গোসাবা, 30 মার্চ : রাজ্য়ের সব মানুষের ব্য়াঙ্ক অ্য়াকাউন্টে 5 লাখ টাকা করে পাঠিয়ে দিলে তৃণমূল কংগ্রেস নির্বাচনে লড়াই করবে না ৷ এমনকী দলটাই থাকবে না ৷ আজ গোসাবায় নির্বাচনী সভা থেকে একথা বলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ৷
গোসাবা বিধানসভায় তৃণমূলের প্রার্থী জয়ন্ত নস্করের সমর্থনে জনসভা করেন যুব তৃণমূল সভাপতি এবং ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের ওই সভা থেকে কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরুদ্ধে সরব হন তিনি। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বে তৃতীয় বারের জন্য় তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে বলেও আশাবাদী তিনি ৷
আরও পড়ুন-রাহুল সিনহাকে গো ব্যাক স্লোগান হাবড়ায়
এদিনের সভায় তিনি নিশানা করেন অমিত শাহকে ৷ কয়েকদিন আগে গোসাবায় সভা করেছিলেন অমিত ৷ সেখানে তিনি সুন্দরবনকে জেলা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সুন্দরবনের উন্নয়নের জন্য় 2 লাখ কোটি টাকা খরচ করার প্রতিশ্রুতি দেন ৷ তার পরিপ্রেক্ষিতে অভিষেক বলেন, "সুন্দরবন জেলা হলে রাজ্য়ে 24টি জেলা হবে ৷ একটি জেলায় 2 লাখ কোটি খরচ করলে 24টি জেলার জন্য় মোট খরচ হবে 48 লাখ কোটি টাকা ৷ বাংলার জনসংখ্য়া 10 কোটি ৷ তাহলে রাজ্য়ের প্রতিটি মানুষের পাওনা দাঁড়াবে 5 লাখ টাকা ৷ আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করছি বাংলার সব মানুষের ব্য়াঙ্ক অ্য়াকাউন্টে 5 লাখ টাকা করে দিয়ে দিন ৷ তাহলে তৃণমূল কংগ্রেস রাজনীতির আঙিনায় আর পা রাখবে না ৷" এপ্রসঙ্গে তিনি আরও বলেন,"বিজেপি পরিবার পিছু 5 লাখ টাকা করে দিলে তৃণমূল দলটাই থাকবে না ৷ "