ETV Bharat / state

"আইএসএফ নেতা" আরাবুলকে ভাঙড় থেকে উৎখাতে মিছিলের নেতৃত্বে তৃণমূল নেতা - বিজেপি

ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আর একুশের প্রার্থীকে ঘিরে ঘরের বিরোধ ফের বাইরে বেরিয়ে এল ৷ প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলামকে ভাঙড় থেকে উৎখাত করতে মিছিল, জনসভার আয়োজন করে ভাঙড় পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পাঁচু মণ্ডল ৷ মিছিলে সরাসরি আরাবুলকে "আইএসএফ নেতা" বলে উল্লেখ করেন তিনি ৷

আরাবুল ইসলামের বিরুদ্ধে মিছিল ভাঙড়ে
আরাবুল ইসলামের বিরুদ্ধে মিছিল ভাঙড়ে
author img

By

Published : Jul 18, 2021, 12:35 PM IST

ভাঙড়, 18 জুলাই : ভোট মিটলেও ভাঙড়ের আরাবুল-রেজাউলকে ঘিরে রাজনৈতিক তরজা চলছে । এমনিতেই একুশের নির্বাচনে প্রার্থী নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম আর ডাঃ রেজাউল করিমের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল ৷ সেখানে রেজাউল পরাজিত হন আইএসএফ প্রার্থীর কাছে ৷ তারপর সরাসরি রেজাউলকে আক্রমণ করেন স্থানীয় তৃণমূল নেতা আরাবুল ৷ এ নিয়ে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস দুটি ভাগে বিভক্ত হয়ে যায় ৷

ভাঙড়ে তৃণমূল প্রার্থী ডাঃ রেজাউলের পরাজিত হওয়ার পিছনে আরাবুলের অন্তর্ঘাত দায়ী, এই অভিযোগে আজ সকালে ভাঙড় পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সত‍্যজিৎ মণ্ডল ওরফে পাঁচু মণ্ডলের নেতৃত্বে মিছিল করে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা ৷ ভাঙড়ের ব‍্যাওতা 1 নম্বরে রেজাউল করিমের সমর্থনে তৃণমূল কংগ্রেসের একটি জনসভা হয় । উপস্থিত ছিলেন রেজাউল করিম-সহ অন্যরা ।

আরও পড়ুন : ফের শুভেন্দু অধিকারীর বাড়িতে সিআইডি আধিকারিকরা

এই জনসভার প্রচার মিছিলের স্লোগানে আরাবুলকে "আইএসএফ নেতা", "বিজেপি-সমর্থিত" বলে উল্লেখ করেন তৃণমূল নেতা পাঁচু মণ্ডল ৷ ভাঙড় থেকে আরাবুল ইসলামকে উৎখাতের আহ্বান জানিয়ে সাধারণ মানুষকে মিছিল ও জনসভায় যোগ দেওয়ার ডাক দেন তিনি ৷ আজ এই কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, "আরাবুল মানে ভাঙড়ের মাটিতে একটা দালালচক্র ৷ কারণ বিগত নির্বাচনে আমাদের নেতা ছিলেন রেজ্জাক মোল্লা, তিনি 50 বছরের এমএলএ ৷" আরাবুলের বিরুদ্ধে তাঁর অভিযোগ, রেজ্জাক মোল্লাকে হারাবার চেষ্টা করেছিল আরাবুল ৷ তিনি সিপিএমকেই ভোট দিতে বলেছিলেন তাঁর সমর্থকদের ৷ একুশের নির্বাচনে ভাঙড়ে মুখ্যমন্ত্রী প্রার্থী করেছিলেন ডাঃ রেজাউল করিমকে ৷ "তখনও আরাবুল হিন্দুদের বলেছে বিজেপি করতে আর মুসলিমদের বলেছে আইএসএফ করতে", সরাসরি আক্রমণ পাঁচু মণ্ডলের ৷ তাই তিনি আরাবুলকে "আইএসএফ নেতা" আর "বিজেপি-র দালাল" বলে ঘোষণা করেছেন বলে জানালেন ৷

ভাঙড়ে তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে মিছিল তৃণমূলের আরেক গোষ্ঠীর

এদিনের মিছিল, জনসভার লক্ষ্য ভাঙড় থেকে আরাবুলকে উৎখাত করা ৷ সেই কাজে পাঁচু মণ্ডল স্থানীয়দের এক হওয়ার আহ্বান জানিয়েছেন ৷ তাঁরা আজ ভাঙড়ের পথে নেমে মিছিল করেন ৷ তিনি বলেন, "ভাঙড়ে আজ আরাবুলের বিরুদ্ধে নেমেছি ৷ আারবুল বিজেপির বড় বড় নেতাকে বুথ সভাপতি করছে, কাউকে সুপারভাইজার করছে পঞ্চায়েতের, এ সব কার্যকলাপ চালাচ্ছে ৷ প্রতিবার নির্বাচনে বিজেপির হয়ে, নয়তো সিপিএমের হয়ে, নয়তো আইএসএফ-এর হয়ে দালালি করছে ৷"

স্বভাবত, এই ঘটনায় ভাঙড়ের রাজনীতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে । এই বিষয়ে বিতর্কিত তৃণমূল নেতা আরাবুল ইসলাম অবশ্য বলেন, "গুটিকয়েক লোক কী বলল, সেটাতে কোনও কিছু আসে যায় না । আমি দলে ছিলাম, আছি এবং থাকব ।"

ভাঙড়, 18 জুলাই : ভোট মিটলেও ভাঙড়ের আরাবুল-রেজাউলকে ঘিরে রাজনৈতিক তরজা চলছে । এমনিতেই একুশের নির্বাচনে প্রার্থী নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম আর ডাঃ রেজাউল করিমের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল ৷ সেখানে রেজাউল পরাজিত হন আইএসএফ প্রার্থীর কাছে ৷ তারপর সরাসরি রেজাউলকে আক্রমণ করেন স্থানীয় তৃণমূল নেতা আরাবুল ৷ এ নিয়ে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস দুটি ভাগে বিভক্ত হয়ে যায় ৷

ভাঙড়ে তৃণমূল প্রার্থী ডাঃ রেজাউলের পরাজিত হওয়ার পিছনে আরাবুলের অন্তর্ঘাত দায়ী, এই অভিযোগে আজ সকালে ভাঙড় পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সত‍্যজিৎ মণ্ডল ওরফে পাঁচু মণ্ডলের নেতৃত্বে মিছিল করে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা ৷ ভাঙড়ের ব‍্যাওতা 1 নম্বরে রেজাউল করিমের সমর্থনে তৃণমূল কংগ্রেসের একটি জনসভা হয় । উপস্থিত ছিলেন রেজাউল করিম-সহ অন্যরা ।

আরও পড়ুন : ফের শুভেন্দু অধিকারীর বাড়িতে সিআইডি আধিকারিকরা

এই জনসভার প্রচার মিছিলের স্লোগানে আরাবুলকে "আইএসএফ নেতা", "বিজেপি-সমর্থিত" বলে উল্লেখ করেন তৃণমূল নেতা পাঁচু মণ্ডল ৷ ভাঙড় থেকে আরাবুল ইসলামকে উৎখাতের আহ্বান জানিয়ে সাধারণ মানুষকে মিছিল ও জনসভায় যোগ দেওয়ার ডাক দেন তিনি ৷ আজ এই কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, "আরাবুল মানে ভাঙড়ের মাটিতে একটা দালালচক্র ৷ কারণ বিগত নির্বাচনে আমাদের নেতা ছিলেন রেজ্জাক মোল্লা, তিনি 50 বছরের এমএলএ ৷" আরাবুলের বিরুদ্ধে তাঁর অভিযোগ, রেজ্জাক মোল্লাকে হারাবার চেষ্টা করেছিল আরাবুল ৷ তিনি সিপিএমকেই ভোট দিতে বলেছিলেন তাঁর সমর্থকদের ৷ একুশের নির্বাচনে ভাঙড়ে মুখ্যমন্ত্রী প্রার্থী করেছিলেন ডাঃ রেজাউল করিমকে ৷ "তখনও আরাবুল হিন্দুদের বলেছে বিজেপি করতে আর মুসলিমদের বলেছে আইএসএফ করতে", সরাসরি আক্রমণ পাঁচু মণ্ডলের ৷ তাই তিনি আরাবুলকে "আইএসএফ নেতা" আর "বিজেপি-র দালাল" বলে ঘোষণা করেছেন বলে জানালেন ৷

ভাঙড়ে তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে মিছিল তৃণমূলের আরেক গোষ্ঠীর

এদিনের মিছিল, জনসভার লক্ষ্য ভাঙড় থেকে আরাবুলকে উৎখাত করা ৷ সেই কাজে পাঁচু মণ্ডল স্থানীয়দের এক হওয়ার আহ্বান জানিয়েছেন ৷ তাঁরা আজ ভাঙড়ের পথে নেমে মিছিল করেন ৷ তিনি বলেন, "ভাঙড়ে আজ আরাবুলের বিরুদ্ধে নেমেছি ৷ আারবুল বিজেপির বড় বড় নেতাকে বুথ সভাপতি করছে, কাউকে সুপারভাইজার করছে পঞ্চায়েতের, এ সব কার্যকলাপ চালাচ্ছে ৷ প্রতিবার নির্বাচনে বিজেপির হয়ে, নয়তো সিপিএমের হয়ে, নয়তো আইএসএফ-এর হয়ে দালালি করছে ৷"

স্বভাবত, এই ঘটনায় ভাঙড়ের রাজনীতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে । এই বিষয়ে বিতর্কিত তৃণমূল নেতা আরাবুল ইসলাম অবশ্য বলেন, "গুটিকয়েক লোক কী বলল, সেটাতে কোনও কিছু আসে যায় না । আমি দলে ছিলাম, আছি এবং থাকব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.