পাথরপ্রতিমা, 1 মে : করোনা আক্রান্ত হলেন পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসিত হালদার ৷ যার জেরে আগামীকাল ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতে পারবেন না তিনি ৷ আর তাতেই চিন্তিত বিজেপি কর্মীদের একাংশ ৷
আরও পড়ুন- ভারত থেকে আমেরিকায় যাওয়ার উপর বিধিনিষেধ বাইডেন সরকারের
আগামীকাল বিধানসভা নির্বাচনের ভোটগণনা ৷ কোভিড পরিস্থিতির জন্য় এবার ভোট গণনা কেন্দ্রে ঢুকতে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে ৷ বাধ্য়তামূলক করা হয়েছে কোভিড নেগেটিভ রিপোর্ট ৷
আরও পড়ুন- উত্তীর্ণ স্টেডিয়ামে হচ্ছে অক্সিজেন পার্লার
গতকাল পাথরপ্রতিমা গ্রামীণ হাসপাতালে কোভিড টেস্ট করতে যান সেখানকার বিজেপি প্রার্থী অসিত হালদার ৷ তাঁর রিপোর্ট আসার পর দেখা যায় তিনি করোনা পজিটিভ ৷ এরপর তাঁকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয় ৷ পাশাপাশি তাঁর সঙ্গে থাকা বাকি নেতা ও কর্মীদেরও টেস্ট করার নির্দেশ দেওয়া হয় ৷
আরও পড়ুন- ফের লকডাউন ? কী কী বন্ধ হল রাজ্যে...
আর সেকারণেই চিন্তিত বিজেপি কর্মীরা ৷ কারণ করোনা পজিটিভ থাকায় বাড়ি থেকে বের হতে পারবেন না অসিতবাবু ৷ গণনাকেন্দ্রে ঢুকতে পারবেন না ৷ আর এতেই অনেক বিজেপি কর্মী মনে করছেন এর ফলে তাঁদের দলের অনেকের মনোবল ভেঙে পড়বে ৷ গতকাল মোট 35 জন বিজেপি নেতা ও কর্মীর করোনা টেস্ট হয় ৷ তার মধ্য়ে 16 জনেরই পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে ৷ ৷