ক্যানিং, 27 মার্চ : বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল । অভিযোগ, তৃণমূলের মারে গুরুতর আহত স্বপন মালি ও বাবুসোনা মণ্ডল নামে দুই বিজেপি কর্মী । গুরুতর আহত অবস্থায় তাঁদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ।
আরও পড়ুন : অসমে শুরু প্রথম দফার ভোটগ্রহণ
শুক্রবার সন্ধ্যায় ক্যানিং পশ্চিম বিধানসভার মাতলা দু'নম্বর অঞ্চলে দেওয়াল লেখার কাজ করছিলেন কয়েকজন বিজেপি কর্মী । এরপর হঠাৎ তাঁদের উপর লাঠি, রড নিয়ে 15 থেকে 20 জন তৃণমূল কর্মী চড়াও হয় বলে অভিযোগ বিজেপির । তাদের দাবি, মাতলা দু'নম্বর অঞ্চলের প্রধান উত্তম দাসের নেতৃত্বে তৃণমূল এই হামলা চালিয়েছে ।
যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল । এই ঘটনায় ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব ।