ETV Bharat / state

ভাঙড়ের শক্ত ঘাঁটি তৃণমূলেরই থাকবে, ভোট দিয়ে দাবি আরাবুলের - আরাবুুল ইসলাম

ছেলের বাইকে চেপে গ্রামের উত্তর গাজিপুর প্রাথমিক বিদ্যালয়ে আসেন আরাবুল । ভাঙড় বিধানসভার 95 নম্বর বুথে দীর্ঘ সময় সাধারণের সঙ্গে লাইন দিয়েই ভোট দেন ।

ভোট দিয়ে দাবি আরাবুলের
ভোট দিয়ে দাবি আরাবুলের
author img

By

Published : Apr 10, 2021, 5:25 PM IST

ভাঙড়, 10 এপ্রিল : উত্তর গাজিপুরের প্রাথমিক বিদ্যালয়ে সকালে ভোট দিতে আসেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম ৷ ভাঙড়ে তৃণমূলের জয়ের বিষয়ে আশাবাদী তিনি ৷

এবার তাঁকে প্রার্থী করা হয়নি ৷ কিন্তু দলের নির্দেশে কর্মীদের নিয়ে প্রচারে ঝাঁপিয়ে ছিলেন তিনি । প্রচারে কোনওরকম খামতি রাখেননি ৷ এবার সকাল সকাল ভোট দিতে দেখা গেল ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ককে ৷ তৃণমূলের জয়ের বিষয় নিয়েও আত্মবিশ্বাসী আরাবুল ৷ এদিন ছেলের বাইকে চেপে গ্রামের উত্তর গাজিপুর প্রাথমিক বিদ্যালয়ে আসেন তিনি । ভাঙড় বিধানসভার 95 নম্বর বুথে দীর্ঘ সময় সাধারণের সঙ্গে লাইন দিয়েই ভোট দেন ।

আরও পড়ুন : শীতলকুচিতে 4 জনের মৃত্যুতে বাহিনীর বিরুদ্ধে কমিশনকে চিঠি মমতার

ভোট দিয়ে বেরিয়ে তিনি জানান, ভাঙড়ের তৃণমূল প্রার্থী রেজাউল করিমই জিতবেন । তাই তৃণমূলের শক্ত ঘাঁটি ভাঙড় তাঁদেরই থাকবে বলে দাবি করেন আরাবুল ।

ভাঙড়, 10 এপ্রিল : উত্তর গাজিপুরের প্রাথমিক বিদ্যালয়ে সকালে ভোট দিতে আসেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম ৷ ভাঙড়ে তৃণমূলের জয়ের বিষয়ে আশাবাদী তিনি ৷

এবার তাঁকে প্রার্থী করা হয়নি ৷ কিন্তু দলের নির্দেশে কর্মীদের নিয়ে প্রচারে ঝাঁপিয়ে ছিলেন তিনি । প্রচারে কোনওরকম খামতি রাখেননি ৷ এবার সকাল সকাল ভোট দিতে দেখা গেল ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ককে ৷ তৃণমূলের জয়ের বিষয় নিয়েও আত্মবিশ্বাসী আরাবুল ৷ এদিন ছেলের বাইকে চেপে গ্রামের উত্তর গাজিপুর প্রাথমিক বিদ্যালয়ে আসেন তিনি । ভাঙড় বিধানসভার 95 নম্বর বুথে দীর্ঘ সময় সাধারণের সঙ্গে লাইন দিয়েই ভোট দেন ।

আরও পড়ুন : শীতলকুচিতে 4 জনের মৃত্যুতে বাহিনীর বিরুদ্ধে কমিশনকে চিঠি মমতার

ভোট দিয়ে বেরিয়ে তিনি জানান, ভাঙড়ের তৃণমূল প্রার্থী রেজাউল করিমই জিতবেন । তাই তৃণমূলের শক্ত ঘাঁটি ভাঙড় তাঁদেরই থাকবে বলে দাবি করেন আরাবুল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.