ETV Bharat / state

করোনার সময় প্রধানমন্ত্রী নিজের লুক পরিবর্তন ছাড়া আর কিছুই করেননি, কটাক্ষ মিমির - পুলওয়ামা

রাজ্যে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই চাঁচাছোলা ভাষায় একে অপরকে আক্রমণ শানাচ্ছেন প্রতিটি রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা ৷ গতকাল মিমির নির্বাচনী প্রচারের সুরও ছিল একইরকম ৷

বারুইপুরে প্রচারে মিমি চক্রবর্তী
বারুইপুরে প্রচারে মিমি চক্রবর্তী
author img

By

Published : Mar 21, 2021, 2:16 PM IST

বারুইপুর, 21 মার্চ : সপ্তাহান্তেই রাজ্যে নির্বাচন ৷ তুঙ্গে শেষ মুহূর্তের প্রচার ৷ নিত্যদিন চলছে একে অপরকে দোষারোপের পালা ৷ পাশাপাশি নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে , ততই বাড়ছে প্রধানমন্ত্রী সহ একাধিক কেন্দ্রীয় নেতৃত্বের আনাগোনা ৷ গতকাল পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে প্রধানমন্ত্রী সভা করে গিয়েছেন ৷ আজ আসছেন বাঁকুড়ায় ৷ অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও দুই মেদিনীপুরে মাটি কামড়ে পড়ে রয়েছেন ৷ তৃণমূলের অন্যান্য নেতা-সাংসদরাও প্রচারে ঘাম ঝড়াচ্ছেন ৷ শনিবার বারুইপুরে প্রচারে বেরিয়েছিলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী ৷ সেখানেই প্রধানমন্ত্রীকে একহাত নেন তিনি ৷ পেট্রল-ডিজেলের দাম বাড়া থেকে শুরু করে করোনার সময় প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন মিমি ৷

দেশে হু হু করে পেট্রল-ডিজেলের দাম বাড়ছে ৷ যা নিয়ে সরব আমজনতা থেকে শুরু করে বিরোধী দলগুলি ৷ সে প্রসঙ্গ টেনে মিমি বলেন, "ক্ষমতায় আসার আগে দেশের কোনও ঘরে উনুন জ্বলবে না বলে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ কিন্তু আজ সে প্রতিশ্রুতির কী হল ? " দীর্ঘদিন ধরে চলা কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে যাদবপুরের সাংসদ বলেন , "রাজ্যসভায় কোনও সাংসদকে না জানিয়েই কৃষি বিল পাশ করা হল৷ দিল্লি সীমান্তে কৃষকদের উপর জল কামান ছোড়া হচ্ছে ৷ দাবি মানা হচ্ছে না ৷ কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনও হেলদোল নেই ৷"

বারুইপুরে প্রচারে গিয়ে কেন্দ্রকে আক্রমণ মিমির

করোনার সময়ের কথা উল্লেখ করে মিমির কটাক্ষ " সে সময় আমাদের মুখ্যমন্ত্রী হাওয়াই চটি পড়ে গোটা বাংলা ঘুরে বেরিয়েছেন ৷ আর প্রধানমন্ত্রী কি করেছেন ? উনি শুধু নিজের দাঁড়ি বাড়িয়েছেন ৷ লুক চেঞ্জ করেছেন ৷ " পুলওয়ামার প্রসঙ্গ টেনে মোদিকে খোঁচা দিয়ে বলেন, "পুলওয়ামার শহিদদের 15 লাখ টাকা দেওয়ার কথা বলেছিল সরকার ৷ কিন্তু সে টাকা কি এখনও এসে পৌঁছেছে ? " বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর জোর দেন মিমি ৷

আরও পড়ুন : আজ এগরার শাহী সভাতেই বিজেপিতে যোগ শিশিরের

এদিন মিমির সভায় ভিড় ছিল নজরকাড়া ৷

বারুইপুর, 21 মার্চ : সপ্তাহান্তেই রাজ্যে নির্বাচন ৷ তুঙ্গে শেষ মুহূর্তের প্রচার ৷ নিত্যদিন চলছে একে অপরকে দোষারোপের পালা ৷ পাশাপাশি নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে , ততই বাড়ছে প্রধানমন্ত্রী সহ একাধিক কেন্দ্রীয় নেতৃত্বের আনাগোনা ৷ গতকাল পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে প্রধানমন্ত্রী সভা করে গিয়েছেন ৷ আজ আসছেন বাঁকুড়ায় ৷ অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও দুই মেদিনীপুরে মাটি কামড়ে পড়ে রয়েছেন ৷ তৃণমূলের অন্যান্য নেতা-সাংসদরাও প্রচারে ঘাম ঝড়াচ্ছেন ৷ শনিবার বারুইপুরে প্রচারে বেরিয়েছিলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী ৷ সেখানেই প্রধানমন্ত্রীকে একহাত নেন তিনি ৷ পেট্রল-ডিজেলের দাম বাড়া থেকে শুরু করে করোনার সময় প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন মিমি ৷

দেশে হু হু করে পেট্রল-ডিজেলের দাম বাড়ছে ৷ যা নিয়ে সরব আমজনতা থেকে শুরু করে বিরোধী দলগুলি ৷ সে প্রসঙ্গ টেনে মিমি বলেন, "ক্ষমতায় আসার আগে দেশের কোনও ঘরে উনুন জ্বলবে না বলে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ কিন্তু আজ সে প্রতিশ্রুতির কী হল ? " দীর্ঘদিন ধরে চলা কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে যাদবপুরের সাংসদ বলেন , "রাজ্যসভায় কোনও সাংসদকে না জানিয়েই কৃষি বিল পাশ করা হল৷ দিল্লি সীমান্তে কৃষকদের উপর জল কামান ছোড়া হচ্ছে ৷ দাবি মানা হচ্ছে না ৷ কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনও হেলদোল নেই ৷"

বারুইপুরে প্রচারে গিয়ে কেন্দ্রকে আক্রমণ মিমির

করোনার সময়ের কথা উল্লেখ করে মিমির কটাক্ষ " সে সময় আমাদের মুখ্যমন্ত্রী হাওয়াই চটি পড়ে গোটা বাংলা ঘুরে বেরিয়েছেন ৷ আর প্রধানমন্ত্রী কি করেছেন ? উনি শুধু নিজের দাঁড়ি বাড়িয়েছেন ৷ লুক চেঞ্জ করেছেন ৷ " পুলওয়ামার প্রসঙ্গ টেনে মোদিকে খোঁচা দিয়ে বলেন, "পুলওয়ামার শহিদদের 15 লাখ টাকা দেওয়ার কথা বলেছিল সরকার ৷ কিন্তু সে টাকা কি এখনও এসে পৌঁছেছে ? " বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর জোর দেন মিমি ৷

আরও পড়ুন : আজ এগরার শাহী সভাতেই বিজেপিতে যোগ শিশিরের

এদিন মিমির সভায় ভিড় ছিল নজরকাড়া ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.