ETV Bharat / state

বাংলাদেশের জলসীমায় প্রবেশ করা ভারতীয় ট্রলার ফেরাল বাংলাদেশ ! - fisherman

বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়া শতাধিক ট্রলারকে ভারতীয় জলসীমায় নিরাপদে ফিরিয়ে দিল বাংলাদেশ । বঙ্গোপসাগরে খারাপ আবহাওয়ার কারণে দিন তিনেক আগে দিগভ্রষ্ট হয়ে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েছিল শতাধিক ট্রলার । আজ সেই ট্রলারগুলিকেই বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনী ফিরিয়ে দেয় ।

ট্রলার
author img

By

Published : Jul 8, 2019, 3:31 PM IST

Updated : Jul 8, 2019, 9:54 PM IST

কাকদ্বীপ, 8 জুলাই : বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়া শতাধিক ট্রলারকে ভারতীয় জলসীমায় নিরাপদে ফিরিয়ে দিল বাংলাদেশ । বঙ্গোপসাগরে খারাপ আবহাওয়ার কারণে দিন তিনেক আগে দিগভ্রষ্ট হয়ে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েছিল শতাধিক ট্রলার । আজ সেই ট্রলারগুলিকেই বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনী ফিরিয়ে দেয় । পাশপাশি এই ঘটনায় নিখোঁজ চারটি ট্রলারের 60 জন মৎস্যজীবীর মধ্যে 35 জনকে উদ্ধার করা হয়েছে । এখনও নিখোঁজ 25 মৎস্যজীবী । বাংলাদেশি উপকূলরক্ষী বাহিনী ও ভারতীয় উপকূলরক্ষী বাহিনী যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে ।

দিন তিনেক আগে 150টি ট্রলার বঙ্গোপসাগরে যায় মাছ ধরতে । খারাপ আবহাওয়া ও ঝড়ের তাণ্ডবে ট্রলারগুলি বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে । যার মধ্যে উপকূলে ফেরার সময় বাংলাদেশের হাঁড়ভাঙা চরে ধাক্কা লেগে ডুবে যায় চারটি ট্রলার । আবহাওয়া অফিসের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে যাওয়ার কারণেই এই বিপদ ঘটেছে বলে মনে করা হচ্ছে ।

প্রসঙ্গত, গভীর সমুদ্রে মৎস্যজীবীদের বিপদের হাত থেকে বাঁচাতে এবার যথেষ্ট উদ্যোগী হয়েছিল প্রশাসন । একাধিক সেমিনার করে মৎস্যজীবীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল । গভীর সমুদ্রে গিয়ে কোনওরকম বিপদের মুখে যাতে মৎস্যজীবীদের পড়তে না হয় তার জন্য ড্যাট নামক যন্ত্র দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে । পাশাপাশি আবহাওয়া অফিসের নির্দেশ মেনে চলতে বলা হয়েছিল মৎস্যজীবীদের। কিন্তু এবারও সেই নিষেধাজ্ঞা অমান্য করে প্রায় দেড়শো ট্রলার দিন চারেক আগে রওনা দেয় বঙ্গোপসাগরে । আর সেখানে গিয়ে গত শনিবার বিপদের মধ্যে পরে এফ বি দশভূজা, এফ বি বাবাজি, এফ বি জয় যোগীরাজ ও এফ বি নয়ন নামের ট্রলারগুলি । প্রথম তিনটি ট্রলার ডুবে গেছে বলে অনুমান করা হয়েছে । তবে, খোঁজ মেলেনি এফ বি নয়ন নামক ট্রলারটির ।

গত বছরও আবহাওয়া অফিস ও মৎস্য দপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে গভীর সমুদ্রে বেশি লাভের আশায় পাড়ি দিয়েছিলেন মৎস্যজীবীরা । আর সেখানে গিয়ে একাধিকবার বিপদের মধ্যে পড়েছিলেন । ঘটনায় এখনও পর্যন্ত ৩৯ জন মৎস্যজীবী নিখোঁজ । গত এক বছর ধরে কোনওরকম খোঁজ মেলেনি তাদের ।

কাকদ্বীপ, 8 জুলাই : বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়া শতাধিক ট্রলারকে ভারতীয় জলসীমায় নিরাপদে ফিরিয়ে দিল বাংলাদেশ । বঙ্গোপসাগরে খারাপ আবহাওয়ার কারণে দিন তিনেক আগে দিগভ্রষ্ট হয়ে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েছিল শতাধিক ট্রলার । আজ সেই ট্রলারগুলিকেই বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনী ফিরিয়ে দেয় । পাশপাশি এই ঘটনায় নিখোঁজ চারটি ট্রলারের 60 জন মৎস্যজীবীর মধ্যে 35 জনকে উদ্ধার করা হয়েছে । এখনও নিখোঁজ 25 মৎস্যজীবী । বাংলাদেশি উপকূলরক্ষী বাহিনী ও ভারতীয় উপকূলরক্ষী বাহিনী যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে ।

দিন তিনেক আগে 150টি ট্রলার বঙ্গোপসাগরে যায় মাছ ধরতে । খারাপ আবহাওয়া ও ঝড়ের তাণ্ডবে ট্রলারগুলি বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে । যার মধ্যে উপকূলে ফেরার সময় বাংলাদেশের হাঁড়ভাঙা চরে ধাক্কা লেগে ডুবে যায় চারটি ট্রলার । আবহাওয়া অফিসের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে যাওয়ার কারণেই এই বিপদ ঘটেছে বলে মনে করা হচ্ছে ।

প্রসঙ্গত, গভীর সমুদ্রে মৎস্যজীবীদের বিপদের হাত থেকে বাঁচাতে এবার যথেষ্ট উদ্যোগী হয়েছিল প্রশাসন । একাধিক সেমিনার করে মৎস্যজীবীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল । গভীর সমুদ্রে গিয়ে কোনওরকম বিপদের মুখে যাতে মৎস্যজীবীদের পড়তে না হয় তার জন্য ড্যাট নামক যন্ত্র দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে । পাশাপাশি আবহাওয়া অফিসের নির্দেশ মেনে চলতে বলা হয়েছিল মৎস্যজীবীদের। কিন্তু এবারও সেই নিষেধাজ্ঞা অমান্য করে প্রায় দেড়শো ট্রলার দিন চারেক আগে রওনা দেয় বঙ্গোপসাগরে । আর সেখানে গিয়ে গত শনিবার বিপদের মধ্যে পরে এফ বি দশভূজা, এফ বি বাবাজি, এফ বি জয় যোগীরাজ ও এফ বি নয়ন নামের ট্রলারগুলি । প্রথম তিনটি ট্রলার ডুবে গেছে বলে অনুমান করা হয়েছে । তবে, খোঁজ মেলেনি এফ বি নয়ন নামক ট্রলারটির ।

গত বছরও আবহাওয়া অফিস ও মৎস্য দপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে গভীর সমুদ্রে বেশি লাভের আশায় পাড়ি দিয়েছিলেন মৎস্যজীবীরা । আর সেখানে গিয়ে একাধিকবার বিপদের মধ্যে পড়েছিলেন । ঘটনায় এখনও পর্যন্ত ৩৯ জন মৎস্যজীবী নিখোঁজ । গত এক বছর ধরে কোনওরকম খোঁজ মেলেনি তাদের ।

Intro:আগে বাইট কপি দিয়েছি Body:এখন ফাইল ভিজ্যুয়াল দিলাম Conclusion:একটু দেখে নেবেন
Last Updated : Jul 8, 2019, 9:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.