কুলতলি, 5 এপ্রিল : আগামীকাল কুলতলিতে ভোটগ্রহণ ৷ আর আজ ওই বিধানসভা এলাকার মেরিগঞ্জে উত্তেজনা। তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷
আজ সকালে তৃণমূল কর্মী আশিস গায়েন বাইকে করে জামতলা মোড় থেকে মেরিগঞ্জের দিকে যাচ্ছিলেন। তাঁর বাড়ি কৈলাশনগর এলাকায়। তাঁর অভিযোগ, মেরিগঞ্জের কয়ালের চক গ্রামের মোড়ে তাঁর রাস্তা আটকানো হয়। প্রায় 8 জন বিজেপি কর্মী সেসময় উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন অশিসবাবু ৷ তাঁরা সকলেই ওই এলাকায় পরিচিত বিজেপি কর্মী ৷
আরও পড়ুন-ভোট মিটতেই উত্তপ্ত পূর্ব মেদিনীপুর, গ্রেফতার 14
আশিসবাবুর আরও অভিযোগ, এরপর তাঁকে লোহার রড, লাঠি দিয়ে বেধড়ক মারা হয়। ঘটনায় তাঁর পায়ে ও মাথায় চোট লেগেছে। খবর পেয়ে দুই তৃণমূল কর্মী চিত্তরঞ্জন হালদার, কিশোর নস্কর ঘটনাস্থলে পৌঁছালে তাঁদেরও মারধর করা হয় ৷ এমনকী, ভোটের দিন রাস্তায় বের হলে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়।
আহত অবস্থায় তাঁদের কুলতুলি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে ৷ তারপর কুলতুলি থানায় গিয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন আক্রান্তরা ৷ এই ঘটনায় বিজেপি কর্মী অসিত মণ্ডল, অমিত মণ্ডল, ধনঞ্জয় মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে ৷ নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন কুলতুলি বিধানভা কেন্দ্রের তৄণমুল কংগ্রেস প্রার্থী গণেশ মণ্ডল
এই ঘটনার পর যোগাযোগ করা হয়েছিল বিজেপি যুবনেতা উত্তম হালদারের সঙ্গে ৷ তিনি জানিয়েছেন, তাঁরাও এই ঘটনাটি শুনেছেন ৷ এই ব্যাপারে তাঁদের পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে, ভোটের আগে যাতে কোনওমতেই এলাকায় কোনও সন্ত্রাস তৈরি না হয় ৷