ETV Bharat / state

জলদস্যুদের হামলা থেকে বাঁচতে সমুদ্রে ঝাঁপ বাংলাদেশির, উদ্ধার করল ভারতীয় মৎস্যজীবীরা - দক্ষিণ 24 পরগণা

ভারত-বাংলাদেশের জলসীমায় ট্রলারে চেপে অন্য মৎসজীবীদের সঙ্গে মাছ ধরছিলেন বাংলাদেশের নিজ়ামউদ্দিন । সেই সময় একদল জলদস্যু হামলা চালিয়ে মৎস্যজীবীদের জাল কেটে দেয় । জলদস্যুরা ট্রলারে উঠতে শুরু করে । জীবন বাঁচাতে সেইসময় সমুদ্রতে ঝাঁপ দেন নিজ়ামউদ্দিন সহ অন্যান্য মৎস্যজীবী ।

মহম্মদ নিজ়ামউদ্দিন
author img

By

Published : Aug 29, 2019, 6:31 PM IST

রায়দিঘি, 29 অগাস্ট : জলদস্যুদের হাত থেকে বাঁচতে ট্রলার থেকে সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন কয়েকজন বাংলাদেশি মৎস্যজীবী । তাঁদের মধ্যে একজনকে আজ উদ্ধার করলেন ভারতীয় মৎস্যজীবীরা । ওই মৎস্যজীবীর নাম মহম্মদ নিজ়ামউদ্দিন । তিনি রায়দিঘি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ।

ভারত-বাংলাদেশের জলসীমায় ট্রলারে করে অন্য মৎসজীবীদের সঙ্গে মাছ ধরছিলেন বাংলাদেশের নিজ়ামউদ্দিন । সেই সময় একদল জলদস্যু হামলা চালিয়ে মৎস্যজীবীদের জাল কেটে দেয় । জলদস্যুরা ট্রলারে উঠতে শুরু করে । জীবন বাঁচাতে সেইসময় সমুদ্রতে ঝাঁপ দেন নিজ়ামউদ্দিন সহ অন্যান্য মৎস্যজীবী ।

নিজ়ামউদ্দিন বলেন, "জীবন বাঁচাতে ট্রলার থেকে কয়েকজন মিলে ঝাঁপ দিয়েছিলাম । দুজনকে ভেসে থাকতে দেখতে পাই । সঙ্গীদের কোনও খোঁজ না পেয়ে আমি একাই ভাসতে ভাসতে কেঁজু দ্বীপে উঠি । পরদিন সকালে নদীতে একটি ট্রলার দেখে চিৎকার করতে থাকি । চিৎকার শুনতে পেয়ে মৎস্যজীবীরা আমাকে উদ্ধার করেন । পরে জানতে পারি একটি ভারতীয় ট্রলারের মৎস্যজীবীরা আমাকে বাঁচিয়েছেন । তাঁরা আমাকে পোশাক দিয়েও সাহায্য করেছেন । ওঁদের কাছে ঋণী থাকব ।"

রায়দিঘি, 29 অগাস্ট : জলদস্যুদের হাত থেকে বাঁচতে ট্রলার থেকে সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন কয়েকজন বাংলাদেশি মৎস্যজীবী । তাঁদের মধ্যে একজনকে আজ উদ্ধার করলেন ভারতীয় মৎস্যজীবীরা । ওই মৎস্যজীবীর নাম মহম্মদ নিজ়ামউদ্দিন । তিনি রায়দিঘি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ।

ভারত-বাংলাদেশের জলসীমায় ট্রলারে করে অন্য মৎসজীবীদের সঙ্গে মাছ ধরছিলেন বাংলাদেশের নিজ়ামউদ্দিন । সেই সময় একদল জলদস্যু হামলা চালিয়ে মৎস্যজীবীদের জাল কেটে দেয় । জলদস্যুরা ট্রলারে উঠতে শুরু করে । জীবন বাঁচাতে সেইসময় সমুদ্রতে ঝাঁপ দেন নিজ়ামউদ্দিন সহ অন্যান্য মৎস্যজীবী ।

নিজ়ামউদ্দিন বলেন, "জীবন বাঁচাতে ট্রলার থেকে কয়েকজন মিলে ঝাঁপ দিয়েছিলাম । দুজনকে ভেসে থাকতে দেখতে পাই । সঙ্গীদের কোনও খোঁজ না পেয়ে আমি একাই ভাসতে ভাসতে কেঁজু দ্বীপে উঠি । পরদিন সকালে নদীতে একটি ট্রলার দেখে চিৎকার করতে থাকি । চিৎকার শুনতে পেয়ে মৎস্যজীবীরা আমাকে উদ্ধার করেন । পরে জানতে পারি একটি ভারতীয় ট্রলারের মৎস্যজীবীরা আমাকে বাঁচিয়েছেন । তাঁরা আমাকে পোশাক দিয়েও সাহায্য করেছেন । ওঁদের কাছে ঋণী থাকব ।"

Intro:জলদস্যুর হাত থেকে বাঁচতে ট্রলার থেকে মাছ সমুদ্রে ঝাঁপ বাংলাদেশি মৎস্যজীবীদের। অন্য দের খোঁজ পাওয়া না গেলে ও এক বাংলাদেশের মৎস্যজীবীকে উদ্ধার করেছে ভারতীয় মৎস্যজীবীরা। উদ্ধার হওয়া মৎস্যজীবীর দাবি ভারত বাংলাদেশ জলসীমায় বাংলাদেশের ট্রলারে করে অন্যান্য মৎসজীবীদের সঙ্গে মাছ ধরছিলেন মোহাম্মদ নিজামউদ্দিন। হঠাৎ একদল জলদস্যু ট্রলারে হামলা চালায়, মৎস্যজীবীদের ইলিশ জাল কেটে দেয়। দস্যুরা ট্রলারে উঠতে শুরু করে। জীবন বাঁচাতে নিজামুদ্দিন ও অন্য মৎস্যজীবী নদীতে ঝাঁপ দেন। অন্যান্যদের মৎস্যজীবীদের কথাটা জানতে চাওয়ায় তিনি বলেন তাদের খবর তিনি পাননি এই বলতে বলতে বাঁধভাঙ্গা কান্নায় ভেঙে পড়লেন নিজামুদ্দিন, কাঁদতে কাঁদতে তিনি বললেন জলদস্যুদের হাত থেকে বাঁচতে আরো অনেক মৎসজীবীদের সঙ্গে ঝাঁপ দিয়েছিলাম গভীর অন্ধকারের। তাদের মধ্যে দুজনে ভাসতে থাকি। এক সময় তার সঙ্গীর কোন খোঁজ না পেয়ে বাধ্য হয়ে আমি একাই ভাসতে থাকি, কোথায় যাচ্ছি কিছু বুঝে উঠতে পারছিলাম না, মনে মনে ভাবছিলাম আর হয়তো জীবন নিয়ে ফিরতে পারব না বাড়িতে। হঠাৎ একটি বিরাট ধাক্কায় একসময় গভীর জঙ্গলে নির্জন দ্বীপের চড়ায় উঠে পড়ে জল পিপাসায় তখন তার প্রাণ যায় যায় অবস্থা। কোনো কিছু না ভেবেই সমুদ্রের নোনা জল খেয়ে নিয়ে সারা রাত কেটে যায়। অন্ধকারে কয়েক ঘন্টা কাটার পর সকালে আলো ফুটেছে নিজামুদ্দিন তখন জানেনা সে কোথায় আছে। হঠাৎ দেখতে পায় নদীতে একটি ট্রলার। তখন জীবন বাঁচাতে চিৎকার করতে থাকে সে। এই চিৎকার শুনে মৎস্যজীবীরা তার দিকে এগিয়ে আসে মৎস্যজীবীরা তাকে উদ্ধার করে তুলে নেয়। পরে সে জানতে পারেন ভারতীয় "মা মনি মালা" ট্রলারের মৎস্যজীবীরা তাকে বাঁচিয়েছে। ভারতীয় মৎস্যজীবীরা জামা কাপড় দিয়ে তাকে সেবা শুশ্রূষা করে আজ দুপুরে ট্রলার নিয়ে রায়দিঘি ফেরিঘাটে এসে পৌঁছালে বাংলাদেশী মৎসজীবীকে চিকিৎসার জন্য পাঠানো হয় রায়দিঘি গ্রামীণ হাসপাতালে। নিজাম উদ্দিন বলেন আমার বিশ্বাস উপরওয়ালা পাঠিয়েছে আমার জীবনটাকে বাঁচাতে ওদের। নতুবা এই সময় ওখান দিয়ে ট্রলার আসার কোন কথাই ছিল না। আমি চির ঋণী হয়ে থাকবো ভারতীয় ট্রলারের মৎস্যজীবীদের কাছে। আপাতত হাসপাতালে চিকিৎসা চলছে নিজাম বাবুর।Body:Intro তে কপি দিলাম Conclusion:একটু দেখে নেবেন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.