্রতিমা (দক্ষিণ 24 পরগনা), 15 এপ্রিল: মথুরাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী শ্যামাপ্রসাদ হালদারকে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। BJP জেলা সভাপতি অভিজিৎ দাসসহ আরও কয়েকজন কর্মীকে মারধরও করা হয় বলে অভিযোগ। দক্ষিণ 24 পরগনার গোবর্ধনপুর কোস্টাল থানার সর্দার মোড় এলাকার ঘটনা।

গতকাল মথুরাপুর লোকসভা কেন্দ্রের পাথরপ্রতিমা ব্লকের জি প্লটে কর্মিসভা করতে যাচ্ছিলেন শ্যামাপ্রসাদ হালদার, অভিজিৎ দাস এবং বেশ কয়েকজন BJP কর্মী। BJP জেলা সভাপতি বলেন, প্রাথী ও কর্মীদের নিয়ে যাচ্ছিলেন জি প্লটে। তখনই সর্দার মোড় এলাকায় তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি নুরউদ্দিন শেখ দলের কর্মীদের সঙ্গে নিয়ে হামলা চালায়। দলের প্রার্থীর কলার ধরে হেনস্থা করা হয়। পুলিশ বাধা দিতে গেলে তাদেরও ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। অভিজিতবাবু আরও বলেন, যে ইঞ্জিন ভ্যানে করে BJP কর্মীরা জি প্লটে যাচ্ছিলেন সেই ভ্যানচালককেও হুমকি দেওয়া হয়। পরে গোবর্ধনপুর কোস্টাল থানা থেকে আরও পুলিশ এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তৃণমূলের হামলায় দলের 2 কর্মী আহত হয়েছেন বলে BJP-র বক্তব্য। BJP-র জেলা সভাপতি বলেন, পঞ্চায়েত ভোটে এই সমস্ত এলাকায় বিরোধীদের ঘরছাড়া করে রাখা হয়েছিল। তাই রাজ্য পুলিশে তাঁদের আস্থা নেই। এই এলাকায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর জন্য কমিশনের কাছে আবেদন জানিয়েছেন।

BJP প্রার্থী ও কর্মীদের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। গোটা ঘটনা খতিয়ে দেখছে গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ।

পাথরপ্রতিমা (দক্ষিণ 24 পরগনা), 15 এপ্রিল: মথুরাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী শ্যামাপ্রসাদ হালদারকে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। BJP জেলা সভাপতি অভিজিৎ দাসসহ আরও কয়েকজন কর্মীকে মারধরও করা হয় বলে অভিযোগ। দক্ষিণ 24 পরগনার গোবর্ধনপুর কোস্টাল থানার সর্দার মোড় এলাকার ঘটনা।

গতকাল মথুরাপুর লোকসভা কেন্দ্রের পাথরপ্রতিমা ব্লকের জি প্লটে কর্মিসভা করতে যাচ্ছিলেন শ্যামাপ্রসাদ হালদার, অভিজিৎ দাস এবং বেশ কয়েকজন BJP কর্মী। BJP জেলা সভাপতি বলেন, প্রাথী ও কর্মীদের নিয়ে যাচ্ছিলেন জি প্লটে। তখনই সর্দার মোড় এলাকায় তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি নুরউদ্দিন শেখ দলের কর্মীদের সঙ্গে নিয়ে হামলা চালায়। দলের প্রার্থীর কলার ধরে হেনস্থা করা হয়। পুলিশ বাধা দিতে গেলে তাদেরও ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। অভিজিতবাবু আরও বলেন, যে ইঞ্জিন ভ্যানে করে BJP কর্মীরা জি প্লটে যাচ্ছিলেন সেই ভ্যানচালককেও হুমকি দেওয়া হয়। পরে গোবর্ধনপুর কোস্টাল থানা থেকে আরও পুলিশ এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তৃণমূলের হামলায় দলের 2 কর্মী আহত হয়েছেন বলে BJP-র বক্তব্য। BJP-র জেলা সভাপতি বলেন, পঞ্চায়েত ভোটে এই সমস্ত এলাকায় বিরোধীদের ঘরছাড়া করে রাখা হয়েছিল। তাই রাজ্য পুলিশে তাঁদের আস্থা নেই। এই এলাকায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর জন্য কমিশনের কাছে আবেদন জানিয়েছেন।

BJP প্রার্থী ও কর্মীদের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। গোটা ঘটনা খতিয়ে দেখছে গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ।

Intro:ভোট প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার গোবর্ধনপুর কোস্টাল থানা সরদার মোড় এলাকার ঘটনা।Body:ভোট প্রচারে বেরিয়ে তৃণমূলীদের হাতে হেনস্তার শিকার হলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্যামাপ্রসাদ হালদার। এরই পাশাপাশি মারধর করা হয় বিজেপি জেলা সভাপতি অভিজিৎ দাস সহ আরো কয়েকজন বিজেপি কর্মীকে। এদিন দুপুরে মথুরাপুর লোকসভা কেন্দ্রের পাথরপ্রতিমা ব্লকের জি প্লটে কর্মী বৈঠক করতে যাচ্ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সহবেশ কয়েকজন বিজেপি কর্মী। তৃণমূল কর্মীরা যখন হামলা করে তখন পুলিশ বাধা দিতে গেলে তাদের কেউ ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হয় বলে দাবি করেন দক্ষিণ 24 পরগনা জেলা বিজেপি সভাপতি অভিজিৎ দাস। অভিজিত বাবুর দাবি শ্যামাপ্রসাদ এর সমর্থনে এদিন প্রাথী ও কর্মীদের নিয়ে যাচ্ছিলেন g-plot এ। তখনই সারদার মোড় এলাকায় স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি নুর উদ্দিন শেখ তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে হামলা চালায় বিজেপির উপর বলে অভিযোগ। এর পাশাপাশি যে ইঞ্জিন ভ্যানে করে বিজেপি কর্মীরা g-plot যাচ্ছিল সেই ভ্যান চালককেও হুমকি দেয়া হয়। পঞ্চায়েত ভোটে এই সমস্ত এলাকায় বিরোধীদের ঘর ছাড়া করে রাখা হয়েছিল বলেও দাবি করেন অভিজিত বাবু। এরই পাশাপাশি তিনি জানান রাজ্য পুলিশে তাদের আস্থা নেই। ইতিমধ্যেই এই এলাকায় কেন্দ্রীয় বাহিনী নামিয়ে ভোট করা যায় সেই বিষয়ে কমিশনকে অনুরোধ করেন। সূত্রের খবর গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ সহ বিজেপি কর্মীরা জি প্লটের দিকে যাচ্ছিল সেই সময় তৃণমূল কর্মীরা হামলা চালায়। এই ঘটনায় তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।Conclusion:ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় দুই বিজেপি কর্মী আহত হয়েছে বলে দাবি বিজেপি নেতাদের। পরে গোবর্ধনপুর কোস্টাল থানা থেকে আরো পুলিশ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.