ডায়মন্ডহারবার, 5 এপ্রিল : রাত পোহালেই রাজ্যে তৄতীয় দফার নির্বাচন ৷ এই দফায় দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ডহারবার, ফলতা, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, কুলপি, মন্দিরবাজার, রায়দিঘি, বিষ্ণুপুর, সাতগাছিয়া, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, বাসন্তী, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, জয়নগর ও কুলতুলি নিয়ে মোট ১৬টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে ৷
আজ সকাল থেকেই যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে ৷ ইতিমধ্যে ডিসিআরসি কেন্দ্রগুলি থেকে ভোটকর্মীদের হাতে ভোটযন্ত্র তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে ৷ আজকের মধ্যেই ভোটকর্মীরা পৌঁছে যাবেন ভোটগ্রহণ কেন্দ্রে ৷ নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রতিটি বিধানসভা কেন্দ্রেই একজন করে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে ৷ ওই ১৬টি বিধানসভা কেন্দ্রে মোট ৫ হাজার ৫৭৪টি বুথ রয়েছে ৷ মোট ৪০ লাখ ৩৯ হাজার ৯৭ জন ভোটার রয়েছেন ৷
আরও পড়ুন-ভোট মিটতেই উত্তপ্ত পূর্ব মেদিনীপুর, গ্রেফতার 14
আগামীকাল নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্নে শেষ করতে জোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ৷ এর জন্য মোট ৩০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যার মধ্যে বারুইপুরের জন্য় ১৩০ কোম্পানি, ডায়মন্ডহারবারের জন্য ১১৩ কোম্পানি, সুন্দরবনের জন্য ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আজ থেকেই ওইসব এলাকার প্রবেশদ্বারগুলিতে নাকা চেকিং চলবে ৷ নদীপথেও বিভিন্ন জায়গায় নজরদারি চালানো হবে ৷
ওই 16টি বিধানসভা এলাকায় ড্রোনের মাধ্য়মেও বিভিন্ন এলাকায় নজরদারি চলবে বলে জানিয়েছে পুলিশ ৷ প্রতিটি বিধানসভা কেন্দ্রেই ভোটারদের জন্য থাকছে হেল্পলাইন নম্বর ৷ কারোর কোনও সমস্যা হলেই তিনি ফোন করে জানাতে পারবেন ৷ রেসকিউ টিমও তৈরি রাখা হচ্ছে ৷