বনগাঁ, 23 মার্চ : মতুয়া সম্প্রদায়ের মধ্যে থেকে 8 জনকে প্রার্থী করেছে বিজেপি । এই নিয়ে বাবার (মঞ্জুলকৃষ্ণ ঠাকুর) কাছে ভুল তথ্য ছিল । গাইঘাটা বিধানসভা কেন্দ্রে ঠাকুরবাড়ির বড় ছেলে সুব্রত ঠাকুরকে প্রার্থী করার পর একথা বলেন বনগাঁর বিজেপি সাংসদ তথা ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর ।
গত রবিবার অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের প্রধান সেবায়েত মঞ্জুলকৃষ্ণ ঠাকুর বলেছিলেন, "বিজেপির কাছে মতুয়ারা 30টি কেন্দ্রে প্রার্থী চেয়েছিল । একটিও প্রার্থীপদ দেওয়া হয়নি । এতে মতুয়াদের মধ্যে ক্ষোভ জমেছে ।" যদিও বাবার এই দাবি নস্যাৎ করেছেন ছেলে শান্তনু ঠাকুর ৷ তিনি বলেছেন, "মতুয়া সম্প্রদায় থেকে আটজনকে প্রার্থী করা হয়েছে ৷ আমরা খুব খুশি ৷ বাবার কাছে ভুল তথ্য ছিল ৷ উনি জানতেন না, তাই এমন কথা বলেছেন ৷"
আরও পড়ুন : শেষ 13 আসনে প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির
আজ বিজেপি প্রেস বিবৃতি দিয়ে উত্তর 24 পরগনার গাইঘাটা কেন্দ্রে সুব্রত ঠাকুর ও বনগাঁ উত্তরে মতুয়া সম্প্রদায়ের অশোক কীর্তনীয়ার নাম ঘোষণা করে । প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা হওয়ার পর ভাই শান্তনু ঠাকুরকে নিয়ে হরিচাঁদ মন্দির পুজো দিতে যান সুব্রত । সেখানে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে সুব্রত ঠাকুর বলেন, "প্রার্থী হয়ে আমি খুব খুশি ৷ মানুষের পাশে থাকার সবসময় চেষ্টা করব ৷