ডায়মন্ড হারবার, 5 এপ্রিল : চলছে গণতন্ত্রের উৎসব ৷ মঙ্গলবার তৃতীয় দফার ভোটগ্রহণ ৷ ইভিএমে বন্দী হবে 31 টি বিধানসভা আসনের রায় ৷ এর মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনার 16 টি কেন্দ্র, হাওড়ার 7 টি এবং হুগলির 8 টি কেন্দ্র ৷
আগের দুই দফায় চৈত্রের আকাশে ছিল চাঁদিফাটা রোদ্দুর ৷ ছিল ভোটের উত্তাপ ৷ ছিল শাসক-বিরোধীদের চোখরাঙানি ৷ রক্ত ঝড়েছে ৷ খুন হয়েছে ৷ এতসব কিছুর পরেও লম্বা লাইন ছিল বুথগুলির বাইরে ৷ ভোট পড়েছিল 80 শতাংশের উপরে ৷
এবার তৃতীয় দফা ৷ নন্দীগ্রামের পর এবার যেন হঠাৎ করে সবার নজর এসে পড়েছে তৃতীয় দফার উপর ৷ কারণ একটাই ৷ বিগত কয়েক মাসে এই জেলাগুলি সাক্ষী থেকেছে ব্যাপক রাজনৈতিক পট পরিবর্তনের ৷ গত বিধানসভা নির্বাচনে 31 টি কেন্দ্রের মধ্যে 29 টিতেই এগিয়ে ছিল তৃণমূল ৷ একটি করে আসন পেয়েছিল সিপিএম ও কংগ্রেস ৷ এই পকেটগুলি বাদ দিলে তিন জেলাতেই সবুজ আবির উড়েছিল গতবারের বিধানসভা ভোটে ৷
কিন্তু উনিশের লোকসভা ভোটে ছবিটা অনেকটা বদলে যায় ৷ হুগলিতে তৃণমূলের সাজানো সবুজ সংসার ঢেকে যায় গেরুয়া আবিরে ৷ তবে হাওড়া আর দক্ষিণ 24 পরগনায় সেভাবে দাঁত ফোটাতে পারেনি মোদি ম্যাজিক ৷ এবার যখন রাজ্যে ঝোড়ো গেরুয়া হাওয়া বইতে শুরু করেছে, তখন তৃতীয় দফার ভোট তৃণমূলের কাছে যেন নিজেদের জমি আগলে রাখার লড়াই ৷ লড়াইটা গেরুয়া শিবিরেরও ৷ প্রতিষ্ঠান বিরোধী ভোটের যে ঢেউ উঠেছে বলে বিজেপি দাবি করছে, সেই পালে আরও জোরে হাওয়া দিতে মরিয়া দিলীপ-কৈলাসরা ৷
আরও পড়ুন : মঙ্গলে মহাযুদ্ধ, দফা তিনে নজরে হেভিওয়েট থেকে তারকা
তৃতীয় দফায় দক্ষিণ 24 পরগনার যে 16 টি আসনে ভোটগ্রহণ রয়েছে, তার মধ্যে 4 টি কেন্দ্র রয়েছে যেগুলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে ৷ ভোট রয়েছে ডায়মন্ড হারবার কেন্দ্রে ৷ যে দীপক হালদারের উপর এতদিন মমতা ভরসা রেখেছিলেন, তিনি এখন জার্সি বদলে বিজেপিতে ৷ পদ্ম প্রতীকে প্রার্থী হয়েছেন ডায়মন্ড হারবার থেকে ৷ এলাকাতে যথেষ্ট দাপটও রয়েছে ৷ সেদিক থেকে দেখতে গেলে দক্ষিণ 24 পরগনার লড়াইটা অভিষেকের জন্য একটি প্রেস্টিজ ফাইটের আসরও বটে ৷
পাশাপাশি মহেশতলা, ক্যানিং, বারুইপুর, ডায়মন্ড হারবার ও মগরাহাটের মতো এলাকাগুলিতে মুসলিমের ভোটারের সংখ্যা যথেষ্ট বেশি ৷ এতদিন পর্যন্ত যে মুসলিম ভোটের উপর মমতার একাধিপত্য ছিল, এখন বঙ্গ রাজনীতিতে আব্বাসের আগমনে তাতে অনেকটাই ফাটল পড়বে বলে মনে করছেন অনেকে ৷
শুধু দক্ষিণ 24 পরগনাই নয় ৷ বিশেষ নজর থাকবে হাওড়া ও হুগলির উপরেও ৷ রাজীব, বৈশালী থেকে শুরু করে একঝাঁক তৃণমূলের প্রথম সারির নেতা-নেত্রীরা আজ পদ্মশিবিরে ৷ রাজীবকে বিজেপি প্রার্থী করেছে ডোমজুড়ে ৷ যদিও মঙ্গলের ভোটে ডোমজুড়ে নেই, তবে গোটা হাওড়া জেলাতেই রাজীবের যথেষ্ট প্রভাব রয়েছে ৷ তাঁর অনুগামীও রয়েছেন অনেকে ৷ টানটান উত্তজেনা থাকবে হাওড়ার 7 টি কেন্দ্রতেও ৷
আগের দুই দফার মতো তৃতীয় দফার লড়াইতেও রয়েছে বেশ কিছু বড় বড় মুখ ৷ আরামবাগ থেকে জোড়াফুলের প্রতীকে লড়ছেন সুজাতা মণ্ডল ৷ স্বামী সৌমিত্র খাঁ এখনও বিজেপির একনিষ্ঠ সৈনিক ৷ রাজ্য রাজনীতির অন্দরমহলে কান পাতলেই শোনা যায় সৌমিত্রকে ভোটে জেতাতে, সুজাতার ভূমিকা ছিল যথেষ্ট ৷ স্বামী হয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার, জনসংযোগ সবই করেছিলেন ৷ এখন দেখার নিজের লড়াইটা কতটা শক্ত হাতে লড়তে পারেন তিনি ৷
আরও পড়ুন : চতুর্থ দফায় 17% প্রার্থী কোটিপতি, কোন দলের সম্পদ বেশি ?
নজর থাকছে রায়দিঘির দিকেও ৷ এককালে বামেদের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল রায়দিঘি ৷ বর্ষীয়ান নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের উপরেই রায়দিঘিতে ফের একবার বাজি রেখেছে বামফ্রন্ট ৷ এগারোর পালাবদলের ভোটে নিজের গড় হাতছাড়া করতে হয়েছিল কান্তিকে ৷ এবার আরও একবার প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়ায় নিজেদের হারানো গড় ফিরে পেতে মরিয়া বাম শিবির ৷
হুগলির তারকেশ্বর কেন্দ্রও থাকছে নজরে । এখানে এবার বিজেপির হেভিওয়েট প্রার্থী রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত । দু'দিন আগেই তারকেশ্বরে জনসভা করেছেন নরেন্দ্র মোদি । উলুবেড়িয়া উত্তরে তৃণমূল প্রার্থী রাজ্যের মন্ত্রী নির্মল মাজি ৷
হাওড়ার শ্যামপুরের লড়াইও কম জমজমাট নয় ৷ এখানে বিজেপি প্রার্থী টলি অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী । তাঁকে লড়তে হবে তৃণমূলের চার বারের বিধায়ক প্রার্থী কালীপদ মণ্ডলের সঙ্গে । অন্য প্রতিপক্ষ কংগ্রেসের অমিতাভ চক্রবর্তী । নজরে উলুবেড়িয়া দক্ষিণও ৷ সৌজন্যে আরেক টলি অভিনেত্রী পাপিয়া অধিকারী ৷ তিনিই এবার এই কেন্দ্রে বিজেপি প্রার্থী ৷
আরও পড়ুন : চতুর্থ দফায় 50% প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি, নিরক্ষর 2
এদিকে দ্বিতীয় দফার ভোটে যে হিংসার সাক্ষী থেকেছে বাংলা ৷ বিভিন্ন জায়গা থেকে বুথ জ্যাম, ভোটারদের ভয় দেখানো, প্রভাবিত করার অভিযোগ উঠেছিল ৷ প্রশ্ন উঠেছিল কমিশনের ভূমিকা নিয়ে ৷ তৃতীয় দফাতে যাতে আবার সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করাটাও চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন ৷ মোতায়েন করা হচ্ছে 832 কোম্পানি বাহিনী ৷ এর মধ্যে 618 কোম্পানি থাকবে বুথের পাহাড়ায় ৷ বাকি বাহিনী এলাকায় এলাকায় টহল দেবে ৷ কমিশন সূত্রে খবর, শুধুমাত্র দক্ষিণ 24 পরগনাতেই মোতায়েন করা হচ্ছে 307 কোম্পানি বাহিনী ৷
আগের দুই দফার পর রাজ্যে বেশ খানিকটা বদলেছে রাজ্যের আবহাওয়া ৷ চৈত্রের চাঁদিফাটা রোদ্দুরের মধ্যেও স্বস্তি এসেছিল ৷ ঝড় উঠেছিল ৷ কালবৈশাখী ৷ সঙ্গে বৃষ্টিও ৷ উলটপালট করে দিয়েছিল ঝড়ের দাপট ৷ এখন দেখার কালবৈশাখীর সেই ঝোড়া হাওয়া শুধু গাছপালাই ভাঙল, নাকি বাংলার রাজনীতির সমীকরণকেও ওলটপালট করে দিল ৷