বাসন্তী, 6 এপ্রিল : রাজ্যে শুরু হয়েছে তৃতীয় দফার ভোটগ্রহণ ৷ বাসন্তীতে ভোটগ্রহণ শুরুর আগে প্রচুর তাজা বোমা উদ্ধার করল পুলিশ । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী বিধানসভার সোনাখালি এলাকায় ।
ঘটনাস্থান ঘিরে রেখেছে বাসন্তী থানার পুলিশ । ভোটের আগে কারা বোম মজুত করেছিল তা জানতে তদন্ত শুরু করছে পুলিশ । বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । বিরোধীদের দাবি, স্থানীয় তৃণমূল নেতার বাড়ির কাছে এই বোমা উদ্ধার হয়েছে । ভোটের দিন আতঙ্ক তৈরি করতে তিনি বোমা মজুত করেছিলেন ৷ যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা ৷
ভোটগ্রহণ শুরুর পরই দক্ষিণ 24 পরগনা জেলার একাধিক এলাকা থেকে বিক্ষিপ্ত হিংসার ঘটনা সামনে আসে ৷ বিষ্ণুপুর বিধানসভার 105 নম্বর বুথে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কূতীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় ৷