খেয়াদহ (দক্ষিণ 24 পরগনা), 1 মে : বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগের দিন বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার হল খেয়াদহ 2 নম্বর অঞ্চলের রানাভুতিয়া এলাকায় ৷ গতরাতে ওই বোমাগুলি পাচার করা হচ্ছিল বলে জানা গেছে ৷
আরও পড়ুন- করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু জেলবন্দী প্রাক্তন আরজেডি সাংসদের
স্থানীয় বাসিন্দারা জানান, গতরাতে ওই এলাকায় বিদ্যুৎ ছিল না ৷ সেই সুযোগে কয়েকজন দুষ্কৃতী বোমা পাচার করছিল ৷ স্থানীয় বাসিন্দারা বিষয়টি বুঝতে পেরে সেখানে গেলে পালিয়ে যায় দুষ্কৃতী দলটি ৷ তাঁদের অভিযোগ, ইচ্ছা করে ওই এলাকায় লোডশেডিং করে বোমা পাচার করা হচ্ছিল ৷ এরপর খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায় ৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন নরেন্দ্রপুর থানার আইসি সুখময় চক্রবর্তী ও বারুইপুর পুলিশ জেলার ডি এস পি সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ ৷ উদ্ধার করা হয় বোমাগুলি ৷ রাতেই খবর দেওয়া হয় বম স্কোয়াডে ৷ রাত থেকেই এলাকায় পুলিশ পোস্টিং করা হয়েছে ৷ বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ এবিষয়ে মুখ খুলতে নারাজ এলাকার বাসিন্দারা ৷
আরও পড়ুন-মালদায় বিজেপি প্রার্থীকে গুলির ঘটনায় ধৃত দলেরই নেতা
এবিষয়ে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে তৃণমূল এই ঘটনার সঙ্গে জড়িত ৷ ফলাফল ঘোষণার পর এলাকায় অশান্তি ছড়াতে তারা বোমা মজুত করছিল ৷
অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের সাংগঠনিক প্রধান নজরুল আলি মণ্ডল জানিয়েছেন, ভোটের দিন ঘোষণার পর থেকেই এলাকায় সন্ত্রাস তৈরির চেষ্টা করছে বিজেপি ৷ একাধিকবার তৃণমূলের কর্মী ও সমর্থকদের মারধরও করা হয়েছে ৷ ফের সন্ত্রাস করতেই বোমা মজুত করছিল তারা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷