ETV Bharat / state

Basanti TMC MLA Life Threat :অন্যায়ের প্রতিবাদ করায় প্রাণ সংশয়ের আশঙ্কা, নিরাপত্তা বাড়ানোর আবেদন বাসন্তীর তৃণমূল বিধায়কের

author img

By

Published : Apr 28, 2022, 12:08 PM IST

তিনি প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে বাসন্তীর বিধায়ক ৷ তবু উত্তপ্ত বাসন্তীতে প্রাণনাশের আশঙ্কায় ভুগছেন বিধায়ক শ্যামল মণ্ডল ৷ তাই নিরাপত্তা চেয়ে চিঠি লিখেছেন এসপিকে (Basanti TMC MLA Life Threat) ৷

Basanti TMC MLA fears life threat
বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল

বাসন্তী, 28 এপ্রিল : এমনিতেই তাঁর তিনজন দেহরক্ষী রয়েছে । কিন্তু অন্তত আরও একজন দেহরক্ষী বাড়ানোর জন্য বুধবার পুলিশ সুপারের কাছে আবেদন করলেন বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল । সেই আবেদনে তিনি জানিয়েছেন, প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে তাঁর । বিষয়টি জরুরি ভিত্তিতে দেখার জন্য আবেদন জানিয়েছেন তিনি (Basanti TMC MLA Shyamal Mondal writes to SP to increase security over life threat) । কিন্তু হঠাৎ কী এমন হল, যে জীবন সংশয়ের আশঙ্কা করছেন বাসন্তীর বিধায়ক ?

শ্যামল মণ্ডলের দাবি বাসন্তী, ক্যানিং-সহ আশপাশের বেশ কয়েকটি বিধানসভা এলাকায় সরকারি কাজ ও সংগঠনের কাজে ঘুরে বেড়াতে হয় । যখনই অন্যায় দেখেছি, তখনই সেই কাজের প্রতিবাদ করেছি । তাতেই নানা ধরনের হুমকি পাচ্ছেন । তিনি বলেন, "কিছু তোলাবাজ, মাটি মাফিয়া, দুষ্কৃতীদের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি । অনেক জায়গায় পুলিশ ব্যবস্থা গ্রহণও করেছে ।" আর সেই কারণে নানা জায়গায় হুমকি, পেশিশক্তির সম্মুখীন হতে হচ্ছে তাঁকে । আর এতেই নিরাপত্তার অভাব বোধ করছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ।

আরও পড়ুন : Sundarbans police handed over a man : হ্য়াম রেডিওর সাহায্য়ে বিহারে নিজের বাড়িতে ফিরলেন রামকৃষ্ণ

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ায় বোমা বিস্ফোরণে একজনের মৃত্যু হয় । সেই ঘটনার পর বাসন্তীবাসীর উদ্দেশ্যে শ্যামল করজোড়ে আবেদন করেছিলেন যাতে বাসন্তীর মানুষ বোমা, বন্দুক ত্যাগ করেন । অস্ত্র পুলিশ প্রশাসনের কাছে তুলে দিয়ে বাসন্তীতে শান্তি ফেরান । কিন্তু তাঁর সেই নিবেদনের পর প্রায় একমাস কেটে গেলেও এখনও পর্যন্ত একজনও নিজে থেকে থানায় অস্ত্র ফেরত দেয়নি ।

বাসন্তী, 28 এপ্রিল : এমনিতেই তাঁর তিনজন দেহরক্ষী রয়েছে । কিন্তু অন্তত আরও একজন দেহরক্ষী বাড়ানোর জন্য বুধবার পুলিশ সুপারের কাছে আবেদন করলেন বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল । সেই আবেদনে তিনি জানিয়েছেন, প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে তাঁর । বিষয়টি জরুরি ভিত্তিতে দেখার জন্য আবেদন জানিয়েছেন তিনি (Basanti TMC MLA Shyamal Mondal writes to SP to increase security over life threat) । কিন্তু হঠাৎ কী এমন হল, যে জীবন সংশয়ের আশঙ্কা করছেন বাসন্তীর বিধায়ক ?

শ্যামল মণ্ডলের দাবি বাসন্তী, ক্যানিং-সহ আশপাশের বেশ কয়েকটি বিধানসভা এলাকায় সরকারি কাজ ও সংগঠনের কাজে ঘুরে বেড়াতে হয় । যখনই অন্যায় দেখেছি, তখনই সেই কাজের প্রতিবাদ করেছি । তাতেই নানা ধরনের হুমকি পাচ্ছেন । তিনি বলেন, "কিছু তোলাবাজ, মাটি মাফিয়া, দুষ্কৃতীদের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি । অনেক জায়গায় পুলিশ ব্যবস্থা গ্রহণও করেছে ।" আর সেই কারণে নানা জায়গায় হুমকি, পেশিশক্তির সম্মুখীন হতে হচ্ছে তাঁকে । আর এতেই নিরাপত্তার অভাব বোধ করছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ।

আরও পড়ুন : Sundarbans police handed over a man : হ্য়াম রেডিওর সাহায্য়ে বিহারে নিজের বাড়িতে ফিরলেন রামকৃষ্ণ

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ায় বোমা বিস্ফোরণে একজনের মৃত্যু হয় । সেই ঘটনার পর বাসন্তীবাসীর উদ্দেশ্যে শ্যামল করজোড়ে আবেদন করেছিলেন যাতে বাসন্তীর মানুষ বোমা, বন্দুক ত্যাগ করেন । অস্ত্র পুলিশ প্রশাসনের কাছে তুলে দিয়ে বাসন্তীতে শান্তি ফেরান । কিন্তু তাঁর সেই নিবেদনের পর প্রায় একমাস কেটে গেলেও এখনও পর্যন্ত একজনও নিজে থেকে থানায় অস্ত্র ফেরত দেয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.