ETV Bharat / state

দু’মাসের শিশুপুত্র বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে - ফিরোজা বিবি

ভাঙড়ের পদ্মপুকুরে দুইমাসের পুত্র সন্তান বিক্রির অভিযোগ উঠল অভিযুক্ত বাবা শহিদ মোল্লার বিরুদ্ধে । গত বুধবার শিশুটির মা ফিরোজা বিবি বাজার করে ফিরে এসে স্বামী ও তাঁর ছেলেকে দেখতে পাননি । আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেও তাদের হদিস পাননি তিনি । শেষে ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ফিরোজা বিবি ।

দুমাসের শিশুপুত্র বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে
দুমাসের শিশুপুত্র বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে
author img

By

Published : Feb 5, 2021, 8:18 PM IST

ভাঙড়, 5 ফেব্রুয়ারি : দুইমাসের বাচ্চা বিক্রির অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পদ্মপুকুরে । অভিযুক্ত বাবার নাম শহিদ মোল্লা । এই ঘটনায় ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মা ফিরোজা বিবি ।

ফিরোজা বিবির দাবি গত বুধবার পারিবারিক দরকারে বাজারে গিয়েছিলেন । বাড়ি এসে আর শিশুপুত্রকে দেখতে পাননি। ঘটনার পর থেকে রহস্যজনকভাবে উধাও তাঁর স্বামীও । আত্মীয়দের বাড়িতে খোঁজাখুঁজির পরও কাউকে না পাওয়ায় ফিরোজা বিবি ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।

দুমাসের শিশুপুত্র বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে

আরও পড়ুন : আট মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ দম্পতির বিরুদ্ধে

ফিরোজা বিবির অভিযোগ, নিজের সন্তানকে তপসিয়া এলাকায় বিক্রি করে দেওয়ার কথা বলছিল শহিদ। তাঁর আশঙ্কা, তাঁদের পুত্র সন্তানকে ওই এলাকায় বিক্রি করে দিয়েছে । ভাঙড় থানার পুলিশ ফিরোজা বিবির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ।

ভাঙড়, 5 ফেব্রুয়ারি : দুইমাসের বাচ্চা বিক্রির অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পদ্মপুকুরে । অভিযুক্ত বাবার নাম শহিদ মোল্লা । এই ঘটনায় ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মা ফিরোজা বিবি ।

ফিরোজা বিবির দাবি গত বুধবার পারিবারিক দরকারে বাজারে গিয়েছিলেন । বাড়ি এসে আর শিশুপুত্রকে দেখতে পাননি। ঘটনার পর থেকে রহস্যজনকভাবে উধাও তাঁর স্বামীও । আত্মীয়দের বাড়িতে খোঁজাখুঁজির পরও কাউকে না পাওয়ায় ফিরোজা বিবি ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।

দুমাসের শিশুপুত্র বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে

আরও পড়ুন : আট মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ দম্পতির বিরুদ্ধে

ফিরোজা বিবির অভিযোগ, নিজের সন্তানকে তপসিয়া এলাকায় বিক্রি করে দেওয়ার কথা বলছিল শহিদ। তাঁর আশঙ্কা, তাঁদের পুত্র সন্তানকে ওই এলাকায় বিক্রি করে দিয়েছে । ভাঙড় থানার পুলিশ ফিরোজা বিবির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.