পাথরপ্রতিমা, 17 এপ্রিল : ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত পাথরপ্রতিমায়। এলাকার পুকুরে স্নান করা নিয়ে তৃণমূল বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বচসা শুরু হয় ৷ পরে তা হাতাহাতিতে পৌঁছয় ৷ মারধরের ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই পক্ষের বেশ কয়েকজন কর্মী সমর্থক।
স্থানীয় সূত্রের খবর, আজ সকালে পাথরপ্রতিমার শ্রী নারায়ণপুর এলাকায় একটি পুকুরে স্নান করতে যাওয়ার সময় বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূলের কর্মী সমর্থকদের লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ ৷ এর প্রতিবাদ করলেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা । হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। ঢোলাহাট থানায় অভিযোগ দায়ের করেছে দুই পক্ষ।
আরও পড়ুন- করোনা সংক্রমণ বাগে আনতে ‘‘প্রতীকী’’ কুম্ভমেলা পালনের আবেদন প্রধানমন্ত্রীর
তৃণমূলের অভিযোগ, ভোটে জিততে পারবে না বলে এলাকায় অশান্তি ছড়াচ্ছেন বিজেপি কর্মী-সমর্থকরা। অভিযোগ অস্বীকার করে স্থানীয় বিজেপি নেতৃত্ব জানায়, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন পারিবারিক বিবাদকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে তৃণমূল ৷ বিজেপি এরকম হিংসার রাজনীতি করে না। এই ঘটনার সঙ্গে বিজেপির কেউ জড়িত নয়। তৃণমূলের হার সুনিশ্চিত জেনে এলাকায় এলাকায় অশান্তির বাতাবরণ তৈরি করছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে ঢোলাহাট থানার পুলিশ।