ETV Bharat / state

দলে না এলে একশো দিনের কাজ নয়, ভাঙড়ে মন্তব্য পঞ্চায়েত প্রধানের - Bhangar

তৃণমূল কংগ্রেসে যোগ না দিলে একশো দিনের কাজ পাবেন না । এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা তথা ভোগালি-২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান মোদাসসের হোসেন ।

BHANGAR
তৃণমূলে যোগ না দিলে একশো দিনের কাজ পাবে না মন্তব্য, ভাঙড়ের তৃণমূল নেতা মোদাসসের হোসেনের
author img

By

Published : Jun 15, 2021, 12:19 PM IST

Updated : Jun 15, 2021, 1:13 PM IST

ভাঙ্গড়, ১৫ জুন: তৃণমূল কংগ্রেসে যোগ না দিলে একশো দিনের কাজ পাবেন না । এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা তথা ভোগালি-২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান মোদাসসের হোসেনের ।

সোমবার কাঠালিয়াতে দলীয় একটি কার্যালয়ের উদ্বোধনে যান তিনি । সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “যারা বামেদের ভোট দিয়ে জিতিয়ে এখনও তৃণমূলে এসে স্যারেন্ডার করেনি, তারা ফুরফুরাতে গিয়ে কাজ করুক । ভোগালিতে তাদের কোনও কাজ নেই।” তাঁর আরও বক্তব্য, “স্যারেন্ডার করে একশো দিনের কাজ করুক তাতে অসুবিধা নেই, না হলে ভোট আসবে আবার খাম নিয়ে ঘুরে বেড়াবে, সে সব হবে না”। 'খাম' শব্দ ব্যবহার করে তিনি কার্যত আইএসএফের দিকেই আঙুল তুলেছেন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ।

আরও পড়ুন: বিশ্ববিজ্ঞানী র‍্যাঙ্কিংয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 34 জন বিজ্ঞানী, গর্বিত জঙ্গলমহল

ভাঙড় বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে জয়লাভ করেছে আব্বাস সিদ্দিকির আইএসএফ দল । বিধায়ক হয়েছেন ফুরফুরা শরিফের ছোট ভাইজান তথা আব্বাস সিদ্দিকির ভাই নওসাদ সিদ্দিকি । ভোটে জেতার পর ভাঙড়ে তাঁকে আর সেভাবে দেখা যায়নি । কয়েকদিন আগে ভাঙড় থানায় তিনি সৌজন্যমূলক সাক্ষাৎ করতে এলে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান । রাজনৈতিক সভা ও কর্মসূচিতে আইএসএফকে আক্রমণ করতে শুনে বিধায়ক নওসাদ সিদ্দিকি বলেন, “একজন জনপ্রতিনিধির কাছে এই ধরনের মন্তব্য কখনই কাম্য নয় । সকলকেই কাজ দিতে হবে । আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাব ।”

ভাঙ্গড়, ১৫ জুন: তৃণমূল কংগ্রেসে যোগ না দিলে একশো দিনের কাজ পাবেন না । এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা তথা ভোগালি-২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান মোদাসসের হোসেনের ।

সোমবার কাঠালিয়াতে দলীয় একটি কার্যালয়ের উদ্বোধনে যান তিনি । সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “যারা বামেদের ভোট দিয়ে জিতিয়ে এখনও তৃণমূলে এসে স্যারেন্ডার করেনি, তারা ফুরফুরাতে গিয়ে কাজ করুক । ভোগালিতে তাদের কোনও কাজ নেই।” তাঁর আরও বক্তব্য, “স্যারেন্ডার করে একশো দিনের কাজ করুক তাতে অসুবিধা নেই, না হলে ভোট আসবে আবার খাম নিয়ে ঘুরে বেড়াবে, সে সব হবে না”। 'খাম' শব্দ ব্যবহার করে তিনি কার্যত আইএসএফের দিকেই আঙুল তুলেছেন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ।

আরও পড়ুন: বিশ্ববিজ্ঞানী র‍্যাঙ্কিংয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 34 জন বিজ্ঞানী, গর্বিত জঙ্গলমহল

ভাঙড় বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে জয়লাভ করেছে আব্বাস সিদ্দিকির আইএসএফ দল । বিধায়ক হয়েছেন ফুরফুরা শরিফের ছোট ভাইজান তথা আব্বাস সিদ্দিকির ভাই নওসাদ সিদ্দিকি । ভোটে জেতার পর ভাঙড়ে তাঁকে আর সেভাবে দেখা যায়নি । কয়েকদিন আগে ভাঙড় থানায় তিনি সৌজন্যমূলক সাক্ষাৎ করতে এলে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান । রাজনৈতিক সভা ও কর্মসূচিতে আইএসএফকে আক্রমণ করতে শুনে বিধায়ক নওসাদ সিদ্দিকি বলেন, “একজন জনপ্রতিনিধির কাছে এই ধরনের মন্তব্য কখনই কাম্য নয় । সকলকেই কাজ দিতে হবে । আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাব ।”

Last Updated : Jun 15, 2021, 1:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.