ETV Bharat / state

লোকালয়ে ঢুকছে সুন্দরবনের জীবজন্তু, আতঙ্কে কুলতলির মানুষ - কুলতলি বিধানসভা

যেভাবে সমুদ্র নদীগুলির জলস্তর বৃদ্ধি পাচ্ছে । এর ফলে জলমগ্ন সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল । প্রাণ বাঁচানোর তাগিদে নদী পেরিয়ে বাঘ, কুমির-সহ বন্য জীবজন্তু লোকালয়ে ঢুকে পড়ছে । আতঙ্কে কুলতলির মানুষ ।

Sundarban
লোকালয়ে ঢুকছে সুন্দরবনের জীবজন্তু
author img

By

Published : May 26, 2021, 12:59 PM IST

কুলতলি, 26 মে : সুন্দরবন থেকে বাঘ বেরিয়ে আসায় আতঙ্ক ছড়িয়েছে কুলতলির মৈপীঠ উপকূল থানা এলাকায় । খবর পেয়ে এলাকায় জাল ও ঘুমপাড়ানি বন্দুক নিয়ে রওনা দিয়েছে কুলতলি বিট অফিসের বনকর্মীরা । পাশাপাশি যশের জেরে কুলতলি বিধানসভা এলাকায় সাত আটটি জায়গায় নদী বাঁধের ভাঙন ধরেছে ও জলস্তর বৃদ্ধি পাচ্ছে । যে কোনও সময়ে নদীর বাঁধ ভেঙে বহু জায়গায় প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা ।

আরও পড়ুন : যশের দাপটে ভাঙছে নদীবাঁধ, আতঙ্কিত সুন্দরবন

কুলতলির বিধায়ক গণেশ মণ্ডল জানান, সমস্ত মানুষকে আমরা সতর্ক থাকতে বলেছি এবং এলকার বাসিন্দাদের নিকটবর্তী সাইক্লোন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে । স্থানীয় সূত্রে খবর, যেভাবে সমুদ্র নদীগুলির জলস্তর বৃদ্ধি পাচ্ছে । এর ফলে জলমগ্ন সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল । প্রাণ বাঁচানোর তাগিদে নদী পেরিয়ে বাঘ, কুমির-সহ বন্য জীবজন্তু লোকালয়ে ঢুকে পড়ছে । আতঙ্কে কুলতলির মানুষ ।

কুলতলি, 26 মে : সুন্দরবন থেকে বাঘ বেরিয়ে আসায় আতঙ্ক ছড়িয়েছে কুলতলির মৈপীঠ উপকূল থানা এলাকায় । খবর পেয়ে এলাকায় জাল ও ঘুমপাড়ানি বন্দুক নিয়ে রওনা দিয়েছে কুলতলি বিট অফিসের বনকর্মীরা । পাশাপাশি যশের জেরে কুলতলি বিধানসভা এলাকায় সাত আটটি জায়গায় নদী বাঁধের ভাঙন ধরেছে ও জলস্তর বৃদ্ধি পাচ্ছে । যে কোনও সময়ে নদীর বাঁধ ভেঙে বহু জায়গায় প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা ।

আরও পড়ুন : যশের দাপটে ভাঙছে নদীবাঁধ, আতঙ্কিত সুন্দরবন

কুলতলির বিধায়ক গণেশ মণ্ডল জানান, সমস্ত মানুষকে আমরা সতর্ক থাকতে বলেছি এবং এলকার বাসিন্দাদের নিকটবর্তী সাইক্লোন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে । স্থানীয় সূত্রে খবর, যেভাবে সমুদ্র নদীগুলির জলস্তর বৃদ্ধি পাচ্ছে । এর ফলে জলমগ্ন সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল । প্রাণ বাঁচানোর তাগিদে নদী পেরিয়ে বাঘ, কুমির-সহ বন্য জীবজন্তু লোকালয়ে ঢুকে পড়ছে । আতঙ্কে কুলতলির মানুষ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.