ETV Bharat / state

গোসাবায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ, সকালেই ভোট দিলেন তৃণমূল প্রার্থী

গোসাবা তফশিলি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন জয়ন্ত নস্কর, বিজেপির প্রার্থী বরুণ (চিত্ত) প্রামাণিক এবং আরএসপি-র প্রার্থী অনিল মণ্ডল । এই কেন্দ্রে ভোটার সংখ্যা 2 লাখ 30 হাজার।

সকালেই ভোট দিলেন তৃণমূল প্রার্থী
সকালেই ভোট দিলেন তৃণমূল প্রার্থী
author img

By

Published : Apr 1, 2021, 10:05 AM IST

Updated : Apr 3, 2021, 8:39 AM IST

গোসাবা, 1 এপ্রিল : দক্ষিণ 24 পরগনার 127 গোসাবা তফশিলি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে ৷ ভোট দিলেন কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ন্ত নস্কর ৷

আজ দ্বিতীয় দফার ভোট গ্রহণ ৷ রাজ্যে 4 জেলায় 30 কেন্দ্রে ভোটগ্রহণ ৷ সকাল 7 টা থেকে বুথে পড়তে শুরু করেছে ভোটারদের লম্বা লাইন । একই ছবি দেখতে পাওয়া গেল গোসাবা তফশিলি বিধানসভা কেন্দ্রে ৷ এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন জয়ন্ত নস্কর ৷ বিজেপির প্রার্থী বরুণ (চিত্ত) প্রামাণিক ৷ এবং আরএসপি-র অনিল মণ্ডল । এই কেন্দ্রে ভোটার সংখ্যা 2 লাখ 30 হাজার। বুথ সংখ্যা 326 টি । গোসাবা তফশিলি বিধানসভা কেন্দ্রে কড়া নিরাপত্তা বলয়েই শুরু হয় ভোটগ্রহণ ৷

গোসাবায় সকালেই ভোট দিলেন তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্কর

আরও পড়ুন : কেশপুরে খুন তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি

আজ সকালে গোসাবা কেন্দ্রের চুনাখালি অঞ্চলের হরিণখালি প্রাইমারি স্কুলে 22 নম্বর বুথে ভোট দেন তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্কর ৷ ।

গোসাবা, 1 এপ্রিল : দক্ষিণ 24 পরগনার 127 গোসাবা তফশিলি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে ৷ ভোট দিলেন কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ন্ত নস্কর ৷

আজ দ্বিতীয় দফার ভোট গ্রহণ ৷ রাজ্যে 4 জেলায় 30 কেন্দ্রে ভোটগ্রহণ ৷ সকাল 7 টা থেকে বুথে পড়তে শুরু করেছে ভোটারদের লম্বা লাইন । একই ছবি দেখতে পাওয়া গেল গোসাবা তফশিলি বিধানসভা কেন্দ্রে ৷ এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন জয়ন্ত নস্কর ৷ বিজেপির প্রার্থী বরুণ (চিত্ত) প্রামাণিক ৷ এবং আরএসপি-র অনিল মণ্ডল । এই কেন্দ্রে ভোটার সংখ্যা 2 লাখ 30 হাজার। বুথ সংখ্যা 326 টি । গোসাবা তফশিলি বিধানসভা কেন্দ্রে কড়া নিরাপত্তা বলয়েই শুরু হয় ভোটগ্রহণ ৷

গোসাবায় সকালেই ভোট দিলেন তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্কর

আরও পড়ুন : কেশপুরে খুন তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি

আজ সকালে গোসাবা কেন্দ্রের চুনাখালি অঞ্চলের হরিণখালি প্রাইমারি স্কুলে 22 নম্বর বুথে ভোট দেন তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্কর ৷ ।

Last Updated : Apr 3, 2021, 8:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.