ETV Bharat / state

পথ দুর্ঘটনায় কুলপির এক ভারতীয় সেনার মৃত্যু

পথ দুর্ঘটনা কেড়ে নিল একটি তরতাজা প্রাণ । কর্মস্থান থেকে ফেরার পথে হরিয়ানায় মৃত্যু হল ভারতীয় সেনা শুভজিৎ শীটের । তাঁর বাড়ি কুলপিতে

পথ দুর্ঘটনায় মৃত্যু হল কুলপির এক ভারতীয় সেনার
পথ দুর্ঘটনায় মৃত্যু হল কুলপির এক ভারতীয় সেনার
author img

By

Published : Jun 12, 2021, 10:06 PM IST

কুলপি, 12জুন: পথ দুর্ঘটনায় মৃত্যু হল দক্ষিণ 24 পরগনার কুলপির বাসিন্দা এক ভারতীয় সেনার । মায়ের সঙ্গে শেষ কথা হয়েছিল ফোনে ৷ মাকে জিজ্ঞেস করেছিলেন, "মা তুমি কেমন আছো, কি করছো তুমি ৷" প্রত্যুত্তরে মা বলেছিলেন "এই যে তোর দাদাকে খাবার দিচ্ছি । তুই খাবি না বাবা। ’’ সেই শেষ কথা ৷ আর ঘরে ফেরা হল না শুভজিৎ শীটের ।

ছোটো থেকেই ইচ্ছে ছিল দেশের জন্য লড়াই করবে সে । বাবা-মা ও এক দাদাকে নিয়ে ছোট্ট সংসার ছিল শুভজিৎয়ের ৷ 2011 সালের মাত্র 21 বছর বয়সে ভারতীয় সেনায় যোগদান করেন তিনি ৷ হরিয়ানায় 027id তে কর্মরত ছিলেন তিনি ৷ গত বুধবার ক্যাম্প থেকে ফেরার পথে হরিয়ানায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি ৷ তারপর হাসপাতালে ভর্তি করা হয় শুভজিৎকে । সেখানেই মৃত্যু হয় তাঁর ৷

পথ দুর্ঘটনায় মৃত্যু হল কুলপির এক ভারতীয় সেনার

শুক্রবার রাতে বাড়িতে ফিরল তাঁর কফিনবন্দি দেহ ৷ তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার । শোকের ছায়া নেমেছে গোটা এলাকাজুড়ে ।

কুলপি, 12জুন: পথ দুর্ঘটনায় মৃত্যু হল দক্ষিণ 24 পরগনার কুলপির বাসিন্দা এক ভারতীয় সেনার । মায়ের সঙ্গে শেষ কথা হয়েছিল ফোনে ৷ মাকে জিজ্ঞেস করেছিলেন, "মা তুমি কেমন আছো, কি করছো তুমি ৷" প্রত্যুত্তরে মা বলেছিলেন "এই যে তোর দাদাকে খাবার দিচ্ছি । তুই খাবি না বাবা। ’’ সেই শেষ কথা ৷ আর ঘরে ফেরা হল না শুভজিৎ শীটের ।

ছোটো থেকেই ইচ্ছে ছিল দেশের জন্য লড়াই করবে সে । বাবা-মা ও এক দাদাকে নিয়ে ছোট্ট সংসার ছিল শুভজিৎয়ের ৷ 2011 সালের মাত্র 21 বছর বয়সে ভারতীয় সেনায় যোগদান করেন তিনি ৷ হরিয়ানায় 027id তে কর্মরত ছিলেন তিনি ৷ গত বুধবার ক্যাম্প থেকে ফেরার পথে হরিয়ানায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি ৷ তারপর হাসপাতালে ভর্তি করা হয় শুভজিৎকে । সেখানেই মৃত্যু হয় তাঁর ৷

পথ দুর্ঘটনায় মৃত্যু হল কুলপির এক ভারতীয় সেনার

শুক্রবার রাতে বাড়িতে ফিরল তাঁর কফিনবন্দি দেহ ৷ তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার । শোকের ছায়া নেমেছে গোটা এলাকাজুড়ে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.