ভাঙড়, 7 জুন : বৃদ্ধাকে মাথা থেঁতলে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের ঝিঁঝের আইট গ্রামের ঘটনা। মৃতের নাম মহিলা বিবি (70)। খুনিদের দেখে ফেলায় বৃদ্ধার মেয়েকেও খুনের চেষ্টার অভিযোগ। গুরুতর জখম অবস্থায় বৃদ্ধার মেয়ে আর্জিনা বিবিকে হাসপাতালে ভরতি করা হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় ভাঙড় থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বৃদ্ধা মহিলা বিবি তাঁর মেয়েকে নিয়ে গ্রামে মাঠের মাঝখানে একটি বাড়িতে থাকতেন। রাতে বিদ্যুৎ না থাকায় গরমে ঘরের দরজা খুলে শুয়ে পড়েন তাঁরা। রবিবার ভোরবেলা, আচমকাই তাঁদের উপর দুষ্কৃতীরা হামলা চালায়। দুজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই মৃত্যু হয় মহিলা বিবির। অপরদিকে আর্জিনা বিবির অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভরতি করানো হয়।
কী কারণে খুন করা হল, সেবিষয়ে এখনও কিছু স্পষ্ট হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ। সূত্রের খবর, আহত আর্জিনা বিবি দুষ্কৃতীদের মধ্যে একজনকে চিনতে পেরেছেন।
খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় ভাঙড় 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শাহজাহান মোল্লা। দোষীদের কড়া শাস্তির দাবি করেন তিনি। অপরদিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।