ETV Bharat / state

দক্ষিণ 24 পরগনায় 4 আসনে ৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী - assembly election 2021

দ্বিতীয় দফায় দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমা, সাগর, কাকদ্বীপ ও গোসাবা বিধানসভায় ভোটগ্রহণ হবে ৷ জেলা প্রশাসন সূত্রে খবর, ওই ৪ আসনের জন্য ৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে ৷

central
কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ
author img

By

Published : Mar 30, 2021, 1:56 PM IST

ক্য়ানিং, 30 মার্চ : দ্বিতীয় দফা ভোটের আগে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন কেন্দ্রে পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ ইতিমধ্য়ে সেখানে শুরু হয়েছে টহলদারি ৷

দ্বিতীয় দফায় দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমা, সাগর, কাকদ্বীপ ও গোসাবা বিধানসভায় ভোটগ্রহণ হবে ৷ জেলা প্রশাসন সূত্রে খবর, ওই ৪ আসনের জন্য ৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে ৷ বিভিন্ন স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ইতিমধ্য়েই পাঠিয়ে দেওয়া হয়েছে ৷

দক্ষিণ 24 পরগনায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর

আরও পড়ুন- তৃতীয় দফায় 50% প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি, নিরক্ষর 2

এদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেওয়া একটি নির্দেশ নিয়ে জোর চর্চা চলছে রাজ্য় রাজনীতিতে ৷ দরকার হলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গুলি চালাতে পারবে বলে গতকাল নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ৷ নির্বাচন কমিশনের এই নির্দেশের পর অনেকেই প্রশ্ন তুলছেন, এই নির্দেশের ফলে ভোটাররা আরও আতঙ্কিত হয়ে যাবেন ৷

প্রসঙ্গত, প্রথম দফার ভোটে কিছু অভিযোগ অভিযোগ জমা পড়ে কমিশনে ৷ বিক্ষিপ্ত কিছু অশান্তি হয়৷ এরপরেই আরও কঠোর হয়েছে কমিশন ৷

ক্য়ানিং, 30 মার্চ : দ্বিতীয় দফা ভোটের আগে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন কেন্দ্রে পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ ইতিমধ্য়ে সেখানে শুরু হয়েছে টহলদারি ৷

দ্বিতীয় দফায় দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমা, সাগর, কাকদ্বীপ ও গোসাবা বিধানসভায় ভোটগ্রহণ হবে ৷ জেলা প্রশাসন সূত্রে খবর, ওই ৪ আসনের জন্য ৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে ৷ বিভিন্ন স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ইতিমধ্য়েই পাঠিয়ে দেওয়া হয়েছে ৷

দক্ষিণ 24 পরগনায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর

আরও পড়ুন- তৃতীয় দফায় 50% প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি, নিরক্ষর 2

এদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেওয়া একটি নির্দেশ নিয়ে জোর চর্চা চলছে রাজ্য় রাজনীতিতে ৷ দরকার হলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গুলি চালাতে পারবে বলে গতকাল নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ৷ নির্বাচন কমিশনের এই নির্দেশের পর অনেকেই প্রশ্ন তুলছেন, এই নির্দেশের ফলে ভোটাররা আরও আতঙ্কিত হয়ে যাবেন ৷

প্রসঙ্গত, প্রথম দফার ভোটে কিছু অভিযোগ অভিযোগ জমা পড়ে কমিশনে ৷ বিক্ষিপ্ত কিছু অশান্তি হয়৷ এরপরেই আরও কঠোর হয়েছে কমিশন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.