ETV Bharat / state

কুলতলিতে তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে - assembly election 2021

আজ সকালে তৃণমূল কর্মী আশিস গায়েন বাইকে করে জামতলা মোড় থেকে মেরিগঞ্জের দিকে যাচ্ছিলেন। তাঁর বাড়ি কৈলাশনগর এলাকায়। তাঁর অভিযোগ, মেরিগঞ্জের কয়ালের চক গ্রামের মোড়ে তাঁর রাস্তা আটকানো হয়। প্রায় 8 জন বিজেপি কর্মী সেসময় উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন অশিসবাবু ৷ তাঁরা সকলেই ওই এলাকায় বিজেপি কর্মী ৷

tmc
আহত তৃণমূল কর্মী
author img

By

Published : Apr 5, 2021, 4:16 PM IST

কুলতলি, 5 এপ্রিল : আগামীকাল কুলতলিতে ভোটগ্রহণ ৷ আর আজ ওই বিধানসভা এলাকার মেরিগঞ্জে উত্তেজনা। তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷

আজ সকালে তৃণমূল কর্মী আশিস গায়েন বাইকে করে জামতলা মোড় থেকে মেরিগঞ্জের দিকে যাচ্ছিলেন। তাঁর বাড়ি কৈলাশনগর এলাকায়। তাঁর অভিযোগ, মেরিগঞ্জের কয়ালের চক গ্রামের মোড়ে তাঁর রাস্তা আটকানো হয়। প্রায় 8 জন বিজেপি কর্মী সেসময় উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন অশিসবাবু ৷ তাঁরা সকলেই ওই এলাকায় পরিচিত বিজেপি কর্মী ৷

আহত তৃণমূল কর্মী

আরও পড়ুন-ভোট মিটতেই উত্তপ্ত পূর্ব মেদিনীপুর, গ্রেফতার 14

আশিসবাবুর আরও অভিযোগ, এরপর তাঁকে লোহার রড, লাঠি দিয়ে বেধড়ক মারা হয়। ঘটনায় তাঁর পায়ে ও মাথায় চোট লেগেছে। খবর পেয়ে দুই তৃণমূল কর্মী চিত্তরঞ্জন হালদার, কিশোর নস্কর ঘটনাস্থলে পৌঁছালে তাঁদেরও মারধর করা হয় ৷ এমনকী, ভোটের দিন রাস্তায় বের হলে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়।

আহত অবস্থায় তাঁদের কুলতুলি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে ৷ তারপর কুলতুলি থানায় গিয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন আক্রান্তরা ৷ এই ঘটনায় বিজেপি কর্মী অসিত মণ্ডল, অমিত মণ্ডল, ধনঞ্জয় মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে ৷ নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন কুলতুলি বিধানভা কেন্দ্রের তৄণমুল কংগ্রেস প্রার্থী গণেশ মণ্ডল

এই ঘটনার পর যোগাযোগ করা হয়েছিল বিজেপি যুবনেতা উত্তম হালদারের সঙ্গে ৷ তিনি জানিয়েছেন, তাঁরাও এই ঘটনাটি শুনেছেন ৷ এই ব্যাপারে তাঁদের পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে, ভোটের আগে যাতে কোনওমতেই এলাকায় কোনও সন্ত্রাস তৈরি না হয় ৷

কুলতলি, 5 এপ্রিল : আগামীকাল কুলতলিতে ভোটগ্রহণ ৷ আর আজ ওই বিধানসভা এলাকার মেরিগঞ্জে উত্তেজনা। তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷

আজ সকালে তৃণমূল কর্মী আশিস গায়েন বাইকে করে জামতলা মোড় থেকে মেরিগঞ্জের দিকে যাচ্ছিলেন। তাঁর বাড়ি কৈলাশনগর এলাকায়। তাঁর অভিযোগ, মেরিগঞ্জের কয়ালের চক গ্রামের মোড়ে তাঁর রাস্তা আটকানো হয়। প্রায় 8 জন বিজেপি কর্মী সেসময় উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন অশিসবাবু ৷ তাঁরা সকলেই ওই এলাকায় পরিচিত বিজেপি কর্মী ৷

আহত তৃণমূল কর্মী

আরও পড়ুন-ভোট মিটতেই উত্তপ্ত পূর্ব মেদিনীপুর, গ্রেফতার 14

আশিসবাবুর আরও অভিযোগ, এরপর তাঁকে লোহার রড, লাঠি দিয়ে বেধড়ক মারা হয়। ঘটনায় তাঁর পায়ে ও মাথায় চোট লেগেছে। খবর পেয়ে দুই তৃণমূল কর্মী চিত্তরঞ্জন হালদার, কিশোর নস্কর ঘটনাস্থলে পৌঁছালে তাঁদেরও মারধর করা হয় ৷ এমনকী, ভোটের দিন রাস্তায় বের হলে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়।

আহত অবস্থায় তাঁদের কুলতুলি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে ৷ তারপর কুলতুলি থানায় গিয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন আক্রান্তরা ৷ এই ঘটনায় বিজেপি কর্মী অসিত মণ্ডল, অমিত মণ্ডল, ধনঞ্জয় মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে ৷ নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন কুলতুলি বিধানভা কেন্দ্রের তৄণমুল কংগ্রেস প্রার্থী গণেশ মণ্ডল

এই ঘটনার পর যোগাযোগ করা হয়েছিল বিজেপি যুবনেতা উত্তম হালদারের সঙ্গে ৷ তিনি জানিয়েছেন, তাঁরাও এই ঘটনাটি শুনেছেন ৷ এই ব্যাপারে তাঁদের পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে, ভোটের আগে যাতে কোনওমতেই এলাকায় কোনও সন্ত্রাস তৈরি না হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.