ETV Bharat / state

ক্যানিংয়ের জনবসতিপূর্ণ অঞ্চলে এটিএম ভেঙে টাকা লুঠ - ক্যানিংয়ে

ক্যানিংয়ে জনবহুল এলাকায় এটিএম ভেঙে টাকা লুঠ করল দুষ্কৃতীরা ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

এটিএম ভেঙে টাকা লুঠ করেছে দুষ্কৃতীরা
এটিএম ভেঙে টাকা লুঠ করেছে দুষ্কৃতীরা
author img

By

Published : Jun 13, 2021, 2:31 PM IST

ক্যানিং (দক্ষিণ 24 পরগনা), 14 জুন : ক্যানিংয়ের জনবহুল এলাকায় এটিএম ভাঙল দুষ্কৃতীরা ৷ শনিবার রাতে ক্যানিংয়ের হাইস্কুল পাড়া রোডে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে টাকা লুঠ করেছে দুষ্কৃতীরা । রবিবার সকালে স্থানীয়রা দেখেন এটিএম ভাঙা । তাঁরাই খবর দেন থানায় । ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

আরও পড়ুন : নদী ভাঙনকে "জাতীয় বিপর্যয়" ঘোষণা করা হোক, প্রধানমন্ত্রীকে আর্জি অধীরের

স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘন জনবসতিপূর্ণ এলাকায় এটিএমটি রয়েছে ৷ তারপরও দুষ্কৃতীরা এসে এটিএমে ভাঙচুর করে টাকা লুঠ করেছে ৷ তাঁরা জানান যে, এই অঞ্চলে একটি এটিএমও সুরক্ষিত নয় ৷ দিনের বেশির ভাগ সময় এটিএমগুলিতে কোনও নিরাপত্তারক্ষী থাকে না ৷ আর রাতে রক্ষী থাকলেও তাঁর কাছে কোনও লাঠি, টর্চ থাকে না ৷ তাই কোনও লুঠপাট হলে তা আটকাতে পারবেন না রক্ষী ৷ এটিএমটি এমন যে, বাইরে থেকে বলা যায় না কে এটিএমে ঢুকে কী করছে ৷ তাই এই এটিএমে স্বাচ্ছন্দ্যে লুঠপাট চালাতে পারে দুষ্কৃতীরা ৷

বাসিন্দাদের বক্তব্য, কোনও নিরাপত্তারক্ষী না থাকায় এই ঘটনা ঘটেছে । রক্ষী থাকলে হয়তো এই ভাবে এটিএম ভেঙে টাকা লুঠ করতে পারত না দুষ্কৃতীরা ৷

ক্যানিং (দক্ষিণ 24 পরগনা), 14 জুন : ক্যানিংয়ের জনবহুল এলাকায় এটিএম ভাঙল দুষ্কৃতীরা ৷ শনিবার রাতে ক্যানিংয়ের হাইস্কুল পাড়া রোডে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে টাকা লুঠ করেছে দুষ্কৃতীরা । রবিবার সকালে স্থানীয়রা দেখেন এটিএম ভাঙা । তাঁরাই খবর দেন থানায় । ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

আরও পড়ুন : নদী ভাঙনকে "জাতীয় বিপর্যয়" ঘোষণা করা হোক, প্রধানমন্ত্রীকে আর্জি অধীরের

স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘন জনবসতিপূর্ণ এলাকায় এটিএমটি রয়েছে ৷ তারপরও দুষ্কৃতীরা এসে এটিএমে ভাঙচুর করে টাকা লুঠ করেছে ৷ তাঁরা জানান যে, এই অঞ্চলে একটি এটিএমও সুরক্ষিত নয় ৷ দিনের বেশির ভাগ সময় এটিএমগুলিতে কোনও নিরাপত্তারক্ষী থাকে না ৷ আর রাতে রক্ষী থাকলেও তাঁর কাছে কোনও লাঠি, টর্চ থাকে না ৷ তাই কোনও লুঠপাট হলে তা আটকাতে পারবেন না রক্ষী ৷ এটিএমটি এমন যে, বাইরে থেকে বলা যায় না কে এটিএমে ঢুকে কী করছে ৷ তাই এই এটিএমে স্বাচ্ছন্দ্যে লুঠপাট চালাতে পারে দুষ্কৃতীরা ৷

বাসিন্দাদের বক্তব্য, কোনও নিরাপত্তারক্ষী না থাকায় এই ঘটনা ঘটেছে । রক্ষী থাকলে হয়তো এই ভাবে এটিএম ভেঙে টাকা লুঠ করতে পারত না দুষ্কৃতীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.