ETV Bharat / state

Communal Harmony : সম্প্রীতির নজির ! মুসলিম দাদার কিডনিতে বাঁচল হিন্দু ভাইয়ের প্রাণ

কানাইলাল সাউকে প্রাণে বাঁচাতে একটি কিডনি দান করলেন আশরাফ আলি ৷ বয়স, ধর্ম সমস্ত কিছুই হার মানল মানবিকতার কাছে (Asraf Ali donates one of his kidney to save Kanailal Shaws life) ৷

Communal Harmony News
মুসলিম দাদার কিডনিতে বাঁচল হিন্দু ভাইয়ের প্রাণ
author img

By

Published : Jun 4, 2022, 4:12 PM IST

Updated : Jun 4, 2022, 5:47 PM IST

পাথরপ্রতিমা, 4 জুন : জ্ঞানবাপী মসজিদের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক বিতর্ক তৈরি হয়েছে । তারমধ্যেই সম্প্রীতির অনন্য নজির গড়লেন বছর ছাপ্পান্নর শেখ আশরাফ আলি ৷ তাঁর বাস বারাণসী থেকে প্রায় 750 কিলোমিটার দূরে, সুন্দরবনের পাথরপ্রতিমায় ৷ সেখানকারই বাসিন্দা কানাইলাল সাউকে প্রাণে বাঁচাতে একটি কিডনি দান করলেন তিনি ৷ বয়স, ধর্ম সমস্ত কিছুই হার মানল মানবিকতার কাছে (Asraf Ali donates one of his kidney to save Kanailal Shaws life) ৷

বছর পঁয়ত্রিশের রামগঙ্গা কানাইলাল সাউ পেশায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য-সংস্কৃতি দফতরের শিল্পী । বছর তিনেক আগে জটিল রোগে আক্রান্ত হন তিনি । বহু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তাঁর দু'টি কিডনিই নষ্ট হয়ে গিয়েছে । প্রতিস্থাপন না করলে বাঁচার আর কোনও সম্ভাবনা নেই । চিকিৎসকদের কাছ থেকে আশ্বাসবাণী না পেয়ে জীবনের আশাই ছেড়ে দিয়েছিলেন কানাইলাল ।

একদিন হঠাৎ করেই কলকাতা থেকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে গাড়িতেই তাঁর পরিচয় হয় শেখ আশরাফ আলির সঙ্গে । প্রাথমিক কুশল বিনিময়ের পর ধীরে ধীরে অনায়াস সম্পর্ক তৈরি হয় দু'জনের মধ্যে ৷ এখন কানাইলালের পরিবারের লোকজনের সঙ্গে সুসম্পর্ক আশরাফ আলির । তাঁদের মুখ থেকেই আশরাফ শুনেছিলেন, কিডনি পেলে তবেই বাঁচানো যাবে কানাইলালকে । ‘এ পজেটিভ’ কিডনি খুঁজতে কসুর করেননি পরিবারের লোকেরা, যদিও কেউই কোনও আশার আলো দেখাতে পারেননি ৷

সম্প্রীতির অনন্য নজির গড়লেন শেখ আশরাফ আলি

আরও পড়ুন : রিঙ্কির বিয়েতে হাত বাড়াল আবদুল্লারা

কয়েকদিন পর কলকাতায় ডাক্তার দেখাতে গিয়ে আশরাফ জানতে পারেন তাঁর কিডনিও ‘এ পজেটিভ’ । ব্যাস কেল্লাফতে, ঠিক করে ফেলেন তাঁর একটি কিডনি কানাইলালকে দেবেন । গত সপ্তাহে কলকাতার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে কানাইলালের শরীরে সেই কিডনি প্রতিস্থাপন করা হয় । জটিল অস্ত্রোপচারের পর বর্তমানে দু'জনেই সুস্থ ৷ এহেন কাজে আশরাফকে কুর্নিশ জানাচ্ছেন সকলে ৷

পাথরপ্রতিমা, 4 জুন : জ্ঞানবাপী মসজিদের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক বিতর্ক তৈরি হয়েছে । তারমধ্যেই সম্প্রীতির অনন্য নজির গড়লেন বছর ছাপ্পান্নর শেখ আশরাফ আলি ৷ তাঁর বাস বারাণসী থেকে প্রায় 750 কিলোমিটার দূরে, সুন্দরবনের পাথরপ্রতিমায় ৷ সেখানকারই বাসিন্দা কানাইলাল সাউকে প্রাণে বাঁচাতে একটি কিডনি দান করলেন তিনি ৷ বয়স, ধর্ম সমস্ত কিছুই হার মানল মানবিকতার কাছে (Asraf Ali donates one of his kidney to save Kanailal Shaws life) ৷

বছর পঁয়ত্রিশের রামগঙ্গা কানাইলাল সাউ পেশায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য-সংস্কৃতি দফতরের শিল্পী । বছর তিনেক আগে জটিল রোগে আক্রান্ত হন তিনি । বহু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তাঁর দু'টি কিডনিই নষ্ট হয়ে গিয়েছে । প্রতিস্থাপন না করলে বাঁচার আর কোনও সম্ভাবনা নেই । চিকিৎসকদের কাছ থেকে আশ্বাসবাণী না পেয়ে জীবনের আশাই ছেড়ে দিয়েছিলেন কানাইলাল ।

একদিন হঠাৎ করেই কলকাতা থেকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে গাড়িতেই তাঁর পরিচয় হয় শেখ আশরাফ আলির সঙ্গে । প্রাথমিক কুশল বিনিময়ের পর ধীরে ধীরে অনায়াস সম্পর্ক তৈরি হয় দু'জনের মধ্যে ৷ এখন কানাইলালের পরিবারের লোকজনের সঙ্গে সুসম্পর্ক আশরাফ আলির । তাঁদের মুখ থেকেই আশরাফ শুনেছিলেন, কিডনি পেলে তবেই বাঁচানো যাবে কানাইলালকে । ‘এ পজেটিভ’ কিডনি খুঁজতে কসুর করেননি পরিবারের লোকেরা, যদিও কেউই কোনও আশার আলো দেখাতে পারেননি ৷

সম্প্রীতির অনন্য নজির গড়লেন শেখ আশরাফ আলি

আরও পড়ুন : রিঙ্কির বিয়েতে হাত বাড়াল আবদুল্লারা

কয়েকদিন পর কলকাতায় ডাক্তার দেখাতে গিয়ে আশরাফ জানতে পারেন তাঁর কিডনিও ‘এ পজেটিভ’ । ব্যাস কেল্লাফতে, ঠিক করে ফেলেন তাঁর একটি কিডনি কানাইলালকে দেবেন । গত সপ্তাহে কলকাতার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে কানাইলালের শরীরে সেই কিডনি প্রতিস্থাপন করা হয় । জটিল অস্ত্রোপচারের পর বর্তমানে দু'জনেই সুস্থ ৷ এহেন কাজে আশরাফকে কুর্নিশ জানাচ্ছেন সকলে ৷

Last Updated : Jun 4, 2022, 5:47 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.