ETV Bharat / state

Arabul Attacks Abbas-Nawsad : আব্বাস এবং নওশাদকে অশালীন ভাষায় আক্রমণ আরাবুলের - নওশাদ সিদ্দিকী

আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীকে ভাঙড় থেকে তাড়ানোর হুঁশিয়ারি তৃণমূল নেতা আরাবুল ইসলামের (Arabul Islam is Accused of Attacking Abbas Siddiqui and Nawsad Siddique With Obscene Language) ৷ একশো দিনের কাজের টাকা কেন্দ্র না মেটানোয় একটি প্রতিবাদ সভা করে তৃণমূল ৷ সেখানেই ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদকে নিশানা করেন আরাবুল ৷

Arabul Islam is Accused of Attacking Abbas Siddiqui and Nawsad Siddique With Obscene Language
Arabul Islam is Accused of Attacking Abbas Siddiqui and Nawsad Siddique With Obscene Language
author img

By

Published : Jun 6, 2022, 4:41 PM IST

ভাঙড়, 6 জুন : পঞ্চায়েত নির্বাচনের প্রায় বছর খানেক বাকি ৷ আর তার আগেই হম্বিতম্বি শুরু ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের ৷ ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং তাঁর দাদা আব্বাস সিদ্দিকীর উদ্দেশে কু-মন্তব্যের অভিযোগ আরাবুলের বিরুদ্ধে (Arabul Islam is Accused of Attacking Abbas Siddiqui and Nawsad Siddique With Obscene Language) ৷ তিনি বলেন, ‘‘আমরা যদি মনে করি, তাহলে আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীকে... ছুটে বেরিয়ে যেতে হবে ৷’’

একশো দিনের কাজের টাকার দাবিতে ভাঙড়ে প্রতিবাদ সভা করে তৃণমূল ৷ যার নেতৃত্বে ছিলেন আরাবুল ইসলাম ৷ সেই প্রতিবাদ সভা থেকেই ভাঙড়ের বিধায়ক নওশাদ এবং আইএসএফ প্রধান আব্বাসকে নিশানা করেন তিনি ৷ অভিযোগ যেখানে আব্বাস ও নওশাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেন আরাবুল ৷ পঞ্চায়েত নির্বাচনে নওশাদের বিরুদ্ধে ধর্মের নামে সভা করার অভিযোগ করেছেন আরাবুল ৷ এ নিয়ে তিনি বলেন, ‘‘আমরা এখনও ময়দানে নামিনি ৷ যেদিন ময়দানে নামব, সেদিন নওশাদ সিদ্দিকী ও তাঁর চামচারা জিততে পারবে না ৷ নওশাদ সিদ্দিকী তুমি ধর্মের নাম করে ভাঙড়ে সভা করছ ৷ হিম্মত থাকে পার্টির ব্যানারে মিটিং করো ৷ যে ব্যানারে তুমি জিতেছ ৷’’

আব্বাস এবং নওশাদকে অশালীন ভাষায় আক্রমণ আরাবুলের

আরও পড়ুন : Agnimitra Paul : একশো দিনের কাজের টাকা মিটিয়ে দিলে তা পঞ্চায়েত নির্বাচনে ব্যবহার করবে তৃণমূল, মন্তব্য অগ্নিমিত্রার

তবে, এরপরই নওশাদ এবং আব্বাসকে উল্লেখ করে অশালীন মন্তব্য করেন আরাবুল ৷ অভিযোগ তিনি বলেন, ‘‘আমরা যদি মনে করি, তাহলে আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীকে... (শব্দগুলি ভাষায় উল্লেখ করা সম্ভব নয়) ছুটে বেরিয়ে যেতে হবে ৷’’ এ দিন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করেও অশালীন মন্তব্য করতে শোনা যায় আরাবুলকে ৷

ভাঙড়, 6 জুন : পঞ্চায়েত নির্বাচনের প্রায় বছর খানেক বাকি ৷ আর তার আগেই হম্বিতম্বি শুরু ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের ৷ ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং তাঁর দাদা আব্বাস সিদ্দিকীর উদ্দেশে কু-মন্তব্যের অভিযোগ আরাবুলের বিরুদ্ধে (Arabul Islam is Accused of Attacking Abbas Siddiqui and Nawsad Siddique With Obscene Language) ৷ তিনি বলেন, ‘‘আমরা যদি মনে করি, তাহলে আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীকে... ছুটে বেরিয়ে যেতে হবে ৷’’

একশো দিনের কাজের টাকার দাবিতে ভাঙড়ে প্রতিবাদ সভা করে তৃণমূল ৷ যার নেতৃত্বে ছিলেন আরাবুল ইসলাম ৷ সেই প্রতিবাদ সভা থেকেই ভাঙড়ের বিধায়ক নওশাদ এবং আইএসএফ প্রধান আব্বাসকে নিশানা করেন তিনি ৷ অভিযোগ যেখানে আব্বাস ও নওশাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেন আরাবুল ৷ পঞ্চায়েত নির্বাচনে নওশাদের বিরুদ্ধে ধর্মের নামে সভা করার অভিযোগ করেছেন আরাবুল ৷ এ নিয়ে তিনি বলেন, ‘‘আমরা এখনও ময়দানে নামিনি ৷ যেদিন ময়দানে নামব, সেদিন নওশাদ সিদ্দিকী ও তাঁর চামচারা জিততে পারবে না ৷ নওশাদ সিদ্দিকী তুমি ধর্মের নাম করে ভাঙড়ে সভা করছ ৷ হিম্মত থাকে পার্টির ব্যানারে মিটিং করো ৷ যে ব্যানারে তুমি জিতেছ ৷’’

আব্বাস এবং নওশাদকে অশালীন ভাষায় আক্রমণ আরাবুলের

আরও পড়ুন : Agnimitra Paul : একশো দিনের কাজের টাকা মিটিয়ে দিলে তা পঞ্চায়েত নির্বাচনে ব্যবহার করবে তৃণমূল, মন্তব্য অগ্নিমিত্রার

তবে, এরপরই নওশাদ এবং আব্বাসকে উল্লেখ করে অশালীন মন্তব্য করেন আরাবুল ৷ অভিযোগ তিনি বলেন, ‘‘আমরা যদি মনে করি, তাহলে আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীকে... (শব্দগুলি ভাষায় উল্লেখ করা সম্ভব নয়) ছুটে বেরিয়ে যেতে হবে ৷’’ এ দিন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করেও অশালীন মন্তব্য করতে শোনা যায় আরাবুলকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.