ETV Bharat / state

ভাঙড় থেকে উদ্ধার প্রচুর বোমা ও বোমা তৈরির মশলা

ভাঙড়ের শানপুকুর অঞ্চলের কাঁটজালা গ্রামের খালপাড়ের একটি ঘর থেকে বোমা সহ বোমা তৈরির মশলা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ভাঙড়ের ভগবানপুর থেকে ২২টি বোমা উদ্ধার করা হয়েছে।

bomb
বম উদ্ধার
author img

By

Published : Apr 29, 2021, 4:02 PM IST

ভাঙড়, 29 এপ্রিল : ভোট গণনার কয়েক দিন আগে ভাঙড়ে দফায় দফায় বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চিন্তায় প্রশাসন। ভাঙড়ের বিভিন্ন এলাকা থেকে প্রচুর বোমা উদ্ধার করল পুলিশ ৷ পাশাপাশি বোমা তৈরির মশলাও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাঙড়ের শানপুকুর অঞ্চলের কাঁটজালা গ্রামের খালপাড়ের একটি ঘর থেকে বোমা সহ বোমা তৈরির মশলা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ভাঙড়ের ভগবানপুর থেকে ২২টি বোমা উদ্ধার করা হয়েছে। এছাড়া ভোগালী গ্রামের একটি বাঁশ বাগান থেকে ৯টি বোমা উদ্ধার করা হয়েছে । উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ওই বোমা নিস্ক্রিয় করতে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয় ৷ তারা গিয়ে বোমগুলি নিষ্ক্রিয় করে ৷

ভাঙড় থেকে উদ্ধার বোমা ও বোমার মশলা

আরও পড়ুন- কমিশন ও কেন্দ্রীয় বাহিনী খুব ভাল কাজ করছে : রাজ্যপাল

পুলিশ সূত্রের খবর, ভাঙড়ের কাটজালা গ্রামে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে বোমা বাঁধার কাজ চলছিল । তারা বাগজোলা খাল পাড়ের একটি ঘরে ছিল । আজ পুলিশ সেই ঘর ভেঙে দেয়।

এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব আইএসএফ-এর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। তাদের দাবি, ভোট গণনার পর আইএসএফ ভাঙড়ে অশান্তি পাকানোর জন্যই এই বোমা বাঁধছিল ৷ যদিও আইএসএফের তরফে পুরো অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

ভাঙড়, 29 এপ্রিল : ভোট গণনার কয়েক দিন আগে ভাঙড়ে দফায় দফায় বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চিন্তায় প্রশাসন। ভাঙড়ের বিভিন্ন এলাকা থেকে প্রচুর বোমা উদ্ধার করল পুলিশ ৷ পাশাপাশি বোমা তৈরির মশলাও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাঙড়ের শানপুকুর অঞ্চলের কাঁটজালা গ্রামের খালপাড়ের একটি ঘর থেকে বোমা সহ বোমা তৈরির মশলা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ভাঙড়ের ভগবানপুর থেকে ২২টি বোমা উদ্ধার করা হয়েছে। এছাড়া ভোগালী গ্রামের একটি বাঁশ বাগান থেকে ৯টি বোমা উদ্ধার করা হয়েছে । উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ওই বোমা নিস্ক্রিয় করতে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয় ৷ তারা গিয়ে বোমগুলি নিষ্ক্রিয় করে ৷

ভাঙড় থেকে উদ্ধার বোমা ও বোমার মশলা

আরও পড়ুন- কমিশন ও কেন্দ্রীয় বাহিনী খুব ভাল কাজ করছে : রাজ্যপাল

পুলিশ সূত্রের খবর, ভাঙড়ের কাটজালা গ্রামে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে বোমা বাঁধার কাজ চলছিল । তারা বাগজোলা খাল পাড়ের একটি ঘরে ছিল । আজ পুলিশ সেই ঘর ভেঙে দেয়।

এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব আইএসএফ-এর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। তাদের দাবি, ভোট গণনার পর আইএসএফ ভাঙড়ে অশান্তি পাকানোর জন্যই এই বোমা বাঁধছিল ৷ যদিও আইএসএফের তরফে পুরো অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.