বারুইপুর, 14 অক্টোবর : কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় এক যুবতিকে ধারালো অস্ত্র দিয়ে কোপাল এক যুবক । দিদিকে বাঁচাতে গিয়ে আক্রান্ত ভাই । দক্ষিণ 24 পরগনার বারুইপুর উত্তর পদ্মজলার ঘটনা ।
সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ পম্পা মণ্ডল নামে ওই যুবতি তাঁর ছোটো ছেলেকে নিয়ে ঘরের বাইরে বাথরুমে যান । সেই সময় দেবু নামে এক যুবক আচমকাই তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় । যুবতিকে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে । যুবতি চিৎকার করলে তাঁর ভাই মিন্টু মণ্ডল বেরিয়ে এসে দিদিকে বাঁচানোর চেষ্টা করেন । সেই সময় মিন্টুর মাথায় ইট দিয়ে আঘাত করে ওই যুবক । আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে এলে ঘটনাস্থান থেকে পালিয়ে যায় সে । গুরুতর জখম অবস্থায় যুবতি ও তাঁর ভাইকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা । পম্পা মণ্ডলের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে রেফার করে চিকিৎসকরা ।
পরিবারের অভিযোগ, বারুইপুর রামনগরের বাসিন্দা দেবু নামে ওই যুবক ওই যুবতিকে বারবার প্রেমের প্রস্তাব দেয় । এমনকী তাঁকে নিয়ে পালিয়ে যাওয়ারও পরামর্শ দিয়েছিল সেই যুবক । কিন্তু রাজি না হওয়াতে আক্রোশবশত তাঁর উপর প্রাণঘাতী হামলা চালায় সেই যুবক । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবারের লোকজন ।