ETV Bharat / state

Ship Stuck in Hooghly River : হুগলি নদীতে আটকে গেল বাংলাদেশি জাহাজ - দক্ষিণ 24 পরগনা

হুগলি নদীতে আটকে গেল বাংলাদেশি জাহাজ (bangladeshi ship stuck in hooghly river) ৷ পণ্যবাহী জাহাজটি ব্যান্ডেল থেকে ছাই নিয়ে বাংলাদেশে যাওয়ার সময় হুগলি নদীর চড়ে আটকে পড়ে ৷

Ship Stuck in Hooghly River
বাংলাদেশি জাহাজ আটকে বিপত্তি
author img

By

Published : Jan 26, 2023, 11:56 AM IST

Updated : Jan 26, 2023, 12:40 PM IST

হুগলি নদীতে বাংলাদেশি জাহাজ আটকে বিপত্তি

ফলতা, 26 জানুয়ারি: হুগলি নদীতে আটকে গেল বাংলাদেশি জাহাজ (Ship Stuck in Hooghly River)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 28 পরগনার ফলতার কাটাখালি এলাকায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বাংলাদেশি ওই পন্যবাহী জাহাজটি ব্যান্ডেল থেকে ছাই নিয়ে বাংলাদেশে যাওয়ার সময় হুগলি নদীর চড়ে আটকে যায়। বাংলাদেশি পণ্যবাহী জাহাজটির নাম এমভিএস মাইতি ।

হুগলি নদীর নামব্যতা বেশ কমে গিয়েছে ৷ তার কারণেই ঘটেছে দুর্ঘটনাটি ঘটেছে (South 24 Parganas news) । বাংলাদেশি জাহাজের হুগলি নদীর চরে আটকে যাওয়ার খবর পাওয়া মাত্রই ফলতার কাটাখালি এলাকায় ভিড় জমিয়েছে এলাকাবাসীরা । হুগলি নদীতে জাহাজ আটকে যাওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় ফলতা থানার পুলিশ।

আরও পড়ুন: গঙ্গাসাগর ফেরত পুণ্যার্থীরা আটকে মাঝসমুদ্রে! উদ্ধারে নামল উপকূলরক্ষী বাহিনী

সূত্রের খবর, ব্যান্ডেল থেকে ছাই নিয়ে বাংলাদেশে যাচ্ছিল এমভিএস মাইতি জাহাজটি ৷ সেই সময় হুগলি নদীর চরে আটকে যায়। জাহাজে থাকা সকল কর্মীরা সুরক্ষিত রয়েছে ৷ কোনও বড়সড় দুর্ঘটনা ঘটেনি । নদীতে জোয়ার হলে জাহাজটি পুনরায় আবার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে বলে জানা গিয়েছে । যদিও জেলা প্রশাসনের দাবি, হুগলি নদীতে যে সকল জায়গায় নাব্যতা কমে গিয়েছে সে সকল জায়গাগুলিতে ড্রেজিংয়ে মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা হবে ।

প্রসঙ্গত, বাংলাদেশি পণ্যবাহী জাহাজ আটকে যাওয়ার ঘটনা নতুন কিছু নয় । হুগলি নদীতে নাব্যতা কমে গিয়েছে । তার ফলেই একাধিকবার বিভিন্ন দেশের জাহাজ চরে আটকে যাওয়ার ঘটনা ঘটছে এই নদীতে ৷ নদীর নাব্যতা বৃদ্ধি করতে ড্রেজিংয়ে কাজ শুরু করা হবে শিঘ্রই ৷ জেলা প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশে জাহাজে থাকা কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সবরকম সাহায্যের আশ্বাসর দেওয়া হয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশী জাহাজের সকল কর্মীরা সুরক্ষিত রয়েছে ও নিরাপদে রয়েছেন ৷

হুগলি নদীতে বাংলাদেশি জাহাজ আটকে বিপত্তি

ফলতা, 26 জানুয়ারি: হুগলি নদীতে আটকে গেল বাংলাদেশি জাহাজ (Ship Stuck in Hooghly River)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 28 পরগনার ফলতার কাটাখালি এলাকায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বাংলাদেশি ওই পন্যবাহী জাহাজটি ব্যান্ডেল থেকে ছাই নিয়ে বাংলাদেশে যাওয়ার সময় হুগলি নদীর চড়ে আটকে যায়। বাংলাদেশি পণ্যবাহী জাহাজটির নাম এমভিএস মাইতি ।

হুগলি নদীর নামব্যতা বেশ কমে গিয়েছে ৷ তার কারণেই ঘটেছে দুর্ঘটনাটি ঘটেছে (South 24 Parganas news) । বাংলাদেশি জাহাজের হুগলি নদীর চরে আটকে যাওয়ার খবর পাওয়া মাত্রই ফলতার কাটাখালি এলাকায় ভিড় জমিয়েছে এলাকাবাসীরা । হুগলি নদীতে জাহাজ আটকে যাওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় ফলতা থানার পুলিশ।

আরও পড়ুন: গঙ্গাসাগর ফেরত পুণ্যার্থীরা আটকে মাঝসমুদ্রে! উদ্ধারে নামল উপকূলরক্ষী বাহিনী

সূত্রের খবর, ব্যান্ডেল থেকে ছাই নিয়ে বাংলাদেশে যাচ্ছিল এমভিএস মাইতি জাহাজটি ৷ সেই সময় হুগলি নদীর চরে আটকে যায়। জাহাজে থাকা সকল কর্মীরা সুরক্ষিত রয়েছে ৷ কোনও বড়সড় দুর্ঘটনা ঘটেনি । নদীতে জোয়ার হলে জাহাজটি পুনরায় আবার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে বলে জানা গিয়েছে । যদিও জেলা প্রশাসনের দাবি, হুগলি নদীতে যে সকল জায়গায় নাব্যতা কমে গিয়েছে সে সকল জায়গাগুলিতে ড্রেজিংয়ে মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা হবে ।

প্রসঙ্গত, বাংলাদেশি পণ্যবাহী জাহাজ আটকে যাওয়ার ঘটনা নতুন কিছু নয় । হুগলি নদীতে নাব্যতা কমে গিয়েছে । তার ফলেই একাধিকবার বিভিন্ন দেশের জাহাজ চরে আটকে যাওয়ার ঘটনা ঘটছে এই নদীতে ৷ নদীর নাব্যতা বৃদ্ধি করতে ড্রেজিংয়ে কাজ শুরু করা হবে শিঘ্রই ৷ জেলা প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশে জাহাজে থাকা কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সবরকম সাহায্যের আশ্বাসর দেওয়া হয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশী জাহাজের সকল কর্মীরা সুরক্ষিত রয়েছে ও নিরাপদে রয়েছেন ৷

Last Updated : Jan 26, 2023, 12:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.