ETV Bharat / state

1 বছরে 100 শংসাপত্র, ছোট্ট আরাধ্যা পেল এশিয়া বুক অফ রেকর্ডসের গ্র্যান্ডমাস্টার খেতাব - আরাধ্যা পেল এশিয়া বুক অফ রেকর্ডসের গ্র্যান্ডমাস্টার খেতাব

ছক ভাঙা কাজ করেন যাঁরা, তাঁদের কুর্নিশ জানায় এশিয়া বুক অফ রেকর্ডস । গত 1 বছরে বিভিন্ন অনলাইন আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নিয়ে কোনও না কোনও স্থান পেয়েছে আট বছর দশ মাস বয়সি আরাধ্যা ঘড়া ৷

aradhya-ghara-wins-grand-master-award-of asia-book-of-records
aradhya-ghara-wins-grand-master-award-of asia-book-of-records
author img

By

Published : Jun 8, 2021, 3:40 PM IST

Updated : Jun 8, 2021, 6:12 PM IST

ডায়মন্ড হারবার, 8 জুন : মহামারিতে গত বছর মার্চ মাস থেকে বন্ধ স্কুল-কলেজ ৷ ঘরবন্দি পড়ুয়ারা ৷ সেই সুযোগ কাজে লাগিয়ে এশিয়া বুক অব রেকর্ডসের গ্র্যান্ড মাস্টার খেতাব জিতে নিল ডায়মন্ডহারবারের আরাধ্যা ৷

ছক ভাঙা কাজকে কুর্নিশ জানায় এশিয়া বুক অফ রেকর্ডস । গত 1 বছরে বিভিন্ন অনলাইন আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নিয়ে কোনও না কোনও স্থান পেয়েছে আট বছর দশ মাস বয়সি আরধ্যা ঘড়া ৷ পেয়েছে 100টি শংসাপত্র ৷ সেই কারণেই এশিয়া বুক অব রেকর্ডস সম্মানিত করল ছোট্ট আরাধ্যাকে ৷

আরাধ্যা খেতাব পাওয়ায় গর্বিত ডায়মন্ডহারবার ৷ কর্মসূত্রে ডায়মন্ডহারবারবাসী ঘড়া পরিবার ৷ ঘড়া পরিবারের আদি বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার উত্তর রাউতৌড়ি গ্রামে ৷ মেয়ে এর আগে এক বছরে 70টি শংসাপত্র পেয়ে জিতে নিয়েছিল ইন্ডিয়া বুক অব রেকর্ডসের খেতাবও ৷ মেয়ের একের পর এক অর্জনে স্বভাবতই গর্বিত বাবা অনিমেষ ঘড়া ও মা সুবর্ণা মাইতি ঘড়া ৷

আরও পড়ুন: মুসুর ডালে রবি ঠাকুর, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ডায়মন্ড হারবারের যুবক

আরাধ্যার বাবা অনিমেষ ঘড়া বলেন, "আমরা ওকে চাপ দিই না ৷ ও সময় বের করে আবৃত্তি, ছবি আঁকা, গান. সবই করে ৷"

ছোট্ট ঝলমলে আরাধ্যা জানিয়ে দিল, "আমার আবৃত্তি করতে ভালো লাগে ৷ পুরস্কার পেয়ে খুব খুশি ৷ বা-মা আর পরিবারের অন্যরা পাশে ছিল বলেই পুরস্কার জিততে পেরেছি ৷"

ছোট্ট আরাধ্যা পেল এশিয়া বুক-এ

প্রতিভাবান মেয়েকে নিয়ে দূরের স্বপ্ন দেখেন বাবা-মা ৷ গিনেজ বুক অফ রেকর্ডের জন্য আবেদন করেছেন ওঁরা ৷ বাবা-মা-র স্বপ্ন সফল করতে তৈরি ছোট্ট আরাধ্যাও ৷

ডায়মন্ড হারবার, 8 জুন : মহামারিতে গত বছর মার্চ মাস থেকে বন্ধ স্কুল-কলেজ ৷ ঘরবন্দি পড়ুয়ারা ৷ সেই সুযোগ কাজে লাগিয়ে এশিয়া বুক অব রেকর্ডসের গ্র্যান্ড মাস্টার খেতাব জিতে নিল ডায়মন্ডহারবারের আরাধ্যা ৷

ছক ভাঙা কাজকে কুর্নিশ জানায় এশিয়া বুক অফ রেকর্ডস । গত 1 বছরে বিভিন্ন অনলাইন আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নিয়ে কোনও না কোনও স্থান পেয়েছে আট বছর দশ মাস বয়সি আরধ্যা ঘড়া ৷ পেয়েছে 100টি শংসাপত্র ৷ সেই কারণেই এশিয়া বুক অব রেকর্ডস সম্মানিত করল ছোট্ট আরাধ্যাকে ৷

আরাধ্যা খেতাব পাওয়ায় গর্বিত ডায়মন্ডহারবার ৷ কর্মসূত্রে ডায়মন্ডহারবারবাসী ঘড়া পরিবার ৷ ঘড়া পরিবারের আদি বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার উত্তর রাউতৌড়ি গ্রামে ৷ মেয়ে এর আগে এক বছরে 70টি শংসাপত্র পেয়ে জিতে নিয়েছিল ইন্ডিয়া বুক অব রেকর্ডসের খেতাবও ৷ মেয়ের একের পর এক অর্জনে স্বভাবতই গর্বিত বাবা অনিমেষ ঘড়া ও মা সুবর্ণা মাইতি ঘড়া ৷

আরও পড়ুন: মুসুর ডালে রবি ঠাকুর, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ডায়মন্ড হারবারের যুবক

আরাধ্যার বাবা অনিমেষ ঘড়া বলেন, "আমরা ওকে চাপ দিই না ৷ ও সময় বের করে আবৃত্তি, ছবি আঁকা, গান. সবই করে ৷"

ছোট্ট ঝলমলে আরাধ্যা জানিয়ে দিল, "আমার আবৃত্তি করতে ভালো লাগে ৷ পুরস্কার পেয়ে খুব খুশি ৷ বা-মা আর পরিবারের অন্যরা পাশে ছিল বলেই পুরস্কার জিততে পেরেছি ৷"

ছোট্ট আরাধ্যা পেল এশিয়া বুক-এ

প্রতিভাবান মেয়েকে নিয়ে দূরের স্বপ্ন দেখেন বাবা-মা ৷ গিনেজ বুক অফ রেকর্ডের জন্য আবেদন করেছেন ওঁরা ৷ বাবা-মা-র স্বপ্ন সফল করতে তৈরি ছোট্ট আরাধ্যাও ৷

Last Updated : Jun 8, 2021, 6:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.