সাতগাছিয়া, 8 মে : তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বোমাবাজির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । গতকাল রাতে কয়েকজন বিজেপি আশ্রিত দুষ্কৃতী দলীয় কার্যালয় লক্ষ্য করে বোমা ছোড়ে বলে অভিযোগ ৷ দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়া বিধানসভার নোদাখালির ঘটনা ৷
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল রাত সাড়ে 11টা 12টা নাগাদ নোদাখালির তৃণমূল কার্যালয়ে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী ৷ তার উপর বোমাবাজিও করা হয় বলে অভিযোগ ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি বোমা ৷ সেইসঙ্গে ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমা, সুতলি ৷
আরও পড়ুন, নির্বাচন কমিশনের সহায়তায় রিগিং করেছে বিজেপি, বিধানসভায় সরব মমতা
তৃণমূলের অভিযোগ, এই ঘটনার পিছনে রয়েছে বিজেপি ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷