ETV Bharat / state

বজবজে উদ্ধার পিস্তল-বোমা, আটক 1 - man arrested budge budge

বজবজের মিঠাপুকুর মিস্ত্রিপাড়ায় এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হল একটি ওয়ান শাটার পিস্তল ও দুটি তাজা বোমা ৷ পুলিশ তাঁকে আটক করেছে ৷

bengal election 2021: man held with gun and bomb
বজবজে উদ্ধার পিস্তল-বোমা, আটক 1
author img

By

Published : Apr 12, 2021, 3:09 PM IST

বজবজ, 12 এপ্রিল: এক ব্যক্তির থেকে একটি পিস্তল ও বোমা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ 24 পরগনার বজবজ থানা অন্তর্গত মিঠাপুকুর মিস্ত্রিপাড়ায় ।

আজ সকালে মুসিবুর মিস্ত্রি নামে এক ব্যক্তির কোমরে একটি ওয়ান শাটার পিস্তল দেখতে পান স্থানীয় মানুষজন ৷ তাঁকে সকলে ঘিরে ধরেন ও স্থানীয় মানুষজন দেখেন তাঁর কাছে এই পিস্তল ছাড়াও আরও দু’টো তাজা বোমা রয়েছে ৷ স্থানীয় মানুষজন ঘিরে ধরে তাঁকে একটি ঘরের মধ্যে আটকে রাখেন ও বজবজ থানায় খবর দেন ৷ পুলিশ এসে ধৃত ব্যক্তি-সহ দুটি বোমা ও পিস্তল আটক করে নিয়ে যায় ।

bengal election 2021: man held with gun and bomb
উদ্ধার হওয়া বোমা

অভিযোগ, মুসিবুর মিস্ত্রি চতুর্থ দফার নির্বাচনে বজবজে সংযুক্ত মোর্চার হয়ে কাজ করেছেন বলে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

বজবজ, 12 এপ্রিল: এক ব্যক্তির থেকে একটি পিস্তল ও বোমা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ 24 পরগনার বজবজ থানা অন্তর্গত মিঠাপুকুর মিস্ত্রিপাড়ায় ।

আজ সকালে মুসিবুর মিস্ত্রি নামে এক ব্যক্তির কোমরে একটি ওয়ান শাটার পিস্তল দেখতে পান স্থানীয় মানুষজন ৷ তাঁকে সকলে ঘিরে ধরেন ও স্থানীয় মানুষজন দেখেন তাঁর কাছে এই পিস্তল ছাড়াও আরও দু’টো তাজা বোমা রয়েছে ৷ স্থানীয় মানুষজন ঘিরে ধরে তাঁকে একটি ঘরের মধ্যে আটকে রাখেন ও বজবজ থানায় খবর দেন ৷ পুলিশ এসে ধৃত ব্যক্তি-সহ দুটি বোমা ও পিস্তল আটক করে নিয়ে যায় ।

bengal election 2021: man held with gun and bomb
উদ্ধার হওয়া বোমা

অভিযোগ, মুসিবুর মিস্ত্রি চতুর্থ দফার নির্বাচনে বজবজে সংযুক্ত মোর্চার হয়ে কাজ করেছেন বলে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.