ETV Bharat / state

ডাকাতির আগেই গ্রেপ্তার দুষ্কৃতীরা, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ - ডাকাতির আগেই গ্রেপ্তার দুষ্কৃতীরা

সোনার দোকানে ডাকাতির পরিকল্পনা ছিল ৷ কিন্তু ডাকাতির আগেই গোপন সূত্রে খবর পেয়ে গ্রেপ্তার করা হল 4 দুষ্কৃতীকে ৷ বারুইপুর থানার কৃষ্ণমোহন রেলগেট এলাকার ঘটনা । যদিও এখনও পর্যন্ত দু'জন পলাতক ৷ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

before robbary miscreants are arrested
ডাকাতির আগেই গ্রেপ্তার দুষ্কৃতীরা
author img

By

Published : Mar 17, 2020, 6:20 PM IST

বারুইপুর, 17 মার্চ : ডাকাতির আগেই গ্রেপ্তার ডাকাতদল । উদ্ধার আগ্নেয়াস্ত্র-সহ কার্তুজ । বারুইপুর থানার কৃষ্ণমোহন রেলগেট এলাকার ঘটনা ।

গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে বারুইপুর পুলিশ জেলার SOG দল এবং বারুইপুর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায় ৷ কৃষ্ণমোহন রেল গেটের কাছে একটি চায়ের দোকানে আগে থেকেই অপেক্ষা করছিল পুলিশকর্মীরা । বাইকে করে ডাকাতদল সেখানে পৌঁছালে তাদের ঘিরে ফেলা হয় ৷ ওই এলাকার একটি সোনার দোকানে ডাকাতির পরিকল্পনা ছিল ৷ সেই মতো তিনটি বাইকে করে এসেছিল দুষ্কৃতীরা ৷

যদিও পুলিশের চোখে ধুলো দিয়ে একটি বাইকে করে দু'জন দুষ্কৃতী পালিয়ে গেছে ৷ তবে চার জনকে ঘটনাস্থান থেকেই গ্রেপ্তার করা হয় ৷ ধৃতদের নাম শোয়েব আলি ঘরামি, আবদুল হামিদ মণ্ডল, দিলীপ সর্দার ও সাইফুল শেখ । পুলিশের দাবি, দুষ্কৃতীরা সোনার দোকানে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ৷ আজ তাদের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে ৷ অন্যদিকে পলাতক দু'জনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

বারুইপুর, 17 মার্চ : ডাকাতির আগেই গ্রেপ্তার ডাকাতদল । উদ্ধার আগ্নেয়াস্ত্র-সহ কার্তুজ । বারুইপুর থানার কৃষ্ণমোহন রেলগেট এলাকার ঘটনা ।

গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে বারুইপুর পুলিশ জেলার SOG দল এবং বারুইপুর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায় ৷ কৃষ্ণমোহন রেল গেটের কাছে একটি চায়ের দোকানে আগে থেকেই অপেক্ষা করছিল পুলিশকর্মীরা । বাইকে করে ডাকাতদল সেখানে পৌঁছালে তাদের ঘিরে ফেলা হয় ৷ ওই এলাকার একটি সোনার দোকানে ডাকাতির পরিকল্পনা ছিল ৷ সেই মতো তিনটি বাইকে করে এসেছিল দুষ্কৃতীরা ৷

যদিও পুলিশের চোখে ধুলো দিয়ে একটি বাইকে করে দু'জন দুষ্কৃতী পালিয়ে গেছে ৷ তবে চার জনকে ঘটনাস্থান থেকেই গ্রেপ্তার করা হয় ৷ ধৃতদের নাম শোয়েব আলি ঘরামি, আবদুল হামিদ মণ্ডল, দিলীপ সর্দার ও সাইফুল শেখ । পুলিশের দাবি, দুষ্কৃতীরা সোনার দোকানে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ৷ আজ তাদের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে ৷ অন্যদিকে পলাতক দু'জনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.