ETV Bharat / state

অন্য যাত্রীর আসনে বসতে বাধা, অটোচালককে মারধর

অটো রিকশায় বসাকে কেন্দ্র করে যাত্রীর হাতে আক্রান্ত অটোচালক।

অটোচালক সঞ্জয় সর্দার
author img

By

Published : Mar 3, 2019, 2:59 PM IST

কুলতলি, ৩ মার্চ : অটো রিকশায় বসাকে কেন্দ্র করে যাত্রীর হাতে আক্রান্ত অটোচালক। আক্রান্ত চালকের নাম সঞ্জয় সর্দার। অভিযোগ, আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বেধড়ক মারধর করা হয় চালককে। কুলতলি থানায় ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন আক্রান্ত অটোচালক।

গতকাল সঞ্জয় জয়নগর থেকে জামতলা যাত্রী নিয়ে যাওয়ার জন্য জয়নগর রেল স্টেশনের কাছে অটোস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন। সেই সময় এক যাত্রী অটোর পিছনের সিটে বসার জন্য ব্যাগ রেখে পানীয় জল আনতে যায়। এরপর অপর এক যাত্রী এসে একই সিটে বসতে চাইলে সঞ্জয় আপত্তি জানান। তা নিয়ে বচসা বাধে। এরপর ওই যাত্রী অন্য অটোয় চেপে জামতলায় পৌঁছে সঙ্গীদের ডেকে সঞ্জয়ের উপর চড়াও হয়। বেধড়ক মারতে করা হয় অটোচালককে। খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ পৌঁছে জখম অটোচালককে নিয়ে জয়নগর গ্রামীণ হাসপাতালে ভরতি করে।

আক্রান্ত অটোচালক কুলতলি থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

কুলতলি, ৩ মার্চ : অটো রিকশায় বসাকে কেন্দ্র করে যাত্রীর হাতে আক্রান্ত অটোচালক। আক্রান্ত চালকের নাম সঞ্জয় সর্দার। অভিযোগ, আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বেধড়ক মারধর করা হয় চালককে। কুলতলি থানায় ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন আক্রান্ত অটোচালক।

গতকাল সঞ্জয় জয়নগর থেকে জামতলা যাত্রী নিয়ে যাওয়ার জন্য জয়নগর রেল স্টেশনের কাছে অটোস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন। সেই সময় এক যাত্রী অটোর পিছনের সিটে বসার জন্য ব্যাগ রেখে পানীয় জল আনতে যায়। এরপর অপর এক যাত্রী এসে একই সিটে বসতে চাইলে সঞ্জয় আপত্তি জানান। তা নিয়ে বচসা বাধে। এরপর ওই যাত্রী অন্য অটোয় চেপে জামতলায় পৌঁছে সঙ্গীদের ডেকে সঞ্জয়ের উপর চড়াও হয়। বেধড়ক মারতে করা হয় অটোচালককে। খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ পৌঁছে জখম অটোচালককে নিয়ে জয়নগর গ্রামীণ হাসপাতালে ভরতি করে।

আক্রান্ত অটোচালক কুলতলি থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

অটো রিক্সায় বসাকে কেন্দ্র করে যাত্রীর হাতে আক্রান্ত চালক। প্রথমে অটো রিক্সায় যাত্রী আসনকে কেন্দ্র করে চালকের সাথে বচসা হয় পরে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বেধড়ক মারধর করে অটো চালককে বলে অভিযোগ। কুলতলি থানায় ঐ যাত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছে আক্রান্ত অটো চালক। আক্রান্ত চালকের নাম সঞ্জয় সরদার। তার বাড়ী কুলতলী থানার জ্বালাবেড়িয়ার বঙ্কিম মন্ডলের পোল এলাকায়। ঘটনার সূত্রপাত শনিবার বিকালে। জয়নগর থেকে জামতলা যাত্রী নিয়ে যাওয়ার জন্য জয়নগর রেল ষ্টেশনের কাছে অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল সঞ্জয়। সেই সময় এক যাত্রী তার অটোর পিছনের সিটে বসে এবং ব্যাগ রেখে পানীয় জল আনতে যায়। এরপর অপর এক যাত্রী এসে ঐ সিটে বসতে চাইলে সঞ্জয় আপত্তি জানায় এবং তখন তার সাথে বেস কিছুক্ষন সিট নিয়ে বচসা হয়। অভিযোগ এরপর ঐ যাত্রী অন্য অটোয় চেপে জামতলায় পৌঁছায় এবং অন্যান্য সঙ্গীদের ডেকে সঞ্জয়ের উপর চড়াও হয়। বেধড়ক মারতে থাকে সঞ্জয়কে। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় কুলতলি থানার পুলিশ। জখম অটো চালককে নিয়ে জয়নগর গ্রামীন হাসপাতালে ভর্তি করে পুলিশ। রাতেই কুলতলি থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত অটো চালক। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ। ঘটনার পর থেকে ওই যাত্রীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। 

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.