নরেন্দ্রপুর, 13 জানুয়ারি : আগুন লাগিয়ে ব্যবসায়ী পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা ৷ প্রতিবেশীদের তৎপরতায় দেড় বছরের দুই শিশুকন্যা সহ রক্ষা পেল পরিবারের নয় সদস্য ৷ রবিবার গভীর রাতে নরেন্দ্রপুর থানা এলাকার নতুন দিয়াড়ায় ঘটেছে ৷ শুধু এই বাড়িতেই নয় আরও দুটি বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করে অভিযুক্ত সঞ্জয় শিকদার ৷ ব্যক্তিগত শত্রুতার জেরে এটি ঘটেছে বলে অভিযোগ ৷
পালিয়ে যাওয়ার সময় এলাকার বাসিন্দাদের তৎপরতায় তাকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ ৷ আজ তাকে বারুইপুর আদালতে তোলা হবে ৷ স্থানীয় ব্যবসায়ী চাঁদপ্রকাশ সিংয়ের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ফলে পুড়ে গিয়েছে তার বাড়ির অধিকাংশ জায়গা ৷ একটি স্কুটি ও একটি বাইক ভস্মীভূত হয়েছে ৷ রাত্রি দেড়টা নাগাদ এই ঘটনা ঘটে ৷ প্রতিবেশীরা শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন ৷ খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায় ৷ তবে পুলিশ আসার আগেই উদ্ধার করা হয় তাদের ৷
বাড়ির মালিক চাঁদপ্রকাশ সিং বলেন," রাত দেড়টা নাগাদ বিকট শব্দে ঘুম ভেঙে যায় । ঘরে আগুন লেগে যাওয়ার ফলে কোনওভাবে সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে আসি । " চাঁদপ্রকাশের মা বলেন, ''আমরা কথা বলার মতো অবস্থায় নেই । প্রতিবেশীরা না থাকলে আমরা বাঁচতে পারতাম না ।"